DIY-ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা কার্ড||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসে কোন কিছু তৈরি করবোনা তা কি করে হয়। যদিও অনেক ব্যস্ত সময় কাটছে। তবুও চেষ্টা করেছি একটি কার্ড তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লাগবে।


ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা কার্ড:

IMG_20240214_152453.jpg
Device-OPPO-A15


ভালোবাসা হল জীবনের এক অদ্ভুত সমীকরণ। হয়তো আমাদের জীবনের প্রত্যেকটা দিন ভালোবাসার। কিন্তু মাঝে মাঝে সবাই ভালোবাসা দিবসটিকে আলাদাভাবে উদযাপন করে। আর এই ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য সবাই বিভিন্ন রকমের উপহার তৈরি করে। তাইতো আমিও আমার প্রিয় মানুষগুলোকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আর আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20240214135724.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240214135904.jpg
Device-OPPO-A15
IMG_20240214_153049.jpg
Device-OPPO-A15


ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে সাইজ মত কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20240214140108.jpg
Device-OPPO-A15
IMG20240214140444.jpg
Device-OPPO-A15


সুন্দর ভাবে কার্ডটি তৈরি করার জন্য প্রস্তুত করেছি। আর উপরের অংশে ভালোবাসা দিবসের শুভেচ্ছা লেখাটি লেখার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240214140623.jpg
Device-OPPO-A15
IMG20240214140723.jpg
Device-OPPO-A15


এবার লেখাগুলো আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20240214140756.jpg
Device-OPPO-A15
IMG20240214140856.jpg
Device-OPPO-A15


এবার আঠা লাগিয়ে কাগজটি সুন্দর করে প্রস্তুত করেছি কার্ড তৈরির জন্য। এরপর উপরের অংশে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240214141022.jpg
Device-OPPO-A15
IMG20240214141107.jpg
Device-OPPO-A15


কার্ডের উপরের অংশে সুন্দর করে কেটে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-৬

IMG20240214141148.jpg
Device-OPPO-A15
IMG20240214141402.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিছু লাল কাগজ কেটে নিয়েছি। আর লাভ চিহ্ন তৈরি করে নিয়েছি।


ধাপ-৭

IMG20240214141734.jpg
Device-OPPO-A15
IMG20240214141839.jpg
Device-OPPO-A15


সেই সাথে আরো কিছু কাগজ কেটে নিয়েছি। আর সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি।


শেষ ধাপ

IMG_20240214_153023.jpg
Device-OPPO-A15
IMG_20240214_152959.jpg
Device-OPPO-A15


এবার কার্ডটি সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে আর আকর্ষণীয় লাগে।


উপস্থাপনা:

IMG_20240214_151523.jpg
Device-OPPO-A15


ভালোবাসা দিবসের এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আসলে কয়েকদিন থেকে অনেকটাই ব্যস্ত সময় কাটছে তাই সেভাবে কিছুই করতে পারছি না। আর বিশেষ দিনে বিশেষ কিছু করতে অনেক ভালো লাগে। তাই তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই শুভেচ্ছা কার্ড তৈরি করে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।ব্যস্ততার মাঝেও আজকের দিনটির কথা মাথায় রেখে কার্ড তৈরি করেছেন।কার্ড টি সত্যিই চমৎকার লাগছে দেখতে।বিশেষ করে কালার কম্বিনেশন লাল ব্যাবহারে কার্ড টি তে যেন ভালোবাসা প্রকাশ পেয়েছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজ এ শুভ দিনে কাগজে করা তৈরি ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা কার্ড বানিয়ে শেয়ার করছেন ৷আপনাকেও শুভেচ্ছা জানাই আপু ৷যা হোক দারুন ছিল ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা কার্ড টি ৷
অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এমনটাই প্রত্যাশা করি ৷

 4 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। কার্ড টি দেখতে খুব সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তৈরি করার ধাপগুলো সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

প্রিয় মানুষগুলোকে ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য আপনি খুব সুন্দর একটি রঙিন কাগজের কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি রঙিন কাগজের এই কার্ডটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপু আপনি কিভাবে এই রঙিন কাগজের কার্ডটি তৈরি করেছেন, এবং তার প্রতিটি ধাপ শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আপনাকেও ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। শত ব্যস্ততার মধ্যেও প্রিয় মানুষদের ভালবাসা দিবসে শুভেচ্ছা জানানোর জন্য কার্ড তৈরি করেছেন ।বেশ সুন্দর হয়েছে আপনার তৈরি করা কার্ডটি। ভালোবাসার রং এর কাগজ দিয়ে কার্ডটি বানিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক শুভ কামনা আপনার জন্য।

 4 months ago 

আপু আপনার ভালোবাসা দিবসের কার্ডটি চমৎকার হয়েছে। আসলে আপু লাল ও সাদা কালারের লাভ গুলো দেওয়াতে সৌন্দর্য আরো বেড়ে গেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনাকে আমার তরফ থেকে ভালবাসার শুভেচ্ছা জানিয়ে বলছি। আপনার তৈরি করা ভ্যালেন্টাইন ডে কার্ডটি অসাধারণ হয়েছে।লাল আর সাদা রঙিন কাগজের কম্বিনেশনে খুব সুন্দর একটি কার্ড আপনি তৈরি করেছেন। আপনি এত ব্যস্ততার মাঝেও যে, এত সুন্দর করে একটি ভ্যালেন্টাইন কার্ড বানিয়ে আমাদের মাঝে উপস্থাপন করলেন।তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকে আপু ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। প্রতিটি মানুষের জীবনে ভালবাসায় ভরে উঠুক। প্রতিটি সম্পর্ক যেন খুব সুন্দর হয়ে থাকুক। সুন্দর একটি ভ্যালেন্টাইন’স ডে কার্ড তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু দেখতে। এমন সুন্দর কার্ড তৈরি করে প্রিয় মানুষকে উপহার দিলে খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।

 4 months ago 

valentines day উপলক্ষে সবাই দেখছি বেশ দারুন দারুন কার্ড তৈরি করেছে। আপনার কার্ডটি অসাধারণ হয়েছে। গোলাপি ও সাদা রঙিন কাগজ দিয়ে তৈরি করা খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা সত্যি অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65140.74
ETH 3484.29
USDT 1.00
SBD 2.37