Diy-ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ভালোবাসা নামক শব্দটি খুবই ছোট। তবুও যেন সবার মনে ভালোবাসার ছড়াছড়ি। আর ভালোবাসা দিবস উপলক্ষে আজকে আমি সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি। আশা করছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড আপনাদের সকলের ভালো লাগবে।


ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড:

IMG_20230214_090809.jpg
Device-OPPO-A15
IMG_20230214_091012.jpg
Device-OPPO-A15


আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। যারা প্রিয় মানুষটির জন্য উপহার তৈরি করতে চাচ্ছেন তারা এভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করে দিতে পারেন। সাথে কিন্তু অন্য উপহারও দিবেন না। হলে আবার আপনার প্রিয় মানুষটি আমাকে দোষারোপ করবে😅😅। তবে যাই বলুন না কেন নিজের হাতে কোন কিছু তৈরি করে কাকে উপহার দিলে ভালো লাগে। আর সে অনেক খুশি হয়। আপনারাও তৈরি করে ফেলুন এই সুন্দর শুভেচ্ছা কার্ড এবং পাঠিয়ে দিন আপনার প্রিয় মানুষটির জন্য। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।
৭. পুঁথি।

IMG20230214075405.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230214080031.jpg
Device-OPPO-A15
IMG20230214080137.jpg
Device-OPPO-A15


ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এবার মাঝামাঝি অংশে দুই ভাঁজ করে নিয়েছি। এবার উপরের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি লাল কাগজ কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20230214080508.jpg
Device-OPPO-A15
IMG20230214080645.jpg
Device-OPPO-A15


লাল কাগজটি সুন্দর ভাবে মাপ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপর পেন্সিল দিয়ে লাভ আকৃতি অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230214080727.jpg
Device-OPPO-A15
IMG20230214080817.jpg
Device-OPPO-A15


এবার কাঁচি দিয়ে সুন্দর করে লাল রঙের কাগজটি ধীরে ধীরে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে উপরের দিকের অংশের লাভ আকৃতি তৈরি হয় এবং দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230214080925.jpg
Device-OPPO-A15
IMG20230214081343.jpg
Device-OPPO-A15


কাগজটি কাটা হয়ে গেলে এবার আঠা দিয়ে সুন্দর করে সাদা কাগজের উপর লাগিয়ে দিয়েছি। যাতে করে উপরের সৌন্দর্য বৃদ্ধি পায়।


ধাপ-৫

IMG20230214081534.jpg
Device-OPPO-A15
IMG20230214081603.jpg
Device-OPPO-A15


এবার উপরের দিকের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য কিছু সাদা রঙের কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজ ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৬

IMG20230214081621.jpg
Device-OPPO-A15
IMG20230214081654.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ফুল তৈরি করার জন্য কাগজ আরো কয়েকবার ভাঁজ করেছি। এরপর কাঁচি দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230214081801.jpg
Device-OPPO-A15
IMG20230214082630.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কাঁচি দিয়ে কেটে কেটে ফুলগুলো সুন্দর করে তোলার চেষ্টা করেছি। যাতে করে এই কার্ডটি দেখতে ভালো লাগে। বিভিন্ন সাইজের ছোট বড় ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-৮

IMG20230214082647.jpg
Device-OPPO-A15
IMG20230214082715.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো তৈরি হয়ে গেলে আঠার সাহায্যে লাগানোর চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230214083008.jpg
Device-OPPO-A15
IMG20230214083438.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সবগুলো ফুল সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর মাঝের অংশে সাদা রংয়ের পুঁথি দিয়েছি। যাতে করে ফুল গুলো দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20230214083706.jpg
Device-OPPO-A15
IMG20230214083804.jpg
Device-OPPO-A15


এবার ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা লিখে দেওয়ার জন্য পেন্সিল দিয়ে প্রথমে লিখে নিয়েছি। এরপর কলম দিয়ে লেখার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230214084047.jpg
Device-OPPO-A15


