আর্ট-সুপারি পাতার প্লেটে পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এর আগেও আমি একটি ভিন্ন ধরনের পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সুপারি পাতার প্লেটে পেইন্টিং করতে আমার অনেকটা ভালো লেগেছিল। তাই তো আজকে আবারো সুপারি পাতার প্লেটে পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।
সুপারি পাতার প্লেটে পেইন্টিং:
আমি এই সুপারি পাতার প্লেটে করা পেইন্টিং গুলো দিয়ে ঘর সাজাতে চাচ্ছিলাম। তাই ভাবছিলাম খুব দ্রুতই পেইন্টিং গুলো করে ফেলি। তবে সুপারি পাতার প্লেটে পেইন্টিং করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। যেহেতু সুপারি পাতার প্লেট গুলো সমান নয় তাই রংয়ের ব্যবহার করতে গেলে বারবার আটকে যায়। আর রং করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয়। সাধারণত যখন আমরা কাগজে পেইন্টিং করি তখন খুব দ্রুতই পেইন্টিং করে ফেলি। কিন্তু এই অসমান সুপারি পাতার প্লেটে পেইন্টিং করতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পরতে হয়েছিল। তাই ছোট্ট করে এই কালারফুল পেইন্টিং করে ফেলেছি। আসলে অন্য কিছু করতে গেলে বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। তাই তো একটু কালারফুল করার জন্য এই পেইন্টিং করার চেষ্টা করেছি। এবার চলুন দেখি কিভাবে এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. সুপারি পাতার প্লেট।
২. পোস্টার রং।
৩. তুলি।
ধাপ সমূহ:
ধাপ-১
সুপারি পাতার প্লেটে পেইন্টিং করার জন্য প্রথমে সুপারি পাতার প্লেট নিয়েছি। এরপর হালকা আকাশি রঙের ব্যবহার করেছি।
ধাপ-২
এবার কমলা রঙের ব্যবহার করেছি। এরপর হালকাভাবে হলুদ রঙের ব্যবহার করেছি।
ধাপ-৩
এবার পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে নিচের দিকে হলুদ ও কমলার মিশ্রণ দিয়েছি। এরপর নিচের দিকে আকাশি রং দিয়েছি।
ধাপ-৪
এবার একদম নিচের অংশে হালকা করে কালো রং দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৫
এবার প্লেটের চতুরপাশে হলুদ রং দিয়েছি। আর সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৬
এবার হালকাভাবে গাছের অংশগুলো অঙ্কন করার চেষ্টা করেছি।
ধাপ-৭
এবার সুন্দর একটি সূর্য অঙ্কন করেছি। হলুদ এবং কমলা রঙের মিশ্রণে অঙ্কন করেছি।
ধাপ-৮
এবার গাছের অন্যান্য অংশগুলো সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।
ধাপ-৯
ধীরে ধীরে পাতাগুলো সুন্দর করে অঙ্কন করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।
শেষ ধাপ
একই পদ্ধতিতে পাতাগুলো সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে এই পেইন্টিং দেখতে ভালো লাগে। এবার নিচের দিকে ঘাস অঙ্কন করেছি। আর আমার এই পেইন্টিং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:
সুপারি পাতার প্লেটে এই পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার ভালো লেগেছে। তবে এই পেইন্টিং করতে অনেকটা সময় লেগেছে। আসলে সুপারি পাতার প্লেট গুলোর সাইজে অনেকটাই বড় ছিল। তাই অনেক সময় নিয়ে পেইন্টিং করতে হয়েছে। আর অসমান এই সুপারি পাতার প্লেট গুলোর উপর পেইন্টিং করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয়। আশা করছি সুপারি পাতার প্লেটের উপর করা পেইন্টিং সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
সুপারি পাতার প্লেটে পেইন্টিং অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই অনেক সুন্দর পেইন্টিং করেন এর আগেও কমিউনিটিতে আপনার অনেক সুন্দর সুন্দর পেইন্টিং দেখেছি নতুন আরেকটা পেইন্টিং দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে শেষের দিকে সূর্যটা অনেক বেশি সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1798198621177012728?t=98tsTfORyQIhfygThgJsdw&s=19
