ফটোগ্রাফি-আমার গাছের গোলাপের কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফির পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তবে সেভাবে বাহিরে যাওয়া হয় না বলে বাহিরে কোথাও ফটোগ্রাফি করা হয় না। তাই আজকে আমি আমার গাছের গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


আমার গাছের গোলাপের কিছু ফটোগ্রাফি:

IMG_20231123_135047.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231123_150213.jpg
Device-OPPO-A15
Location


ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আর সুন্দর ফুলের প্রতি আমাদের সবার অনেক বেশি ভালোবাসা রয়েছে।গোলাপ ফুল আমার ভীষণ প্রিয়। লাল গোলাপের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর কেন জানি ছোটবেলা থেকেই সাদা গোলাপের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি ছিল। তবে লাল গোলাপের অপরূপ সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করে। তাইতো আমি বাসায় একটি গোলাপের গাছ লাগিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো লাল গোলাপ আর সাদা গোলাপ ফুল একই গাছে ফোটে।


IMG_20231123_152034.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231123_150244.jpg
Device-OPPO-A15
Location


আমার টবে লাগানো লাল গোলাপ আর সাদা গোলাপ একসাথে ফোটার পেছনে অনেক কাহিনী আছে। যেহেতু সাদা গোলাপ আমার পছন্দের তাই তো সাদা গোলাপ ফুলের গাছ কিনতে গিয়েছিলাম। এরপর দেখি গাছে একসাথে দুই রংয়ের ফুল ফুটে আছে। একই গাছে দুই রঙের ফুল ফুটে। দেখতে ভীষণ ভালো লেগেছিল। তখন আমি গাছটি দেখেই পছন্দ করে কিনে ফেলেছিলাম। তখন আমার ভীষণ ভালো লেগেছিল।


IMG20231123142012.jpg
Device-OPPO-A15
Location


যখন আমি নার্সারীর লোকটিকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে সম্ভব হয়েছে। তখন উনি বললেন যখন প্রথম গাছের ডাল গুলো লাগানো হয়েছে তখন তিনি একটি সাদা গোলাপের ডাল আর একটি লাল গোলাপের ডাল একসাথে মাটিতে লাগিয়েছিলেন। আর কিছু প্যাকেটিং আলাদাভাবে করেছিলেন। তখন থেকেই সাদা গোলাপ এবং লাল গোলাপের দুটো ডাল একসাথে একই প্যাকেটে রোপন করা হয়েছিল।


IMG20231123142222.jpg
Device-OPPO-A15
Location


লাল গোলাপ গুলো যখন ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। যদিও আমার গাছে ফুটে থাকা লাল গোলাপের সাইজ খুব একটা বড় নয়। মিডিয়াম সাইজের। তবে সাদা গোলাপটাও বেশ সুন্দর ছিল। লাল গোলাপের অপরূপ সৌন্দর্য এতটাই ভালো লাগে যে যখনই ফুল ফুটে থাকে তখনই আমি ফটোগ্রাফি করি। আর আমার গাছে ফোটা ফুল গুলোর ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে।


IMG20231123142241.jpg
Device-OPPO-A15
Location


সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমি এই গাছ গুলোর পরিচর্যা করি এবং গাছের সাথে সময় কাটাই তখন মন ফ্রেশ হয়ে যায়। আর মানসিক বিভিন্ন চিন্তাগুলো একেবারে চলে যায়। গাছের পরিচর্যা করা ও ফটোগ্রাফি করা এটা আমার খুবই পছন্দের একটি কাজ। তাইতো যখনই গাছে ফুল ফুটে তখনই আমি ফটোগ্রাফি করে রাখি। যাতে করে মন খারাপের সময়গুলোতে এই ফটোগ্রাফি দেখতে পারি। জানিনা আমার বাগানের গোলাপ ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

বাহ! কি চমৎকার সব গোলাপের চাষাবাদ করেছেন আপু। প্রতিটি গোলাপের ছবি খুব সুন্দর হয়েছে। প্রতিটি গোলাপের বেড়ে উঠায় আপনার আদর যত্নের ছোয়া আছে।আপনার লাগানো গোলাপ ফুল গাছের, গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপু।

 8 months ago 

আমার শেয়ার করা গোলাপ ফুলের ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। গোলাপ গাছের যত্ন করলে অনেক সুন্দর ফুল দেখতে পাওয়া যায়।

 8 months ago 

আপু আপনার এর আগের একটি পোস্টে পড়েছিলাম আপনার একটি গাছে লাল এবং সাদা কালারের ফুল ফোটে । গাছটি দেখার খুব ইচ্ছা ছিল ।আজকে গাছটি দেখতে পেরে সত্যি ভীষণ ভালো লাগল। এভাবে কখনো দেখা হয়ে ওঠেনি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 8 months ago 

গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গাছের গোলাপ ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল আমার বেশ পছন্দের। তবে সাদা গোলাপ ফুল। এবং লাল গোলাপ একসাথে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন আপু গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই গোলাপ ফুল পছন্দ করি। লাল এবং সাদা গোলাপ একসাথে ফুটলে দেখতে অনেক ভালো লাগে।

 8 months ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনার গাছে খুবি সুন্দর ফুল ফুটে আছে।এটি অনেক আনন্দের।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। গাছে গোলাপ ফুল ফুটলে দেখতে অনেক ভালো লাগে ভাইয়া।

 8 months ago 

আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমার বাড়িতে অনেক ফুলের গাছ ছিল। যার মধ্যে অন্যতম ছিল গোলাপের গাছ। আজকে আপনার বাড়ির গোলাপ গাছের ফটোগ্রাফি দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার বাসায় গোলাপ ফুলের গাছ ছিল জেনে ভালো লাগলো আপু। অনেক আগে আমার বাসাতেও অনেক বড় একটি গোলাপ গাছ ছিল। এরপর সেই গাছটি কেটে ফেলা হয়েছে।

 8 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গোলাপের কিছু ফটোগ্রাফি। সত্যি আপু খুবই ভালো লাগলো যে আপনার নিজের বাগানের গোলাপের ফটোগ্রাফি দেখে। আপনার গোলাপের ফটোগ্রাফির মধ্যে সাদা গোলাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নিজের বাগানের গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লেগেছে। সাদা গোলাপ আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 8 months ago 

সত্যি আপু ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আসলে আপু ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের কাছে গেলে সত্যি মন ভালো হয়ে যায়। আপনি অনেক সুন্দর গোলাপ ফুলের বাগান করেছেন।তবে সাদা ও লাল গোলাপ ফুল একগাছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন আপু ফুল আমরা সবাই ভালোবাসি। সাদা এবং লাল গোলাপ একসাথে দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।

 8 months ago 

আমার কাছেও ফুল বেশ ভালো লাগে।আর গোলাপ হলে তো কথাই নেই। এই রকম এক গাছে দুই কালারের ফুল দেখতে আসলেই অনেক ভালো লাগে।বেশ ভালোই হয়েছে নার্সারির মামা একসাথে দুই কালারের গাছ রোপন করেছে।ভালো লাগলো আপু।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

গোলাপ ফুল আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। একসাথে দুই কালারের গাছ রোপন করেছিলো। তাইতো এক গাছে ফুল কালারের ফুল দেখতে পেয়েছি।

 8 months ago 

একদম ঠিক বলছেন আপু ভালোবাসা না এমন মানুষ নেই বললেই চলে। ফুল ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করেন। যদি এমন সুন্দর ফুলের রানী গোলাপ ফুলের ফটোগ্রাফি হয় তাহলে বেশ ভালই লাগে আপু। যেহেতু আপনার বাগানের ফোটা ফুল ভীষণ সুন্দর হয়েছে। সাদা এবং লাল গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর লাগলো।

 8 months ago 

সত্যি আপু আমরা সবাই ফুল অনেক ভালোবাসি। ফুল ছোট হোক কিংবা বড় সব ধরনের গোলাপ আমার অনেক পছন্দের। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

সত্যি আপু ফুলের প্রতি আমাদের সবার ভালোলাগা রয়েছে। আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 8 months ago 

ফুল আমরা সবাই অনেক ভালোবাসি আপু। ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। গোলাপ ফুল আমারও খুব পছন্দের একটি ফুল। আপনি ফুলগাছ গুলোর পরিচর্যা এবং ফুল ফোটার পর সেইগুলোর ফটোগ্রাফি করতে ভালোবাসেন, এটা বেশ ভালো ব্যাপার আপু। আমিও ফটোগ্রাফি করতে ভালোবাসি অনেক। আপনার শেয়ার করা লাল ও সাদা রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64625.84
ETH 3233.39
USDT 1.00
SBD 2.65