এভাবে আরো কিছু অংশের কাজগুলো করে এই সুন্দর কার্ড তৈরি করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20230214_100849.jpg
Device-OPPO-A15
IMG_20230214_100511.jpg
Device-OPPO-A15


ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করা এই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি হয়ে গেলে আপনাদের সবার মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে নতুন কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। আর সেটা যদি হয় ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করা কার্ড তাহলে আরো বেশি ভালো লাগে। বিশেষ দিনে বিশেষ কার্ড আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপনি নিজের হাতে কোন কিছু তৈরি করে কাউকে উপহার দিলে সত্যিই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। এরকম কার্ড দিয়ে প্রিয় মানুষকে উপহার দেয়া হলে সত্যিই খুশি হয়ে যাবে। ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড তৈরি করার আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

নিজের হাতে কোন কিছু তৈরি করলে অনেক ভালোলাগা কাজ করে। আর কাউকে উপহার দিতে পারলে অনেক ভালো লাগে। আপনিও চাইলে এভাবে সুন্দর একটি কার্ড তৈরি করে প্রিয় মানুষটিকে উপহার দিতে পারেন। আপনার প্রিয় মানুষটি নিশ্চয়ই অনেক খুশি হবে। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপু। ভালোবাসা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর করে একটি রঙিন কাগজ দিয়ে কার্ড তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে এই কার্ডটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ধাপে ধাপে কার্ড তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ভালোবাসা দিবস উপলক্ষে সুন্দর একটি রঙিন কাগজের কার্ড তৈরি করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

আসলে নিজের হাতে তৈরি করে দিলে প্রিয় মানুষটিও অনেক খুশি হবে। আপনি তো দেখছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করে ফেলেছেন। এরকম কার্ডগুলো নিজের হাতে তৈরি করতে যেমন ভাল লাগে কাউকে দিতেও তেমনই ভালো লাগে। প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেন একসাথে থাকতে পারে সেই কামনা করছি আজকের এই দিনে। ভালোবাসা হচ্ছে এক পবিত্র ময় অনুভূতি। যা খুবই কম মানুষের মধ্যে রয়েছে। যাই হোক কথা বাড়াবো না অসম্ভব ভালো ছিল কিন্তু আপনার কার্ড তৈরি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নিজ হাতে কোন কিছু তৈরি করলে প্রিয়জনকে দিতে ভালো লাগে এবং সে অনেক খুশি হয়। তাইতো আমি সুন্দরভাবে এই কার্ড তৈরির পদ্ধতি তুলে ধরেছি। আপনারা চাইলে যে কেউ তৈরি করতে পারেন।

 2 years ago 

বাহ্,আপু ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে বেশ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।কালার কম্বিনেশন টা বেশ ভালো হয়েছে। ফুলগুলো বেশ সুন্দর হয়েছে, তবে কালারিং হলে আরো সুন্দর লাগতো,অন্যকালারের মাঝে সাদা পুঁতি দিলে ফুঁটে উঠতো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আসলে সাদা রং আমার ভালো লাগে। তাই সাদা পুঁথি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদিও অন্য কালার ইউজ করা যেত। তবে কেন জানি লাল সাদা আমার কাছে ভালো লাগে। যাইহোক এরপর থেকে চেষ্টা করব ভিন্ন কালারের কিছু করার জন্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানাই। আজকে পুরো বিশ্বজুড়ে ভালোবাসা দিবস। ভালোবাসার মানুষদের জন্য এই দিনটা খুবই স্পেশাল। আপনি ভালোবাসা দিবস উপলক্ষে খুবই চমৎকার ভাবে একটি কার্ড তৈরি করে ফেলেছেন দেখেছি। এরকম ভাবে নিজের হাতে তৈরি করে কার্ড যদি প্রিয় মানুষকে দেওয়া হয় তাহলে তো খুশির সীমা থাকবে না। সবাই যেন তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পায় এরকম কিছু কামনা করি। দেখেই বুঝতে পারছি অনেক সময় লেগেছে এটি তৈরি করতে। ভালোই ছিল আজকের বাই।

