আর্ট-রং তুলির ছোঁয়ায় পেইন্টিং||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি অসুস্থ। তাই তো ভালোভাবে পেইন্টিং করা হয়ে উঠছে না। বিছানায় বসে বসে কি আর পেইন্টিং করা যায় বলেন? তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় রং তুলি নিয়ে একটু আঁকার চেষ্টা করেছি। ভুল ত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।


রং তুলির ছোঁয়ায় পেইন্টিং:

IMG_20230614_091829.jpg
Device-OPPO-A15


পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। তবে অসুস্থতার কারণে কয়েকদিন থেকেই পেইন্টিং করা হয়ে উঠছে না। তাই তো কালকে ভাবলাম বিছানায় বসে বসেই পেইন্টিং করব। যদিও বিছানায় বসে পেইন্টিং করা বেশ কষ্টের। তবুও চেষ্টা করেছি একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা আমার এই পেইন্টিং কেমন হয়েছে। প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। রং তুলির ছোঁয়ায় নতুন কিছু ফুটিয়ে তুলতে আমার ভীষণ ভালো লাগে। তাইতো আজকেও আমি ভিন্ন ধরনের একটি পেইন্টিং উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG_20230614_092536.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230613173712.jpg
Device-OPPO-A15
IMG20230613173922.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে আমি কাগজ নিয়েছি। এরপর গোল বৃত্ত অঙ্কন করে নিয়েছি এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবার উপরের অংশে নীল রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230613174012.jpg
Device-OPPO-A15
IMG20230613174041.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকে আরো কিছু অংশে বিভিন্ন রঙের মিশ্রণে সুন্দর করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230613174133.jpg
Device-OPPO-A15
IMG20230613174245.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশ সুন্দর করে রং করে নিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230613174356.jpg
Device-OPPO-A15
IMG20230613174548.jpg
Device-OPPO-A15


এবার কিছু অংশে কালো রঙের ব্যবহার করেছি। যাতে দেখতে আরো বেশি ভালো লাগে। এবার লাল সূর্য অঙ্কন করেছি।


ধাপ-৫

IMG20230613174724.jpg
Device-OPPO-A15
IMG20230613174841.jpg
Device-OPPO-A15


এরপর পেন্সিল দিয়ে সুন্দর করে গাছের প্রতিচ্ছবি অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর কালো রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230613174941.jpg
Device-OPPO-A15
IMG20230613175030.jpg
Device-OPPO-A15


কালো রং ব্যবহার করে সুন্দরভাবে কাজগুলো অঙ্কন করে নিয়েছি এবং নিচের দিকেও কালো রং দিয়েছি।


ধাপ-৭

IMG20230613175120.jpg
Device-OPPO-A15
IMG20230613175144.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতা অঙ্কন করার জন্য হালকাভাবে অঙ্কন করে নিয়েছি। যাতে পাতা অঙ্কন করতে সুবিধা হয়।


ধাপ-৮

IMG20230613175251.jpg
Device-OPPO-A15
IMG_20230614_093036.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের পাতাগুলো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230614_093111.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে ছোট ছোট ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি এবং অন্যান্য কিছু অংশের কাজ করে এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230614_092352.jpg
Device-OPPO-A15


যেহেতু বেশিক্ষণ বসে থাকতে পারি না তাই অল্প সময়ের মধ্যে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে পছন্দের কাজ গুলো করতে ভীষণ ইচ্ছে করে। মাঝে মাঝে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোন কিছু করতে গেলেও আর করা হয়ে ওঠে না। রং তুলির ছোঁয়ায় সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু আপনার পেইন্টিং আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। যাতে করে আপনাদের কাছে দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

ওয়াও আপু খুবই সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি রং তুলির সাহায্যে। রং তুলি দিয়ে এভাবে পেইন্টিং করলে তা খুবই সুন্দর হয় সব সময়। কালারটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো মুগ্ধ। গাছগুলো খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন এবং পেছনের দৃশ্যটাও অসম্ভব সুন্দর লাগছে। আপনি সবসময় খুবই সুন্দর করে কাজ করে থাকেন যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা সত্যি আপু করতে হয়।

 last year 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার জন্য। আপু আপনার পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আর্ট-রং তুলির ছোঁয়ায় পেইন্টিং। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে আপু এই ধরনের পেইন্টিং তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 last year 

আর্ট করতে আমার খুবই ভালো লাগে। সময় পেলেই আর্ট করতে বসে যাই। আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থতার মাঝেও আপনি আমাদের সাথে পেইন্টিং শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার এই পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে আপু।

 last year 

অসুস্থতার মাঝেও চেষ্টা করেছি কিছু করার। আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। চেষ্টা করেছি সুন্দর ভাবে পেইন্টিং করে উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

প্রথমেই আপনার শারীরিক অসুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনাকে সুস্থতা দান করে। আপু আপনার পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার জন্য প্রার্থনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। যাই হোক চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করে শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। রং তুলির ছোঁয়ায় পেইন্টিং টি দেখতে অসাধারন লাগতেছে। আপু সূর্য এবং নারিকেল গাছ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আকাশের রং জাস্ট অসাধারন লাগতেছে। আপনার চমৎকার পেইন্টিং করেন। নতুন করে কিছু বলার নেই। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। যাইহোক ভাইয়া চেষ্টা করেছি রং তুলির মাধ্যমে সুন্দর একটি পেইন্টিং করার জন্য। সূর্য এবং নারিকেল গাছ দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

বাবা আপু আপনি দেখছি অসাধারণ।আর্ট-রং তুলির ছোঁয়ায় পেইন্টিং অংকন করেছেন প্রতিটি ধাপ অসাধারণ ছিল আপনার অংকন সব সময় একটু ভিন্ন ধরনের হয় এত সুন্দর হয় যে আমি দেখি তা মুগ্ধ হয়ে গিয়েছে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে তৈরি করে শেয়ার করেছেন।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে অনুপ্রেরণা পেলাম। এভাবে সবসময় মন্তব্য করে পাশে থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে আপনার সুস্থতা কামনা করি আপু। অসুস্থতার মধ্যে বিছানায় বসে পেইন্টিং করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন বিছানায় বসে পেইন্টিং করতে অনেক বেশি কষ্ট হয়। আর আমি নিজেও দীর্ঘদিন যাবত পেইন্টিং করি না। কিন্তু দৃশ্যটা দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে।

 last year 

সত্যি ভাইয়া অসুস্থতার মাঝে বিছানায় বসে বসে পেইন্টিং করতে ভালো লাগেনি। তবে চেষ্টা করেছি পেইন্টিং করে শেয়ার করার জন্য। আপনিও সময় পেলে পেইন্টিং করতে পারেন ভাইয়া।

 last year 

আপনি বরাবরই আমাদের মাঝে এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করছেন যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। আস্তে আস্তে আপনি একজন দক্ষ মাপ ের আর্টিস্ট হয়ে যাচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন...?? গাছের ওপাশে সূর্য এই দুটোর দৃশ্য দেখতে যে কত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আমি ক্ষুদ্র মানুষ তাই তো ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করি। আপনাদের ভালোলাগা আমাকে আরো উৎসাহ দেয় ভাইয়া। এভাবেই সবসময় সুন্দর মন্তব্য করে উৎসাহ দিবেন এবং পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68