আর্ট-প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে রং তুলি নিয়ে বসে পরি পেইন্টিং করার জন্য। তাইতো আজকে আমি প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই পেইন্টিং আপনাদের ভালো লাগবে।।


প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং:

IMG_20231029_133346.jpg
Device-OPPO-A15


রং তুলির ছোঁয়ায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরতে অনেক ভালো লাগে। আর সুন্দর প্রকৃতি সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। প্রকৃতি যখন নতুন করে সেজে ওঠে তখন দেখতে অনেক সুন্দর লাগে। হয়তো প্রকৃতির সেই সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় নদীর পাড়ের সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি। যদিও ভালো পেইন্টিং করতে পারিনা। তবে মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20231029123951.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231029124150.jpg
Device-OPPO-A15
IMG20231029124308.jpg
Device-OPPO-A15


প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে আকাশের দিকের অংশ সুন্দর করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-২

IMG20231029124352.jpg
Device-OPPO-A15
IMG20231029124446.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা লাল রঙের ব্যবহার করার চেষ্টা করেছি এবং কমলা রঙের মিশ্রণে সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20231029124543.jpg
Device-OPPO-A15
IMG20231029124555.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকে কালো রঙের ব্যবহার করার চেষ্টা করেছি। যাতে করে আমার এই পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20231029124723.jpg
Device-OPPO-A15
IMG20231029124811.jpg
Device-OPPO-A15


এবার দূরের গ্রাম বা অঞ্চল গুলো ফুটিয়ে তোলার জন্য কালো রঙের ব্যবহার করেছি এবং সুন্দর করার চেষ্টা করেছি। এরপর গাছের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য কিছু অংশ অঙ্কন করেছি।


ধাপ-৫

IMG20231029125036.jpg
Device-OPPO-A15
IMG20231029125207.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সুন্দর করে গাছের ডাল পালাগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20231029125330.jpg
Device-OPPO-A15
IMG20231029125427.jpg
Device-OPPO-A15


এবার প্রকৃতির সৌন্দর্য আরো বেশি উপস্থাপন করার জন্য এবং নদীর পাড়ের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য বেড়া তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231029125614.jpg
Device-OPPO-A15
IMG20231029125804.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নদীর পাড়ের বিভিন্ন অংশের খাস এবং লতাপাতা অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20231029125921.jpg
Device-OPPO-A15
IMG_20231029_133723.jpg
Device-OPPO-A15


এবার গাছের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে পাতা অঙ্কন করার চেষ্টা করেছি। সুন্দরভাবে এই পেইন্টিংটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এভাবে আমি এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20231029_132744.jpg
Device-OPPO-A15


প্রকৃতির অপরূপ সৌন্দর্য হয়তো উপস্থাপন করা সম্ভব নয়। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় নিজের মত করে প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করার চেষ্টা করেছি। হয়তো খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনি তবে এই ধরনের পেইন্টিং করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু বর্তমানে কেন জানি সময়ের অভাবে আর পেইন্টিং করা হয়ে উঠছে না। মাঝে মাঝে সময় করে হলেও পেইন্টিং করার চেষ্টা করি। আশা করছি আমার এই পেইন্টিং সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 11 months ago 

আপনি খুবই সুন্দর করে প্রকৃতির সৌন্দর্যের আর্ট করেছেন, দেখে আমার মন ভরে গেল। এরকম আর্ট আমার ও করতে মন চায়, কিন্তু সময় সুযোগ হয়না।

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনিও সময় করে আর্ট করবেন ভাইয়া। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।

 11 months ago 

ঠিক বলেছেন আপু সুন্দর প্রকৃতি দেখতেও যেমন ভালো লাগে তেমনি এর আর্ট করতেও খুব ভালো লাগে। আপনি আজকে প্রকৃতির খুব সুন্দর একটি আর্ট করেছেন। জল রং দিয়ে এই আর্ট গুলো খুব ভালো লাগে। কারণ এগুলো খুব কালারফুল হয়। আপনার আজকের আর্টের বিভিন্ন কালারের কারণে খুব সুন্দর লাগছে দেখতে।

 11 months ago 

একদম ঠিক বলেছেন আপু প্রকৃতির সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতে ভালো লাগে। আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু আপনার প্রেইন্টিং গুলো চমৎকার হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু।প্রতিটি ধাপ সুন্দর করে দেখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার পেইন্টিং আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 months ago 

আপু আপনি রং তুলির ছোঁয়ায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। এধরনের দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। এর আগে ও আপনার চমৎকার চমৎকার পেইন্টিং গুলো দেখেছি। আজকে নতুন পেইন্টিংটি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 11 months ago 

রং তুলির ছোঁয়ায় সুন্দর ভাবে পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া। আমার করা এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া।

 11 months ago 

জ্বী আপু রং তুলির ছোঁয়ায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরতে আমারও অনেক ভালো লাগে। প্রকৃতির মাঝে যেতে অনেক ভালো লাগে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় আর আপনি সেই প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করেছেন। যা এক কথায় অসাধারণ। অনেক ভালো লাগলো আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন প্রতিটি ধাপ সুন্দর করে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু। বরাবরই আপনার কাজগুলি ভীষণ ভালো লাগে।

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া।আপনিও পেইন্টিং করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার। শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

আমার আর্ট আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি।মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আপু আপনি চমৎকার একটা পেইন্টিং আর্ট করছেন।প্রকৃতিকের সুন্দর সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম আপু। আপনি পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দর ভাবে পেইন্টিং টি আর্ট করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। রঙের ব্যবহার করে সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি ভাইয়া। মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 11 months ago 

দারুন একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন উপরে নীল আকাশ আর নিচে গাছ। আপনার আর্ট করার দক্ষতার দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। দৃশ্যটা অনেক ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

নীল আকাশ আর গাছের দৃশ্য দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আর্ট করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

নদীর পাড়ের খুব সুন্দর দৃশ্য আপনি তৈরি করেছেন। বেশ ভালো লেগেছে এই দৃশ্য টি। বেশ অসাধারণ হয়েছে এই অসাধারণ পেইন্টিংটি৷ আরো চাই এমন সুন্দর কাজ।

 11 months ago 

নদীর পাড়ের সৌন্দর্য রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56