 2 years ago 

আপু আপনাকেও জানাচ্ছি ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। যাই হোক আজ পুরো বিশ্ববাসী ভালোবাসার আনন্দে মেতে উঠেছে। আর এই বিশেষ দিনে আমিও নিজের মতো করে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমেই আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ইউনিক আইডিয়া ছিলো। এধরনের কাজ গুলো সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য। এই কাজগুলো করতে সত্যিই অনেক ভালো লাগে। তবে কিছুটা সময় লাগে যাই হোক আমার এই কার্ড তৈরির পদ্ধতি আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু ভালবাসা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে একটি ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজের উপর সাদা কাগজের পুঁথি গুলো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

বিশেষ কোনদিন বিশেষ কিছু সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাইতো আমি সুন্দর একটি কার্ড বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। সাদা কাগজের উপর লাগানো পুঁথি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

ভালোবাসা দিবস উপলক্ষে খুব চমৎকার একটি কার্ড বানিয়েছেন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। খুবই চমৎকার হয়েছে আপনার এই ভালোবাসা দিবসের কার্ডটি। সত্যি বলতে ভালোবাসা স্রষ্টা-সৃষ্টির সম্পর্কের ইঙ্গিত বহন করে। শঙ্কিত মানবতা, বিপন্ন পৃথিবী হতে আলোকৃত মানুষ গড়তে ভালোবাসার বিকল্প কিছু নেই। ভালোবাসা এক প্রবিত্র প্রেমময়, আনন্দময়, আবেগ অনুভূতি। ভালোবাসা মানুষের নিত্য দিনের প্রতিনিয়ত সঙ্গী। ভালোবাসা কোন এক নিদিষ্ট দিনের নির্ধারিত সীমাবদ্ধ কোন বিষয় নয়। ভালোবাসার আবেশ অসীম,ব্যাপ্তি সর্বময়।

 2 years ago 

ভালোবাসা দিবস মানেই সবার জন্য বিশেষ দিন। তাইতো আমিও নিজের দক্ষতায় সুন্দর ভাবে কার্ড তৈরি করার চেষ্টা করেছি। যদিও খুব একটা সময় দিতে পারিনি। কারণ এক্সাম সামনে। তবুও চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা দিবসে তো খুন সুন্দর একটি কার্ড তৈরি করলেন কিন্তু সেই কার্ড কার জন্য তৈরি করলেন সেটা তো বললেন না আপু হা হা হা😄☺️।ভালোবাসার দিবসে তৈরি করা কার্ড অনেক সুন্দর হয়েছে আপু দেখতে অসাধারণ হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গিফট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ভালোবাসা দিবস উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আসলে এটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করেছি আপু। আমি তো আপনাদের অনেক ভালোবাসি। 😅😅

 2 years ago 

ওয়াও আজকের এই ভালোবাসা দিবসের দিনে৷ আপনার এতো সুন্দর কার্ড বানানো সত্যি অনেক সুন্দর লাগছে ৷ আপু ভালোবাসা টা সত্য হলেও এর বিশালতা অনেক ৷ জীবন বড় একটা অংশ জুড়ে রয়েছে ৷
সর্বোপরি অনেক ভালো লাগলো আপনার এমন চমৎকার. ভালোবাসার শুভেচ্ছান্তে কার্ড টি ৷

 2 years ago 

ভালোবাসা দিবসে আপনাদের জন্য সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছি। যাতে করে আপনারা নিজেদের প্রিয় মানুষদের উপহার দিতে পারেন। সত্যি ভাইয়া ভালোবাসা আমাদের জীবনের অংশ এবং আমাদের জীবনের অংশ জুড়ে রয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57694.11
ETH 2446.73
USDT 1.00
SBD 2.38