কবিতা-স্মৃতির পাতায় সেই তুমি||আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। কবিতা লেখার অভ্যেস খুব একটা নেই। তবুও মাঝে মাঝে চেষ্টা করি কবিতা লিখতে। আজকে সারাটা দিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। তাইতো নিজের কাজগুলো করতে পারিনি। সারাটা দিন জুড়েই ব্যাস্ত ছিলাম। এলোমেলো ছিল সবকিছু। যখন সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করছিলাম তখন ভীষণ হিমশিম খেতে হচ্ছিল। এরপর যখন ভাবছিলাম আজকে কি পোস্ট করা যায় তখন হঠাৎ করে মনে হল ঝটপট একটি কবিতা লিখলে মন্দ হয় না। এই ভাবনা থেকে হঠাৎ করে মাথায় কবিতার কয়েকটি লাইন চলে এলো। আর সেই কবিতার লাইনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। যদিও খুব একটা ভালো কবিতা লিখতে পারি না। তবুও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই ভালো কবিতা লিখতে পারেন। আপনাদের লেখা কবিতার কাছে আমার লেখা কবিতা কিছুই নয়। তবুও কেন জানি ইচ্ছে করলো একটি কবিতা লিখে শেয়ার করার জন্য। আসলে নতুন কিছু করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করতে। এবার চলুন দেখে নেয়া যাক আজকে আমি কি কবিতা আপনাদের মাঝে শেয়ার করেছি।
স্মৃতির পাতায় সেই তুমি:
Source
তোমার স্মৃতির আঙিনা জুড়ে কোথাও নেই আমি।
তোমার মিথ্যে ভালোবাসার মিথ্যে আবরণ
আমার জীবনে তবুও যেন তোমার বিচরণ।
নিশি রাতের আঁধার যখন জীবনে নেমে আসে
অতীতের সব স্মৃতিগুলো কল্পনায় ভাসে।
কোন এক মেঘলা দিনে হয়েছিল দেখা
ছিলাম তো বেশ ভালো যখন ছিলাম একা।
হারিয়ে গেছো অন্ধকারের ধোঁয়াশার মাঝে
তবুও খুঁজে বেড়াই তোমায় সকাল দুপুর সাজে।
তোমার প্রতীক্ষায় কেটে যায় বেলা
জীবন জুড়ে যেন শুধু প্রতীক্ষার খেলা।
আমার ভাবনায় আজও শুধু তার বিচরণ
তার কথা মনে হলে জাগে শিহরণ।
অন্ধকারে খুঁজে বেড়াই মিথ্যে আলোর দিশা
অপূর্ণ রয়ে গেল হৃদয়ের সকল আশা।
নিশি রাতে জোনাক পোকা কানে কানে কয়
শোনো অবুঝ মেয়ে, বিশ্বাস করে ঠকেছ তুমি,
যে ভুলেছে তোমায় সে তোমার নয়।
জোনাক পোকার কথা শুনে মনে লাগে ভয়
তবুও হেসে বলি তোমার ধারণা মোটেও সত্যি নয়।
অন্ধকারের মাঝেও খুঁজি একটু আলোর দিশা
ফিরবে তুমি এই জীবনে মনে মিথ্যে আশা।
কষ্টের মাঝে যখন সুখগুলো আজ মরীচিকা
বাঁচতে শিখেছি আমি এই পৃথিবীতে বড্ড একা একা
বুকে জমা কষ্টগুলো করে শুধু হাহাকার
তোমার তরে নত হয়েছি আমি বহুবার।
তোমার দেয়া কষ্টগুলো পুষে রেখেছি মনে
কষ্টের অনুভূতিগুলো মনে পড়ে ক্ষণে ক্ষণে
ভালোবাসার অগ্নি শিখায় হৃদয় আমার দগ্ধ
অবুঝ আমি ছিলাম সেই তোমাতেই মত্ত।
হৃদয়ের মেঘলা আকাশে মেঘ জমেছে আজ
থমকে যায় হৃদয় প্রিয়, দেখে তোমার ভিন্ন সাজ।
কষ্টের মেঘগুলো আজ বড্ড বেশি কালো
সেই মেঘের আড়ালে হারিয়েছি জীবনের সব আলো।
কোন এক মেঘলা আকাশের ভাঁজে হারিয়েছে সে কিংবা বিলীন হয়েছে ওই মেঘের মাঝে।
কালো মেঘের মাঝেও তাকে খুঁজে পেতে চায় মন।
মন যেন কল্পনাতেও খুঁজে হারানো প্রিয়জন।
স্মৃতির পাতায় স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। হয়তো মানুষ জীবন থেকে হারিয়ে যায় কিংবা বিলীন হয়ে যায়। তবুও সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকি আমরা। হয়তো সেই স্মৃতির ভাঁজে ভাঁজে খুঁজে পাই প্রয়োজনের সেই আবেগ মাখা অনুভূতিগুলো কিংবা বিষাক্ত সেই সম্পর্কে তিক্ততা। মাঝে মাঝে স্মৃতিগুলো মনের মাঝে বিষাক্ত অনুভূতির তৈরি করে। হয়তো বিষাক্ত সেই কষ্ট গুলো বারবার বলে দিয়ে যায় ঠকে গেছি আমি তোমায় ভালোবসে।হয়তো মাঝে মাঝে স্মৃতিগুলো হৃদয়ে কষ্টের অনুভূতি তৈরি করে। বারবার বলে দিয়ে যায় মনের কল্পনায় আজও শুধুই তার বসবাস। হয়তো সেই স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে বলে দিয়ে যায় তার কথা। অবুঝ মন আজও কল্পনায় শুধু তাকে খোঁজে। হয়তো মেঘের আড়ালের সেই অন্ধকারের মাঝেও কোন একদিন দেখা পাবো একটুকরো আলোর। সেই প্রত্যাশায় দিন কেটে যায়। এভাবেই হয়ত কেটে যাবে জীবনের অনন্তকাল। হয়তো এভাবেই প্রতীক্ষায় কেটে যাবে জীবনের প্রতিটি বসন্ত।