আগে কখনো সুপারি পাতার প্লেট দেখা হয়নিঋ আপনার পোষ্টের মাধ্যমে সেটা দেখতে পেলাম। সেই প্লেটের উপর খুব সুন্দর করে আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে। বিশেষ করে সূর্যাস্তের মুহূর্ত খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কাজটি আপনি ধারাবাহিকভাবে করে ফেলেছেন অনেক ভালো লাগলো। নিজের দক্ষতা মূলক কাজ ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
আপনি প্রথমবার সুপারি পাতার প্লেট দেখলেন জেনে ভালো লাগলো ভাইয়া। সূর্যাস্তের মুহূর্তটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
সুপারি পাতার প্লেটে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের পেইন্টিং দেখলে চোখ ফেরানো যায় না। প্রিন্টিং করার ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
সুপারি পাতার প্লেটে করা প্রকৃতির সৌন্দর্য আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন।
আপু আজকেও আপনি সুপারি পাতার প্লেটে খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। সুপারি পাতার প্লেটে গত সপ্তাহের পেইন্টিং টাও খুব সুন্দর ছিল। আজকের এই পেইন্টিং টিও আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের এই ধরনের পেইন্টিং দেখতে সবসময়ই ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুপারি পাতার প্লেটে করা পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। গত সপ্তাহে আমি আরো একটি পেইন্টিং করেছিলাম আপু।
আপনার আর্ট গুলো আমাকে সবসময় মুগ্ধ করে। আপনি সবসময় অনেক আকর্ষণীয় আর্ট আমাদের সামনে উপস্থাপন করেন। আজকের অনেকে একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করলেন। এত দারুন একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমার আর্ট গুলো দেখে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
কোন কিছু যদি সুন্দরভাবে সমান না হয়, তাহলে তার উপরে সুন্দর পেইন্টিং করা যায় না। পেইন্টিং গুলো করা গেলেও অনেক বেশি সময় লেগে যায়। কারণ রংগুলো ভালোভাবে বসানো লাগে। আজকে আপনি সুপারি পাতার প্লেটের উপর এত সুন্দর একটা পেইন্টিং করেছেন দেখে আমি তো মুগ্ধ হলাম। কালারফুল একটা পেইন্টিং করার কারণে এটা দেখতে খুব আকর্ষণীয় লাগছিল। আপনার করা পেইন্টিং এর দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। এগুলো দিয়ে ঘর সাজালে আসলেই কিন্তু সুন্দর হবে। আপনার এই দক্ষতা দেখে তো প্রশংসা না করে পারলাম না।
ঠিক বলেছেন আপু কোন কিছু যদি সুন্দরভাবে সমান না হয় তাহলে উপস্থাপন করা আরো বেশি কষ্টের হয়। তবে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার।
এর আগেও আপনি সুপারি পাতার উপর পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছিলেন। সেই পেইন্টিংটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আজকেও দারুণ একটি পেইন্টিং সুপারি পাতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আজকের পেইন্টিংটি ও দারুন লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এর আগেও আমি একটি সুপারি পাতার প্লেটে পেইন্টিং করেছিলাম আপু। এবার দ্বিতীয়বারের মতো করেছি। ধন্যবাদ আপু।
ওয়াও সুপারি পাতার প্লেটে বেশ সুন্দর একটি পেইন্টিং আপনি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে সুপরি পাতার প্লেট আমাদের দিকে তেমন একটা দেখা যায় না তবে এটার মধ্যেও আপনি এমন সুন্দর একটি প্রিন্টিং করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে দেখি সত্যি অনেক আশ্চর্য হয়েছি দারুন ক্রিটিভিটি আপনার।
ঠিক বলেছেন ভাইয়া সুপারি পাতার উপরে যে কোন পেইন্টিং করলে দেখতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি বানানের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হবেন।
সুপারি পাতার প্লেটে আপনি খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন।অসাধারণ লাগছে দেখতে আপনার করা পেইন্টিং টা। গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার করা পেইন্টিং আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার।