রেসিপি-ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে। তেমনি শেয়ার করতে ভালো লাগে। বেশ কিছুদিন আগে এই চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছিলাম। আজকে ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপি শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে।
ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি:

বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে ঘরোয়া ভাবে পিকনিকের আয়োজন করেছিলাম। আর পিকনিকে রোস্ট হবে না সেটা কেউ মেনে নিতে পারছিল না। তাই সিম্পল ভাবে ঝাল চিকেন রোস্ট করা হয়েছিল। অবশ্য এই খাবারটি রান্না করার সময় সবাই হেল্প করেছিল। তবে সত্যি কথা বলতে পিকনিকের খাবার গুলো অন্যরকমের টেস্ট হয়। আর সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। ঝাল চিকেন রোস্ট খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। আমরা সবাই মিলে হাতে হাতে খুব সহজে এই খাবারটি তৈরি করেছিলাম এবং পরিবেশন করার জন্য প্রস্তুত করেছিলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
চিকেন | ৩ টি |
দুধ | পরিমান মত |
পেঁয়াজ বাটা | ৩ চামচ |
রসুন বাটা | ১/২ চামচ |
আদা বাটা | ১/২ চামচ |
গরম মশলা বাটা | ১/২ চামচ |
মশলার গুঁড়া | ১/২ চামচ |
মরিচ বাটা | ১ চামচ |
কাঁচা মরিচ | পরিমাণমতো |
টমেটো সস | পরিমাণমতো |
বাদাম বাটা | পরিমাণমতো |
লবণ | পরিমাণমতো |
লেবু | পরিমাণমতো |
সয়াবিন তেল | পরিমাণমতো |



রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১


ঝাল চিকেন রোস্ট রেসিপি তৈরি করার জন্য প্রথমে চিকেন গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লেবু এবং হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুটা সময় ভালোভাবে মেরিনেট করে রেখেছি।
ধাপ-২


এবার গরম তেলে চিকেন গুলো ভেজে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৩


ধীরে ধীরে চিকেন গুলো লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি আর তেল থেকে তুলে নিয়েছি।
ধাপ-৪


এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং বাদাম বাটা দিয়েছি।
ধাপ-৫


এবার গরম মসলা বাটা এবং মরিচ বাটা দিয়েছি। এরপর লবণ দিয়েছি এবং নাড়াচাড়া করে ভুনা করে নিয়েছি। এরপর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে।
ধাপ-৬

এবার ভুনা মসলার মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়েছি আর সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে দুধ ও সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করেছি।
শেষ ধাপ

কিছুক্ষণ সময় রান্না করার পর যখন ভালোভাবে হয়ে এসেছে তখন সামান্য পরিমাণে মসলার গুঁড়া দিয়েছি আর পরিবেশনের জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:

ঝাল ঝাল চিকেন রোস্ট খেতে সত্যি অনেক ভালো লাগে। অনেকে মিষ্টি চিকেন রোস্ট খেতে পছন্দ করে। তবে আমার কাছে কেন জানি মনে হয় ঝাল চিকেন রোস্ট গুলোই অন্যরকমের টেস্ট হয়। আর খেতেও ভালো লাগে। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। আশা করছি আমার এই রেসিপি সবার ভালো লেগেছে। আর আপনারাও এভাবে এই রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1923385413416227277?t=ZVYPgZMK7I-d5KDFNbc-xw&s=19
https://x.com/Monira93732137/status/1923385914186760496?t=QRgnd_6bH4qQAOlMJ9aMCA&s=19
ঝাল রোস্ট আমার খুব পছন্দের। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। অনেকদিন খাওয়া হচ্ছে না। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । যা দেখে রেসিপিটি যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঝাল রোস্ট আপনার প্রিয় জেনে ভালো লাগলো। ঝটপট একদিন বাসায় তৈরি করে ফেলুন আপু। আশা করছি খেতে ভালো লাগবে।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি।
আপু আমি চেষ্টা করেছি মজার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।
চিকেন রোস্টের খুবই লোভনীয় একটি ফটোগ্রাফি দেখলাম। রেসিপির কালার দেখে বুঝা যায়, ঝাল ঝাল রেসিপি হয়েছে। ধন্যবাদ।
মাঝে মাঝে মজার মজার খাবার তৈরি করার চেষ্টা করি আর আপনাদের মাঝে উপস্থাপন করি। এই খাবারটি খেতে অনেক মজা হয়েছিল।
আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।
এই খাবারটি আপনার প্রিয় জেনে ভালো লাগলো ভাইয়া। এই খাবারগুলোর খেতে সবাই কমবেশি পছন্দ করে থাকে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপু চিকেন রোস্ট বাচ্চাদের অনেক পছন্দ। তবে আমি ঝাল করে কখনো তৈরি করিনি। আসলে বাচ্চারা ঝাল খেতে চাই না যাইহোক আপনার রেসিপি খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিল। কালারটা দারুণ এসেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু বাচ্চারা মিষ্টি রোস্ট খেতে বেশি পছন্দ করে। তবে আমার কাছে ঝাল রোস্ট খেতে বেশি ভালো লাগে।
https://x.com/Monira93732137/status/1923229804574191744?t=--WhWgDkWqplHc8drkgJoA&s=19
আপনি দেখছি আজকে ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন। রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর করে শেয়ার করেছেন।
এই খাবারটি খেতে অনেক মজার হয়েছিল। অল্প উপকরণ দিয়েই মজার একটি খাবার তৈরি করেছিলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি শেয়ার করেছেন।ঝাল ঝাল চিকেন রোস্ট দেখেই জিভে পানি চলে এসেছে! রেসিপিটা খুবই ক্লিয়ার এবং সহজ মনে হলো।আমিও একই রকম রেসিপি বানাই, কিন্তু আপনার মতো ক্রিস্পি টেক্সচার আসে না।আপনার রেসিপিগুলো সবসময়ই ইউনিক হয়! ভিডিও টিউটোরিয়াল বানালে বেস্ট হতো। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ভাইয়া আমি চেষ্টা করেছি রেসিপি তৈরির প্রসেস সুন্দর করে উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।