লাইফ স্টাইল-সরষে ফুলের রাজ্যে একটুখানি ঘোরাঘুরি||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। কয়েকদিন থেকেই ভাবছিলাম এবার তো সরষে ফুলের সময় প্রায় শেষ হয়ে গেল। কিন্তু এখনো ফটোগ্রাফি করতে পারলাম না। তাই সেই ভাবনা থেকে কিছুটা দূরে গিয়ে যখন সুন্দর সরষে ফুলের গাছ দেখলাম তখন সরষেফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। তাই তো এই বিষয়ে একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


সরষে ফুলের রাজ্যে একটুখানি ঘোরাঘুরি:

IMG_20231220_170023.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231220_172031.jpg
Device-OPPO-A15
Location

কয়েকদিন থেকে মনটা খুব একটা ভালো ছিল না। তাই ভাবলাম একটু গ্রামের দিকে ঘুরতে যাবো। আসলে মন খারাপের সময়গুলোতে প্রকৃতির মাঝে হয়তো একটু ভালোলাগা খোঁজার চেষ্টা করি। কিন্তু ভালোলাগা যে কোথায় লুকিয়ে আছে সেটাই মাঝে মাঝে খুঁজে পাই না। আসলে জীবনের বাস্তবতার কাছে সুখ গুলো বড্ড বেশি অসহায়। তখন নিজের অস্তিত্ব খুঁজতে গিয়ে হয়তো মাঝে মাঝে কষ্টে হারিয়ে যাই আমরা। তবুও একটু সুখ খোঁজার চেষ্টায় ছোটাছুটি করতে ভালোই লাগে।


IMG_20231220_165946.jpg
Device-OPPO-A15
Location


যখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করা যায় তখন দেখতে অনেক ভালো লাগে। রাস্তার পাশে যখন এই সুন্দর সরষেফুল দেখেছি তখন আমার মন আনন্দে ভরে গেছে। মনে হচ্ছিল যেন হলুদ ফুলের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আসলে হৃদয় দিয়ে যদি প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা যায় তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই তো আমিও অনেকটা সুন্দর সময় কাটানোর চেষ্টা করেছি।


IMG_20231220_170235.jpg
Device-OPPO-A15
Location


যখন আমি সরিষা ফুলের রাজ্যে অনেকটা সময় ঘোরাঘুরি করেছি তখন আলতোভাবে ফুলগুলো ছুঁয়ে দেখেছি। পড়ন্ত বিকেলের রক্তিম আলো আর সরষে ক্ষেতের সৌন্দর্য দেখতে এতটাই ভালো লাগছিল যে ফটোগ্রাফি না করে থাকতেই পারলাম না। আর কাটানো সুন্দর সময় গুলো দারুন কেটেছে। সব মিলিয়ে পড়ন্ত বিকেলটা যেন আরো নতুনভাবে সেজে উঠেছিল। বিশেষ করে হলুদ ফুলের সৌন্দর্য আমাকে আরো বেশি মুগ্ধ করেছিল।


IMG_20231220_164044.jpg
Device-OPPO-A15
Location


সন্ধ্যের আলো আঁধারীর খেলা আর সরষে ফুলের সৌন্দর্য দেখে হৃদয় জুড়িয়ে যাচ্ছিল। তাই তো অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরষে ফুলের সৌন্দর্য উপভোগ করেছি। সময়টা সত্যি দারুন কেটেছে। মনে হয়েছে যেন অনেকদিন পর অনেকটা ভালো সময় কাটালাম। আসলে অনেক সময় ভালো থাকার চেষ্টাও বৃথা হয়ে যায়। তবে আমরা যদি নিজের মতো করে ভালো থাকতে চাই তাহলে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। আসলে ভালো থাকাটা নিজেকে খুঁজে নিতে হয়। তাইতো আমি সুন্দর এই প্রকৃতির দৃশ্য দেখে অনেক ভালো সময় কাটিয়েছি।


IMG20231220160827.jpg
Device-OPPO-A15
Location


হয়তো প্রকৃতির সেই সৌন্দর্য আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন। তবে আমি অনেকটা ভালো সময় কাটিয়েছি বলেই আপনাদের মাঝে সেই মুহূর্তগুলো তুলে ধরতে চলে এসেছি। আর সরষে ফুলের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়তো আমাদের মন খারাপের মাঝেও ভালো থাকার প্রচেষ্টায় ছুটে বেড়াই আমরা। হয়তো আমরা মাঝে মাঝে ভালো থাকি কখনো বা ভালো থাকার মিথ্যে প্রচেষ্টা আমাদেরকে হতাশ করে। তবুও আমরা ভালো থাকতে চাই। আশা করছি আমার কাটানো মুহূর্তগুলো সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

শীতকাল মানেই প্রকৃতির সরিষা ফুলের মাঝে হারিয়ে যাওয়া। সকালবেলা বা, পড়ন্ত বিকেলে হলুদ সরিষা ফুলের মাঝে সময় কাটানোর অনুভূতি বেশ দারুন। সরিষা ফুলের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ভাবে অতিবাহিত করেছেন আপু। সরষে ফুলের রাজ্যে ঘোরাঘুরি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

