রেসিপি-ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি|

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে। তেমনি শেয়ার করতে ভালো লাগে। বেশ কিছুদিন আগে এই চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছিলাম। আজকে ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপি শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে।


ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি:

IMG_20250101_072206.jpg
Device-OPPO-A15


বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে ঘরোয়া ভাবে পিকনিকের আয়োজন করেছিলাম। আর পিকনিকে রোস্ট হবে না সেটা কেউ মেনে নিতে পারছিল না। তাই সিম্পল ভাবে ঝাল চিকেন রোস্ট করা হয়েছিল। অবশ্য এই খাবারটি রান্না করার সময় সবাই হেল্প করেছিল। তবে সত্যি কথা বলতে পিকনিকের খাবার গুলো অন্যরকমের টেস্ট হয়। আর সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। ঝাল চিকেন রোস্ট খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। আমরা সবাই মিলে হাতে হাতে খুব সহজে এই খাবারটি তৈরি করেছিলাম এবং পরিবেশন করার জন্য প্রস্তুত করেছিলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
চিকেন৩ টি
দুধপরিমান মত
পেঁয়াজ বাটা৩ চামচ
রসুন বাটা১/২ চামচ
আদা বাটা১/২ চামচ
গরম মশলা বাটা১/২ চামচ
মশলার গুঁড়া১/২ চামচ
মরিচ বাটা১ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো
টমেটো সসপরিমাণমতো
বাদাম বাটাপরিমাণমতো
লবণপরিমাণমতো
লেবুপরিমাণমতো
সয়াবিন তেলপরিমাণমতো

IMG20241231163016.jpg

IMG_20250516_074031.jpg

IMG_20250516_074147.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20241231163255.jpg

IMG_20250516_074058.jpg


ঝাল চিকেন রোস্ট রেসিপি তৈরি করার জন্য প্রথমে চিকেন গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লেবু এবং হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুটা সময় ভালোভাবে মেরিনেট করে রেখেছি।


ধাপ-২

IMG20241231182908.jpg

IMG20241231184026.jpg


এবার গরম তেলে চিকেন গুলো ভেজে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG_20250516_074234.jpg

IMG_20250516_074707.jpg


ধীরে ধীরে চিকেন গুলো লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি আর তেল থেকে তুলে নিয়েছি।


ধাপ-৪

IMG_20250516_074255.jpg

IMG_20250516_074346.jpg


এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং বাদাম বাটা দিয়েছি।


ধাপ-৫

IMG_20250516_074412.jpg

IMG_20250516_074437.jpg


এবার গরম মসলা বাটা এবং মরিচ বাটা দিয়েছি। এরপর লবণ দিয়েছি এবং নাড়াচাড়া করে ভুনা করে নিয়েছি। এরপর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে।


ধাপ-৬

IMG_20250516_074513.jpg


এবার ভুনা মসলার মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়েছি আর সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে দুধ ও সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করেছি।


শেষ ধাপ

IMG20241231193153.jpg


কিছুক্ষণ সময় রান্না করার পর যখন ভালোভাবে হয়ে এসেছে তখন সামান্য পরিমাণে মসলার গুঁড়া দিয়েছি আর পরিবেশনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG20241231192600.jpg
Device-OPPO-A15


ঝাল ঝাল চিকেন রোস্ট খেতে সত্যি অনেক ভালো লাগে। অনেকে মিষ্টি চিকেন রোস্ট খেতে পছন্দ করে। তবে আমার কাছে কেন জানি মনে হয় ঝাল চিকেন রোস্ট গুলোই অন্যরকমের টেস্ট হয়। আর খেতেও ভালো লাগে। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। আশা করছি আমার এই রেসিপি সবার ভালো লেগেছে। আর আপনারাও এভাবে এই রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

ঝাল রোস্ট আমার খুব পছন্দের। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। অনেকদিন খাওয়া হচ্ছে না। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । যা দেখে রেসিপিটি যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ঝাল রোস্ট আপনার প্রিয় জেনে ভালো লাগলো। ঝটপট একদিন বাসায় তৈরি করে ফেলুন আপু। আশা করছি খেতে ভালো লাগবে।

 4 months ago 

IMG_20250516_102042.jpg

IMG_20250516_102053.jpg

IMG_20250516_102101.jpg

 4 months ago 

আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি।

 4 months ago 

আপু আমি চেষ্টা করেছি মজার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো।

 4 months ago 

চিকেন রোস্টের খুবই লোভনীয় একটি ফটোগ্রাফি দেখলাম। রেসিপির কালার দেখে বুঝা যায়, ঝাল ঝাল রেসিপি হয়েছে। ধন্যবাদ।

 4 months ago 

মাঝে মাঝে মজার মজার খাবার তৈরি করার চেষ্টা করি আর আপনাদের মাঝে উপস্থাপন করি। এই খাবারটি খেতে অনেক মজা হয়েছিল।

 4 months ago 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।

 4 months ago 

এই খাবারটি আপনার প্রিয় জেনে ভালো লাগলো ভাইয়া। এই খাবারগুলোর খেতে সবাই কমবেশি পছন্দ করে থাকে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 months ago 

আপু চিকেন রোস্ট বাচ্চাদের অনেক পছন্দ। তবে আমি ঝাল করে কখনো তৈরি করিনি। আসলে বাচ্চারা ঝাল খেতে চাই না যাইহোক আপনার রেসিপি খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিল। কালারটা দারুণ এসেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু বাচ্চারা মিষ্টি রোস্ট খেতে বেশি পছন্দ করে। তবে আমার কাছে ঝাল রোস্ট খেতে বেশি ভালো লাগে।

 4 months ago 

আপনি দেখছি আজকে ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন। রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর করে শেয়ার করেছেন।

 4 months ago 

এই খাবারটি খেতে অনেক মজার হয়েছিল। অল্প উপকরণ দিয়েই মজার একটি খাবার তৈরি করেছিলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি শেয়ার করেছেন।ঝাল ঝাল চিকেন রোস্ট দেখেই জিভে পানি চলে এসেছে! রেসিপিটা খুবই ক্লিয়ার এবং সহজ মনে হলো।আমিও একই রকম রেসিপি বানাই, কিন্তু আপনার মতো ক্রিস্পি টেক্সচার আসে না।আপনার রেসিপিগুলো সবসময়ই ইউনিক হয়! ভিডিও টিউটোরিয়াল বানালে বেস্ট হতো। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি রেসিপি তৈরির প্রসেস সুন্দর করে উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.33
JST 0.034
BTC 112989.01
ETH 4357.61
SBD 0.86