Diy-পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সুন্দরভাবে স্ট্রবেরি তৈরির একটি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমি পাথর এবং রঙের ব্যবহার করেছি।


পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি:

IMG_20230110_222928.jpg
Device-OPPO-A15
IMG_20230110_135538.jpg
Device-OPPO-A15
IMG_20230110_135502.jpg
Device-OPPO-A15


পাথর দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে পাথরের উপর পেইন্টিং করে অনেক কিছুই তৈরি করা যায়। তাইতো আজকে আমি পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি করার চেষ্টা করেছি। লাল লাল স্ট্রবেরি গুলো দেখতে অনেক সুন্দর। তাইতো আমি ছোট ছোট পাথরের টুকরোগুলো কাজে লাগিয়ে সুন্দরভাবে স্ট্রবেরি তৈরির চেষ্টা করেছি। ভুল করে আবার কেউ খেতে যাবেন না তাহলে একেবারে দাঁত ভেঙে যাবে 🤪। যাইহোক এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি স্ট্রবেরি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. পাথর।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20230105120753.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230105121017.jpg
Device-OPPO-A15
IMG20230105121156.jpg
Device-OPPO-A15


পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি করার জন্য প্রথমে ছোট ছোট পাথরগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে একটি পাথর নিয়েছি এবং লাল রং নিয়েছি।


ধাপ-২

IMG20230105121313.jpg
Device-OPPO-A15
IMG20230105121436.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু পাথর নিয়ে সুন্দর করে লাল রং করেছি। যাতে করে স্ট্রবেরি তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230105121600.jpg
Device-OPPO-A15
IMG20230105121705.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে দুই পাশের অংশেই সুন্দর করে রঙের ব্যবহার করেছি এবং স্ট্রবেরি তৈরির জন্য পাথরগুলো প্রস্তুত করেছি।


ধাপ-৪

IMG_20230110_135117.jpg
Device-OPPO-A15
IMG20230105122849.jpg
Device-OPPO-A15


এবার রং কিছুটা শুকিয়ে এলে পেন্সিল দিয়ে উপরের অংশ এঁকে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ সবুজ অংশ এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230105122933.jpg
Device-OPPO-A15
IMG20230105123040.jpg
Device-OPPO-A15


এবার দাগ অনুযায়ী সুন্দর করে সবুজ রং দেওয়ার চেষ্টা করেছি এবং স্ট্রবেরির উপরের অংশ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230105123148.jpg
Device-OPPO-A15
IMG20230105123332.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে আরো কিছু পাথরের উপরের অংশ সুন্দর করে সবুজ করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে স্ট্রবেরির মত হয়।


ধাপ-৭

IMG20230105123406.jpg
Device-OPPO-A15
IMG20230105123640.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য পাথরগুলো সুন্দরভাবে সবুজ রঙের ব্যবহার করে স্ট্রবেরি তৈরির জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৮

IMG20230105123739.jpg
Device-OPPO-A15
IMG20230105123914.jpg
Device-OPPO-A15


স্ট্রবেরির উপরের অংশে ছোট ছোট কালো অংশ তৈরি করার জন্য কালো রঙের ব্যবহার করেছি।


শেষ ধাপ

IMG20230105124106.jpg
Device-OPPO-A15
IMG_20230110_215156.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু পাথরের স্ট্রবেরি তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমি অন্যান্য কিছু অংশের কাজগুলো করে এই স্ট্রবেরি গুলো সুন্দর করে তৈরির চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230110_135352.jpg
Device-OPPO-A15
IMG_20230109_110950.jpg
Device-OPPO-A15


পাথরের স্ট্রবেরি গুলো তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করেছি। আসলে নতুন কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করতে। আশা করছি পাথর দিয়ে তৈরি করা এই ছোট ছোট স্ট্রবেরি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। পাথরে তৈরি স্ট্রবেরি গুলো যদি আপনাদের চেয়ে ভালো লাগে তাহলে আপনারাও এভাবে তৈরি করে সাজিয়ে রাখতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

এক কথায় অসাধারণ উপস্থাপনা।ব্রেইনকে ইচ্ছা করলেই অনেকভাবে খেলানো যায়,যা আপনি সবসময়ই করে দেখাচ্ছেন।
দারুণ ছিল বুদ্ধিটা।শুভ কামনা রইলো।

 2 years ago 

সত্যি ভাইয়া নতুন কিছু চিন্তা করলে হয়তো নতুন ভাবে কিছু করা সম্ভব হয়। তাই তো মাঝে মাঝেই চেষ্টা করি ভিন্ন কিছু করার। আবার মাঝে মাঝে বুদ্ধিটা হারিয়ে যায়। বোধহয় বেড়াতে যায়।😅

 2 years ago 

বাহ আপু আপনি দারুন এঁকেছেন প্রথমে দেখে তবে বুঝতেই পারিনি এটা পাথরে তৈরি স্ট্রবেরি। পরে যখন আপনার পোষ্টের ভিতরে ঢুকলাম তারপরে বুঝতে পারলাম এটা আপনি পাথর দিয়ে তৈরি করেছেন।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে এটা তৈরি করেছেন এবং আমাদেরকে দেখেছেন। আপনি অত্যন্ত নিপুণভাবে পাথরের উপরে স্ট্রবেরি ফুটে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পাথরের স্ট্রবেরি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি পাথরগুলো আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এবং স্ট্রবেরি তৈরি করার জন্য। আপনার কাছে একেবারে অরিজিনাল লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