শীতকালে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়। প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। আর সেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সরিষা ক্ষেতে ঘুরাঘুরি করতে আমার ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে। যদিও এই বছর এখনো সেই সুযোগ হয়নি। সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে দেখতে। এমন জায়গায় ঘুরতে গেলে মন এমনিতেই চাঙ্গা হয়ে যায়। আসলেই ভালো থাকার উপায় নিজেকেই খুঁজে নিতে হয়। যাইহোক সরিষা ক্ষেতে ঘুরাঘুরি করে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপু। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

সত্যি ভাইয়া প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর সময়টাও দারুন কেটেছে। ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

সরিষা ফুলের জমিতে ভ্রমণ করতে গেলে যেন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। খুবই ভালো লাগলো এটা জানতে পেরে যে আপনি সরিষার খেতে ভ্রমণ করতে গিয়েছিলেন। এ বছরে এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি আশা করি খুব তাড়াতাড়ি ঘুরতে যাব।

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সরিষা ক্ষেতে গিয়ে অনুভূতি বদলে গিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সরষে ফুলের রাজ্যে একটুখানি ঘোরাঘুরি। আমিও গত কালকে সরিষা ফুলের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে সরিষা ফুলবাগান দেখতে সত্যি প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এমনিতেই চক্ষু মেলে দেখতে বেশ ভালো লাগে। আমিও ঠিক বিকেল বেলায় বন্ধুদের সাথে এই সরিষা ফুলবাগান দেখতে গিয়েছিলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি ভাইয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। আমিও দারুন সময় কাটিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

প্রকৃতির সাথে সময় কাটালে মন এমনিতেই ভালো হয়ে যায়।আপনি মিশে গেছেন সরিষা ফুলের মাঝে।আসলে ফুল প্রকৃতি দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে ও মন আপনা আপনি ভালো হয়ে যায়। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি অনেকটা ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ও সময় কাটাতে অনেক ভালো লাগে। সেই সাথে মন ভালো হয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

বেশ কিছুদিন ধরে মনটা খারাপ ছিল আপনার।এতো সুন্দর প্রকৃতির মাঝে গিয়ে মনটা নিশ্চয়ই ভালো হয়ে গেছে।আমার তো ফটোগ্রাফি গুলো দেখেই মনটা ভালো হয়ে গেলো।আর আপনি এতো সুন্দর পরিবেশে সুন্দর সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 7 months ago 

সত্যি আপু কয়দিন থেকে মনটা ভালো নেই। সত্যি আপু এরকম সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে মন ভালো হয়ে গেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

কিছুদিন আগেও আমি আপনাদের মাঝে সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আমার এমনিতেই ভালো লাগে এ জাতীয় সরিষা ফুলের বনে কিছুটা সময় অতিবাহিত করতে। শীতকাল মানেই বিভিন্ন ফসলের সমারোহ আর ফসলের মাঠে ঘুরতে আমারও যেন বেশি ভালো লাগা। আর সেখানে যদি থাকে এমন সরিষা ফুল তাহলে তো কথাই নেই।

 7 months ago 

ভাইয়া আপনি কিছুদিন আগেই সরিষা ফুলের ফটোগ্রাফি করেছিলেন জেনে ভালো লাগলো। শীতকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে।

 7 months ago 

মন ভালো না থাকলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি দারুণ একটা উপায় মন ভালো করার। আর প্রকৃতি এক্ষেত্রে দারুণ একটা ভূমিকা পালন করে থাকে কিন্তু। এই সময়ে সরিষা ক্ষেত আলাদা একটা সৌন্দর্যের সৃষ্টি করে যেটা বলে বোঝানো যাবে না আসলে। কিন্তু আপনি দারুণ সময় কাটিয়েছেন সরিষা ক্ষেতে। পাশাপাশি ফটোগ্রাফি গুলো দারুণ শেয়ার করে নিয়েছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মন ভালো না থাকলে ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর মন ভালো হয়ে যায়। সরিষা ফুলের রাজ্যে একটুখানি ঘোরাঘুরি করতে বেশ ভালো লেগেছে ভাইয়া।

 7 months ago 

শীতকালীন সময় সরষে ফুলের দেখা যায় অপরূপ সৌন্দর্য। অনেক সময় মন খারাপ থাকলে এরকম জায়গাগুলোতে ঘুরলে অনেক ভালো লাগে বিশেষ করে ফুলের জায়গাগুলোতে। প্রকৃতির মাঝে ঘুরতে গেলে নিজের মন অনেক ভালো হয়। সরষে ফুলের রাজ্যে মধ্যে ঘুরতে গিয়ে ভালোই সময় কাটিয়েছেন। খুব সুন্দর করে পোস্টে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সরষে ফুলের রাজ্যে খুব ভালোই সময় কাটিয়েছেন। এখন শীতকাল এ ধরনের ফসলের মাঠগুলোর মধ্যে গেলে খুব ভালো লাগে। আপনার মত আমিও মন খারাপ থাকলে ঘুরতে যাই তখন মন ভালো হয়ে যায়।সরষে ফুলের রাজ্যে খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন।সরষে ফুলের রাজ্যে ঘুরার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66996.66
ETH 3235.91
USDT 1.00
SBD 2.63