জেনারেল রাইটিং-বন্ধুত্ব||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। অনেক সময় মনের কোণে অনেক স্মৃতি রয়ে যায়। আর সেই স্মৃতি থেকে হয়তো অনেক কথাই লিখতে ইচ্ছে করে। তেমনি আজকে আমি বন্ধুত্ব নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


বন্ধুত্ব:

best-friends-2616075_1280.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবনে সময়টা দ্রুতই হারিয়ে যায়। হয়তো সময়ের সাথে সাথে সম্পর্কগুলো বদলে যায়। সময়ের সাথে সাথে কেউ আপন হয় কখনো বা সময়ের ধারায় সেই আপন মানুষগুলো দূরে চলে যায়। কখনো কারো সাথে বন্ধুত্ব হয়। কেউবা সময়ের সাথে সাথে আমাদের থেকে হারিয়ে যায়। কথায় আছে সময় মানুষকে বদলে দেয়। সেই সাথে বলতে যায় সম্পর্ক গুলো। সম্পর্কের এই বেড়াজালে কত মানুষের মায়ায় আমরা আবদ্ধ হই। আবার কত মানুষ সেই মায়া থেকে বেরিয়ে যায়। তবে বন্ধুত্ব সবার সাথে হয় না। হয়তো দীর্ঘ দিনের পথ চলায় কেউ আপন হয় না কেউবা অল্প কয়েকদিনের মাঝে আপন হয়ে যায়।


আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক বন্ধু পেয়েছি। হয়তো তাদের সাথে সুখ দুঃখের কথা বলতে আমাদের ভালো লাগে। হয়তো তাদের চলার পথের সাথী হতে ভালো লাগে। যেই মানুষগুলোকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারতাম না সেই মানুষগুলোর থেকে আজ আমরা কত দূরে। এই কথাটা ভাবতেই অনেক সময় অবাক লাগে। একটা সময় যখন স্কুলে পড়তাম তখন হয়তো দু একজন ভালো বন্ধু আমাদের হয়ে যেত। তাদের ছাড়া ক্লাসে যেতেও ভালো লাগতো না। এক বেঞ্চে পাশাপাশি বসে ক্লাসের ফাঁকে ফাঁকে গল্প করতাম। আর সেই মানুষগুলোকে ছাড়া এক মুহূর্তও যেন ক্লাসে মন বসত না। কিন্তু সেই মানুষগুলো আজ হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে সেই মানুষগুলো আমাদের জীবন থেকে বিলীন হয়ে গেছে। আর রয়ে গেছে সেই স্মৃতিগুলো।


যাদের সাথে হাসি আনন্দে মেতে থাকতে ভালো লাগতো সেই মানুষগুলোর সাথে আজ কথা বলতে কেন জানি লজ্জা লাগে। বারবার মনে হয় নিজেকে গুটিয়ে রাখি। মনে হয় যেন বন্ধুত্বের মাঝে দেয়াল তৈরি হয়েছে। অদৃশ্য সেই দেয়ালকে ভাঙতে গিয়েও বারবার ব্যর্থ হয়ে যাই। হয়তো এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু সময় আমাকে বদলে দিয়েছে। কিংবা আমরা বদলে গেছি। হয়তো বদলে গেছে আমাদের অনুভূতি। যাদের সাথে একদিন কথা না বললে কিংবা দেখা না হলে সময় পার হতো না তাদের সাথে বছরের পর বছর দেখা হয়ে ওঠে না। মাসের পর মাস কথা হয় না। তবুও সময় যাচ্ছে সময়ের মতো। হয়তো সময় আমাদেরকে পাল্টে দিয়েছে। আর বদলে গেছে বন্ধুত্ব।


আমাদের পরিবারের মানুষগুলো যেমন আমাদের আপনজন তেমনি আমাদের কিছু কাছের বন্ধু থাকে যারা অনেক আপন মানুষ। তাদের সাথে সবকিছুই শেয়ার করা যায়। তাদের ছাড়া একটি দিনও কল্পনা করাও যেন অনেক কঠিন। কিন্তু সময়ের সাথে তারা যেমন হারিয়ে যায় তেমনি আমরাও তাদের থেকে দূরে সরে যাই। বন্ধুত্বের মাঝে দূরত্ব তৈরি হয়। হয়তো আমাদের ব্যস্ততা আমাদেরকে দূরে সরে যেতে বাধ্য করে। কিংবা পরিস্থিতি আমাদেরকে দূরে সরিয়ে দেয়। যদি তাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় তখন সেই আগের অনুভূতি আবারও ফিরে আসে। মনে হয় যেন সেই আগের বন্ধুত্বটা ঠিক একই আছে। কিন্তু তবুও কেন যে এতটা জড়তা কাজ করে বুঝি না। তাদের সাথে সুখ দুঃখের কথা বলতে গিয়ে মুখে আটকে যায়। বুকে অনেক কথা লুকিয়ে থাকলেও মুখে বলতে হয় আমি ভালো আছি। তুই ভালো আছিস তো?


সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে যায়। কিংবা আমরাও তাদের জীবন থেকে অনেক দূরে চলে আসি। হয়তো বছরের পর বছর তাদের সাথে যোগাযোগ থাকে না। হয়তো সময়ের সাথে সাথে তারাও আমাদেরকে ভুলে যায়। কিংবা আমাদের সকলের জীবনে নতুন বন্ধু আসে। এভাবেই হয়তো আমাদের জীবনের বন্ধুত্ব গুলো হেলায় হারিয়ে যায়। কিংবা সেই কাছের মানুষগুলো আমাদের থেকে হারিয়ে যায়। নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 5 months ago 

সত্যি আপু অনেক প্রিয় বন্ধু সময়ের অভাবে হারিয়ে যাচ্ছে। আসলে আপু বন্ধু আমাদের পরিবারের সদস্যদের মতোই। বন্ধুরা রক্তের সম্পর্কের কেউ না হলেও অনেক আপন জন।আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 5 months ago 

ঠিক বলেছেন আপু সময়ের অভাবে বন্ধু হারিয়ে যাচ্ছে। আসলে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ছি আর কাছের সেই মানুষগুলো দূরে সরে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বেশ দারুন একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টি আমার কাছে পড়তে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু আপনি আসলে বন্ধুত্ব সব সময় টিকে থাকে না সময়ের সাথে সাথে বন্ধুত্ব হারিয়ে যায়। তবে আমি মনে করি খারাপ সময় পাশে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া সময়ের অভাবে এখন বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে।

 5 months ago 

ঠিক বলছেন আপু।এ জীবনে বন্ধু অনেক হয়, আবার কেউ কেউ খুব স্পেশাল হয়। তবুও ব্যস্ততায় তাদের খোঁজ নেওয়া হয় না। একটা নতুন শিক্ষা জীবনে নতুন প্রতিষ্ঠানে নতুন বন্ধু হয়।
সময় এর স্রোতে তারাও হারিয়ে যাবে। ধন্যবাদ আপু।
ভালো থাকুক সব বন্ধু এই কামনাই করি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে নতুন বন্ধু আমাদের জীবনে আসে। কিন্তু সময়ের স্রোতে তারাও হারিয়ে যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে আমাদের সুখ দুঃখের সময় অনেক বন্ধু-বান্ধব ছিল। আর এই বন্ধু বান্ধবের কথা মনে করতে পেরে খুবই ভালো লাগে। স্কুল জীবনে যাদের ছাড়া এক মুহূর্ত চলতো না। যাদের সাথে গল্প না করে মন বস্তুই না। সেই বন্ধুগুলোকে ছেড়ে আজ আমরা অনেক দূরে। আসলে সময় ও পরিস্থিতির কারণে এরকম হয়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বন্ধুরা সব সময় আমাদের পাশে ছিল। কিন্তু সময় মানুষকে বদলে দিয়েছে। আর এখন কারো সাথে আর সেভাবে কথা বলা হয়েই ওঠে না।

 5 months ago 

প্রেমের সমাধি ভেঙে এই গানটি জনপ্রিয়তা অসাধারণ ছিল। এই গানটি এখনো শুনলে ভালো লাগে। এক সময় এই গানটি যেন সবার মুখোমুখি ছিল। আজকে আপনার কন্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ্! চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলেই ভাবতে অবাক লাগে, ছোটবেলায় যাদের সাথে প্রচুর সময় কাটাতাম, তাদের অনেকের চেহারা এখন বছরে একবারও দেখি না। আসলেই জীবন জীবিকার তাগিদে একেক জন একেক জায়গায় চলে গিয়েছে। যদিও আমার ছোটবেলার বেশিরভাগ বন্ধু বান্ধবদের সাথে নিয়মিত আমার দেখা হয় এবং কথা হয়। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, ছোটবেলার বেশিরভাগ বন্ধু বান্ধব সত্যিকারের হয়। কিন্তু বড় হওয়ার পর কারো সাথে বন্ধুত্বের সৃষ্টি হলেও,বন্ডিংটা তেমন হয় না। তবে বর্তমান যুগে বন্ধুত্ব খুব হিসেব করে করতে হয়। কারণ বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর। তবে এটা ঠিক কাছের বন্ধু গুলো দূরে চলে গেলে এবং দীর্ঘ দিন পর তাদের সাথে দেখা হলে কথা বলতে লজ্জা লাগে কিছুটা। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সময়ের অভাবে বন্ধুরা হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় যাদেরকে অনেক কাছের মানুষ মনে করতাম।।তারাও আজ দূরে সরে গেছে। এভাবেই হয়তো জীবন থেকে বন্ধুরা হারিয়ে যাবে।

 5 months ago 

সম্পূর্ণ বাস্তব জীবন নিয়ে কথাগুলো লিখেছেন হ্যাঁ বন্ধুও কিন্তু ঠিক পরিবারের সদস্য গুলোর মতই আপন থাকে তবে নিজেদের ব্যস্ততা বা কর্মব্যস্ততার কারণে হয়তো তাদের গুরুত্ব অনেকটাই কমে যায়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জীবনের বাস্তবতা থেকে লেখার চেষ্টা করেছি ভাইয়া। সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো যেমন হারিয়ে যায় তেমনি প্রিয় বন্ধুগুলোও হারিয়ে যায়।

 5 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ বন্ধুত্ব নিয়ে এরকম মূল্যবান একটি পোস্ট আপনার কাছ থেকে পড়তে পেরে খুব ভালো লাগলো৷ আসলে একটা কথা সত্য যে ছোটবেলার যে সকল বন্ধু-বান্ধব রয়েছে তারাই সত্যিকারের বন্ধু। এখনকার সময়ের মতো এত স্বার্থপর বন্ধু খুব কম ছিল৷ এখন যে বন্ধু-বান্ধব রয়েছে তারা সব সময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে এবং কিভাবে নিজের স্বার্থ আদায় করবে তাই সারাক্ষণ ভাবতে থাকে৷ আর ছোটবেলার বন্ধুদের সাথে যখন আমার কথা বা দেখা হয় তখনই যেন একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ তাদের সাথে অনেকদিন পরে দেখা হলেও মনের মধ্যে শান্তি কাজ করত৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 5 months ago 

আমার পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ছোটবেলার বন্ধুদের সাথে হয়তো এখন আর সেভাবে দেখা হয় না। তবে সবাইকে অনেক মিস করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36