পাথরের মধ্যে স্ট্রবেরি আর্ট করেছেন অসাধারণ লাগছে। প্রথমে তো আমি স্ট্রবেরি সত্যি সত্যি ভেবেছিলাম। সৃজনশীল একটি কাজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি পাথর দিয়ে সুন্দর করে স্ট্রবেরি তৈরি করার জন্য। এজন্য আমি রঙের ব্যবহার করে আর্টটি আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। আপু আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক সুন্দর করে পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি করেছে। এটা দেখে মনে হচ্ছে সত্যি কারের স্ট্রবেরি। দেখে ইচ্ছা করছে একটু টেস্ট করতে। কিন্তু পরে যদি আবার দাঁত ভেঙে যায় ! তাই টেস্টও করতে পারছিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

থাক আপু দাঁত ভাঙ্গার করার দরকার নাই। পরে আবার দাঁত ভেঙে গেলে আমাকে বকা দিবেন। দাঁত ভাঙ্গার কোন প্রয়োজন নেই। যাইহোক আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশ করে উৎসাহ দিয়েছেন এজন্য।

 2 years ago 

ওয়াও দারুন তো 😍
একদমই সত্যিকারের স্ট্রবেরির মতো মনে হচ্ছে। আপনি বেশ দারুন দক্ষতার সাথে এই চমৎকার ডাই প্রজেক্টটি সম্পন্ন করেছেন। আর অত্যন্ত নিখুঁতভাবে স্ট্রবের গুলোকে পাথরের উপর ফুটিয়ে তুলেছেন। তবে আফসোস এগুলো ভুল করেও খাওয়া যাবেনা খেলে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হা হা 😄

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সত্যিকারের স্ট্রবেরির মতো করে এই পেইন্টিং করার জন্য। যাতে করে দেখতে একেবারে সত্যিকারের স্ট্রবেরির মতোই লাগে। আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুণ হয়েছে আপু। ছোট ছোট পাথরগুলোকে কাজে লাগিয়ে ফেললেন তাহলে। বিশেষ করে পাথরে রং করে কোন কিছু ফুটিয়ে তুলতে পারলে অনেক বেশি সুন্দর লাগে। আর লাল-সবুজের মিশ্রণে ছোট ছোট স্ট্রবেরি হয়ে গেল। এই পাথরগুলো ছোট, সেজন্য অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু দুঃখের বিষয় এগুলো দেখলে যদি কেউ খেতে যায় তাহলে তার দাঁত পড়ে যাবে,হাহাহা।

 2 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি একা একা স্ট্রবেরি খেয়ে ফেলেছেন আমাদেরকে না দিয়ে। এবং তারই ফটোগ্রাফি শেয়ার করেছেন। পরে দেখি আপনি পাথরের উপর স্ট্রবেরির পেইন্টিং করেছেন সত্যি আমি মুগ্ধ। আমিও এরকম পাথরের উপর পেইন্টিং করতে ভীষণ ভালোবাসি। তাইতো একটু বেশি ভালো লেগেছে আপনার পাথরের উপর স্ট্রবেরির পেইন্টিং দেখে। ধাপ গুলো খুবই সুন্দর ভাবে দিয়েছেন যার কারণে যে কেউ দেখে খুবই সুন্দর ভাবে এঁকে ফেলতে পারবে। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাথর দিয়ে স্ট্রবেরি তৈরি দেখে তো মনে হচ্ছে সত্যিকারের। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। এধরনের ডাই প্রজেক্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। চমৎকার উপস্থাপনা করেছেন। আপনার প্রশংসা করতে হয়।

 2 years ago 

আমার তৈরি করা পাথরের স্ট্রবেরি গুলো আপনার কাছে অরিজিনাল লাগছে জেনে সত্যি ভালো লাগলো। আসলে সব সময় অরজিনাল ভাবে কোন কিছু তৈরি করার চেষ্টা করি। যাতে করে আপনারা পছন্দ করেন এবং ভালো লাগে।

 2 years ago 

আপনার অনেক প্রতিভা আপু এটা মানতেই হবে। পাথরের উপর কত সুন্দর করে পেইন্ট করে স্ট্রবেরি বানিয়েছেন। যা দেখতে অবিকল আসল স্ট্রবেরির মত লাগছে।

 2 years ago 

আপু আমি চেষ্টা করি নতুন কিছু করার। তবে আপনিও কিন্তু অনেক প্রতিভার অধিকারিনী। কারন আপনার রেসিপিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনার গানের গলা তো অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

পাথর ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে স্ট্রবেরি তৈরি করেছেন। তবে ভেবে অবাক হচ্ছি যদি আপনি এটা বাসায় রেখে দেন আর কেউ এসে যদি স্ট্রবেরি ভেবে কামড় দিয়ে বসা তাহলে হয়তো বা তার দাঁত ভেঙে যাবে হাহাহা। খুবই চমৎকারভাবে আপনি এটা অঙ্কনের মাধ্যমে স্ট্রবেরির আকৃতি দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো আপু।

 2 years ago 

এই স্ট্রবেরি গুলো তালা দিয়ে রাখতে হবে যাতে করে কারো দাঁত ভাঙ্গার কারণ না হয়ে যায়। তবে যাই হোক আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দর করে পাথরগুলো ব্যবহার করার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68