জানিনা আমার লেখা কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি চেষ্টা করেছি নতুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য। আমার বাংলা ব্লগের এবিবি কবিতার আসরের মাধ্যমে একটু একটু করে কবিতা লিখতে শিখেছি। এখন মাঝে মাঝে যখন কবিতার লাইন গুলোর পূর্ণতা দিতে পারি তখন ভীষণ ভালো লাগে। আসলে অনেকে যারা কবিতা লিখে শেয়ার করেন তারা নিজের মনের আবেগ দিয়ে দারুণ কবিতা লিখেন। তবে আমি খুব একটা ভালো লিখতে পারি না। তবুও সময় পেলে চেষ্টা করি নতুন কিছু করার জন্য। আমার লেখা কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভীষণ ভালো লাগবে।
আপনার কবিতা পড়ে খুবি ভালো লাগছে। কবিতা ভাষা অসাধারণ ছিলো। সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমার লেখা কবিতা পড়ে আপনার ভালো লেগেছে এবং কবিতার ভাষাগুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আমি খুব ভালো কবিতা লিখতে পারি না। কিন্তু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো। আজকে ও আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। স্মৃতির পাতায় সেই তুমি ,মনে হচ্ছে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কবিতাটি লিখেছেন ।যে আপনার স্মৃতির পাতায় আজও রয়ে গেছে।আসলে কিছু কিছু মানুষকে কখনো ভোলা যায় না তারা সবসময় স্মৃতির পাতায় থেকে যায়।
আপু আপনার মত আমিও খুব একটা ভালো কবিতা লিখতে পারি না। তবে কবিতা পড়তে আমারও অনেক ভালো লাগে। আসলে কবিতার লাইনগুলো হয়তো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। সত্যি মন ছোঁয়া কবিতাগুলো যত পড়ি ততই ভালো লাগে। বেশ ভালো ছিল বলতে হয় আপনার কবিতা লেখার টপিক। আপনার কবিতার নামটিও কিন্তু অসম্ভব ভালো ছিল স্মৃতির পাতায় সেই তুমি। প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। এরকম কবিতা গুলোর থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই কবিতা এবং কবিতা লেখার টপিক।
আমার লেখা কবিতার লাইনগুলো আপনার মন ছুয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে কবিতা খুব একটা লেখা হয় না। তবুও চেষ্টা করেছি সুন্দর করে কবিতা লিখে শেয়ার করার জন্য। অনেক অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আমি কবিতা লিখতে পারি না। কিন্তু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে কবিতা লিখেছেন। কবিতার টপিকটা ভালো ছিল। কিছু কিছু মানুষকে আসলে কখনো ভোলা যায় না হাজার ভোলার চেষ্টা করলেও ভুলতে পারা যায় না স্মৃতির পাতায় রয়ে যায়।
ভাইয়া আপনি চেষ্টা করলেই কবিতা লিখতে পারবেন। একটা সময় আমি দুই লাইন লিখতে পারতাম না। এখন মাঝে মাঝে চেষ্টা করি। তাই কবিতা লিখতে পারি। যদিও ভাল হয় না। তবুও চেষ্টা করে যাচ্ছি। ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু মানুষ আছে যারা আমাদের হাজার কষ্ট দিলেও তাদেরকে ভুলতে পারিনা।
সারাদিন ব্যস্ত কেটেছে,তারপরেও সময় বের করে আমাদের জন্য সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন,এজন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আমি কবিতা লিখতে পারিনা, কিন্তু আপনি চেষ্টা করে স্মৃতির পাতায় স্মৃতিগুলো নামক কবিতায় দারুণ সফল হয়েছেন। শুভ কামনা আপনার জন্য।
