DIY- রঙিন কাগজ দিয়ে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো সময় পেলে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তেমনি আজকে আমি ভিন্ন ধরনের একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলদানি ও ফুলের ওয়ালমেট আপনাদের সবার ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ফুলদানি ও ফুলের ওয়ালমেট:

IMG_20230704_094646.jpg
Device-OPPO-A15


সুন্দর কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আর সময় পেলেই নতুন কিছু করার চেষ্টা করি। যখন আমি অবসর সময় পাই তখন রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে শেয়ার করার চেষ্টা করি। যদিও এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। তবে যখন মাঝে মাঝে সময় পাই তখন আমি নতুন কিছু করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কার্ডবোর্ড কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230703133014.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230703133054.jpg
Device-OPPO-A15
IMG20230703133058.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি কার্ডবোর্ড নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230703133126.jpg
Device-OPPO-A15
IMG20230703133701_01.jpg
Device-OPPO-A15


ফুলদানি তৈরি করার জন্য সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়েছি। যাতে করে ফুলদানি দেখতে ভালো লাগে। এবার ফুলদানির উপরের অংশ সুন্দর করার জন্য সাদা কাগজ দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20230703133821.jpg
Device-OPPO-A15
IMG20230703133950.jpg
Device-OPPO-A15


এবার ফুলদানির উপরের অংশ সুন্দর করে কেটে নিয়েছি। এরপর বিভিন্ন ডালপালা তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230703134102.jpg
Device-OPPO-A15
IMG20230703134213.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে সবকিছু তৈরি হয়ে গেলে এবার ফুলদানিটি সুন্দর করার জন্য আঠা দিয়ে সাদা কাগজটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20230703134238.jpg
Device-OPPO-A15
IMG20230703134355.jpg
Device-OPPO-A15


এবার ডালপালা গুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে করে ফুলগুলো লাগাতে সুবিধা হয়।


ধাপ-৬

IMG20230703134501.jpg
Device-OPPO-A15
IMG20230703134528.jpg
Device-OPPO-A15


সবকিছু প্রস্তুত হয়ে গেলে এবার ফুল তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৭

IMG20230703134602.jpg
Device-OPPO-A15
IMG20230703134617.jpg
Device-OPPO-A15


কাগজ ভাঁজ করা হয়ে গেলে আরো কিছু ভাঁজ করেছি এবং কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230703134656.jpg
Device-OPPO-A15
IMG20230703135113.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ধীরে ধীরে বেশ কিছু ফুল তৈরি করেছি। যাতে করে এই ওয়ালমেট এবং ফুলদানি দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230703135208.jpg
Device-OPPO-A15
IMG20230703135234.jpg
Device-OPPO-A15


এবার কিছু পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ কেটে নিয়েছি। এরপর পাতা দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-১০

IMG20230703135328_01.jpg
Device-OPPO-A15
IMG20230703135610.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে কেটে কেটে পাতাগুলো তৈরি করেছি এবং সবগুলো অংশ প্রস্তুত করেছি।


ধাপ-১১

IMG20230703135641.jpg
Device-OPPO-A15
IMG20230703135716.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১২

IMG20230703135815.jpg
Device-OPPO-A15
IMG20230703135922.jpg
Device-OPPO-A15


পাতা ও ফুল সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এই ওয়ালমেট সুন্দর করার চেষ্টা করেছি


শেষ ধাপ

IMG20230703140202.jpg
Device-OPPO-A15
IMG_20230704_095133.jpg
Device-OPPO-A15


এবার ফুলদানিটি সুন্দর করার জন্য কিছু কাগজ কেটে নিয়েছি এবং লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এভাবেই এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230704_095503.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো আমি রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলদানির সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। ঘরের দেয়ালে যখন এই ওয়ালমেট সাজিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আমিও আমার ঘরের দেয়ালে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আসলে নিজের তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজালে দেখতে যেমন ভালো লাগে তেমনি আকর্ষণীয় হয়। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

ঠিকই বলেছেন, সুন্দর কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । বিভিন্ন কালার দেওয়াতে আরো বেশি ফুটে উঠেছে। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year (edited)

সত্যি আপু সুন্দর কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি এই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে সবার মাঝে শেয়ার করেছি। কালার এবং ফুলগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 last year 

আপনি খুব সুন্দর করে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ সুন্দর লাগে। আপনি প্রথমে কার্ডবোর্ড কেটেছেন এরপর রঙিন কাগজ দিয়ে সুন্দর করে ফুল তৈরি করে এই ওয়ালমেটটি তৈরি করেছেন। তৈরি ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর করে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করে আপনাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য। আসলে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে এবং সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার তৈরি করা ফুলদানি ও ফুলের ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করে উপস্থাপন করার জন্য। এরই ধারাবাহিকতায় নতুন কিছু করার চেষ্টা করেছি আপু।

 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি সময় সুযোগ পেলেই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেন। যদিও এই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে আপনার তৈরি কৃত আজকের এই রঙিন কাগজের ফুলদানি ও ফুলের ওয়ালমেট দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি ভাইয়া সময় পেলে কিংবা সুযোগ পেলেই নতুন কিছু করার চেষ্টা করি। তবে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। তবুও চেষ্টা করেছি সুন্দর করে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে ফুলদানি ও ফুলের ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের ফুলদানি যুক্ত ওয়ালমেট ঘরের দেয়ালে সাজালে দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায়। নিজের হাতে তৈরি করা ওয়ালমেট হলে তো আরো বেশি ভালো লাগে। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট।

 last year 

ঠিক বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে ওয়ালমেট তৈরি করার। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুলদানি সহ ফুলের ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার ওয়ালমেটের এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি ফুলদানি সহ ফুলের ওয়ালমেট তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য। যাতে করে যে কেউ দেখে বানাতে পারে। আসলে এই ওয়ালমেট গুলো তৈরি করার পর সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে।

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুলদানি ও ফুলের ওয়ালমেটটি দারুণ চমৎকার লাগছে। রঙিন কাগজ, কার্ডবোর্ড কাগজ, আঠা,কলম,কাঁচি দিয়ে খুবই নিখুঁতভাবে ফুলদানি ও ওয়ালমেটটি তৈরি করেছেন। অনেক শুভকামনা রইলো আমাদের জন্য।

 last year 

ফুলদানি এবং ফুলের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ আঠা এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজের তৈরি এই ওয়ালমেট। অনেক সুন্দর করে এটি তৈরি করলেন। এরকম কাজগুলো করতে এবং দেখতে খুব ভালোবাসি আমি। আমি তো অবসর সময় পেলে এই ধরনের কাজ করার জন্য বসে পড়ি। ফুলদানি ও ফুলের ওয়ালমেট অনেক সুন্দর ভাবে তৈরি করলেন। এরকম কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এবং নিজের মতামত আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। আমি চেষ্টা করেছি ফুলদানি এবং ফুলের ওয়ালমেট তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজের তৈরি এরকম জিনিস গুলো আমার খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। এরকম কাজগুলো করতে যদিও ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় কিন্তু শেষে দেখতে খুব ভালো লাগে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার তৈরি এই ওয়ালমেট।

 last year 

রঙিন কাগজ দিয়ে এই কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে আপু। তাইতো আমি কাগজ ব্যবহার করে ফুলদানি ও ফুলের ওয়ালমেট তৈরি করেছি। তবে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুল আর ফুলদানী দারুন হয়েছে আপু।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। এ ধরনের ওয়ালমেট দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল এবং ফুলের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এবং নিজের মতামত তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63