সত্যি আপু কয়েকদিন থেকে ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তবুও সময় করে কবিতাটি লিখে উপহার দেওয়ার চেষ্টা করেছি। যদিও ভালো লিখতে পারি না। তবুও চেষ্টা করে যাচ্ছি। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। কবিতা লিখতেও ইদানিং অনেক ভালো লাগে আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। এমন কিছু মানুষ আছে যাদের স্মৃতির কথা সারা জীবন থেকে যায় মনের মধ্যে। যদিও ভুলার চেষ্টা করা হয় কিন্তু ভুলা সম্ভব না। স্মৃতির পাতায় সেই তুমি কবিতাটি অসাধারণ লিখেছেন আপু। লিখতে লিখতে কিন্তু একদিন অনেক ভালো কবিতা লিখতে পারবেন সেই প্রত্যাশা করি।
ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই দারুন দারুন কবিতা লিখে। আর সেই কবিতা গুলো পড়ে অনুপ্রেরণা পেয়েছি এবং নিজেও ক্ষুদ্রভাবে লেখার চেষ্টা করেছি। আসলে জীবন মানেই হয়তো স্মৃতির পাহাড়। আর সেই স্মৃতিগুলো নিয়ে হয়তো আমরা বেঁচে আছি।
আপু এই যে রজার দিনে শত ব্যস্ততার পরেও যে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে একটিভ সত্যি বলতে কতটা ভালোবাসা থাকলে সেটা সম্ভব ৷ কবিতার প্রতিটি লাইন ছিল বেদনাদায়ক ৷ যাকে নিয়ে জীবনে এক সময় নানা কল্পনা জল্পনা দিনশেষে যখন তাকে আর জীবনের সাথী হয় না ৷ তখন আসলে জীবনের সমস্ত আনন্দ টুকু নিভে যায় ৷
যেমনটা বললেন স্মৃতির পাতায় স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। হয়তো মানুষ জীবন থেকে হারিয়ে যায় কিংবা বিলীন হয়ে যায়
কবিতার প্রথম চার লাইন দারুন ছিল ৷
রমজান মাসে ব্যস্ততা অনেক বেড়ে যায়। আসলে ব্যস্ততার মাঝে নিজের কাজগুলো করা অনেক কঠিন হয়ে পড়েছে। তবুও চেষ্টা করেছি এই কবিতাটি লেখার জন্য। কিছু কিছু কথা আছে এগুলো হয়তো প্রকাশ করা হয় না। হয়তো কবিতার ভাষায় সেগুলো প্রকাশ করা হয়।
আপনার আজকের কবিতা লেখার টপিক তো অসম্ভব ভালো ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি কবিতা পড়তেও তেমনি ভালবাসি। অনেক কিছু ফুটিয়ে তোলা যায় কবিতার মাধ্যমেও। অনেক বড় একটি কবিতা ছিল যার কারণে পড়তে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।
আমার লেখা কবিতার টপিক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে এরকম টপিক নিয়ে কবিতা লিখতে আমারও ভালো লেগেছে। আপনি কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসেন জেনে ভালো লাগলো আপু।
খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন আপু।খুব ভাল লাগলো পড়ে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। আমরা প্রিয়জনকে সব সময় স্মৃতির মাঝে নিয়ে ঘুরে বেড়াই।সেই প্রিয়জন হয়ত নেই পাশে।তবুও তার রেশ যেন এখনো আছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমরা অনেক সময় স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকি। হয়তো প্রিয়জনকে অনেক সময় স্মৃতির মাঝে অনুভব করি। অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু সারাদিন ব্যস্ত থাকার পর হঠাৎ করে আপনার ভাবনায় কবিতার কয়েকটি লাইন চলে আসে আর আপনি সাথে সাথে খুব সুন্দর একটি কবিতা লিখে নিয়েছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। আমার কাছে আপনাদের কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনাদের কবিতা পড়ে নিজেও কবিতা লেখার উৎসাহ খুঁজে পাই। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সারাদিন ব্যস্ততার পর কবিতা লিখতে ভালোই লেগেছে। যদিও একটু সময় লেগেছে। তবুও চেষ্টা করেছি। আসলে কবিতা লিখতে এখন ভালই লাগে। হয়তো খুব একটা ভালো হয় না। তবুও চেষ্টা করে যাচ্ছি আপু।