Diy-প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন থেকে কোন কাজে মন বসাতে পারছি না। পেইন্টিং করতে গেলেও এলোমেলো হয়ে যাচ্ছে। জানি এই পেইন্টিংটি খুব একটা ভালো হয়নি। তবুও কষ্ট করে করেছি। তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।


প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং:

IMG_20230120_133033.jpg
Device-OPPO-A15


প্রকৃতি সব সময় সুন্দর। আসলে প্রকৃতির সৌন্দর্য হয়তো তুলে ধরা যায় না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল আর বয়ে চলা ছোট্ট নদীর সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আসলে মনের কল্পনায় অনেক কিছু এসে ভিড় করে। যখন বাস্তবে পেইন্টিং করতে ইচ্ছে করে তখন সবকিছুই এলোমেলো হয়ে যায়। হয়তো রংয়ের ছোঁয়ায় প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরা সম্ভব নয়। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230119161343.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230119161620.jpg
Device-OPPO-A15
IMG20230119161726.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে অঙ্কন করে নিয়েছি। এরপর রং নিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230119161812.jpg
Device-OPPO-A15
IMG20230119161853.jpg
Device-OPPO-A15


এবার আকাশের অংশ এবং নদীর অংশ সুন্দর করে নীল রং দিয়েছি। যাতে করে প্রকৃতি সুন্দর করে তুলে ধরা সম্ভব হয়।


ধাপ-৩

IMG20230119162141.jpg
Device-OPPO-A15
IMG20230119162445.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে একটি ছোট্ট কুঁড়েঘর অঙ্কন করার চেষ্টা করেছি। এজন্য আমি রংয়ের ব্যবহার করেছি। এরপর কিছু সবুজ রঙের ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG20230119162622.jpg
Device-OPPO-A15
IMG20230119162648.jpg
Device-OPPO-A15


এবার ছোট্ট কুড়েঘর সুন্দর করে তোলার জন্য হালকাভাবে রঙের ব্যবহার করেছি এবং আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230119162817.jpg
Device-OPPO-A15
IMG20230119163050.jpg
Device-OPPO-A15


এবার ঘরের উপরের অংশে সুন্দর করে গাছের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230119163112.jpg
Device-OPPO-A15
IMG20230119163209.jpg
Device-OPPO-A15


গাছ অঙ্কন করা হয়ে গেলে গাছের সবুজ পাতাগুলো অঙ্কনের চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230119163338.jpg
Device-OPPO-A15
IMG20230119163411.jpg
Device-OPPO-A15


এবার নদীর অংশ সুন্দর করার জন্য কিছু অংশ অঙ্কন করে নিয়েছি এবং রংয়ের ব্যবহার করেছি।


ধাপ-৮

IMG20230119163515.jpg
Device-OPPO-A15
IMG20230119163552.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং নদীর পারে লতানো ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230119163739.jpg
Device-OPPO-A15
IMG20230119164256.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের কাশফুল দেখতে ভালো লাগে। তাই তো আমি এবার সাদা রঙের ব্যবহার করে কাশফুলের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230120_141314.jpg
Device-OPPO-A15
IMG_20230120_141346.jpg
Device-OPPO-A15


এবার অন্য কিছু অংশের ছোট ছোট কাজগুলো করে আমার এই পেইন্টিং শেষ করেছি। যদিও এই পেইন্টিংটি আমার মনের মতো হয়নি। তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম।


উপস্থাপনা:

IMG_20230120_141952.jpg
Device-OPPO-A15


প্রকৃতির সৌন্দর্য পেইন্টিং করা হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তবে কয়েকদিন থেকে কোন কাজেই ঠিকভাবে মন বসাতে পারছি না। তাই তো পেইন্টিং কিংবা অন্য কিছু করতে গিয়েও এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক আশা করছি আপনারা ক্ষমাসূলক দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

পেইন্টিংটা খুব সুন্দর হয়েছে।আপনি প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর পেইন্টিং শেয়ার করেছেন, খুব ভাল লেগেছে।নদীর পাড়ে কাশফুল, পাহাড় দারুন লাগলো। উপস্থাপনা খুব ভাল ছিল।অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি প্রকৃতির সুন্দর একটি পেইন্টিং করার জন্য। নদীর পাড়ের কাশফুল এবং পাহাড় দুটো মিলে মিশে প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 years ago (edited)

প্রকৃতি সব সময় দেখতে অনেক সুন্দর আপু। ঠিক বলেছেন আপু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা যায় না। তবুও আপনি অনেক সুন্দর ভাবে প্রকৃতির পেইন্টিং তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পেইন্টিং তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু প্রকৃতি দেখতে সব সময় অনেক সুন্দর। তাইতো প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করেছি। আমার পেইন্টিং এর পদ্ধতি আপনার ভালো লেগেছে এবং সুন্দর করে গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। অসাধারণ পেইন্টিং হয়েছে। আমার খুবই ভালো লেগেছে, শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার প্রেইন্টিংটা চমৎকার হয়েছে। বিশেষ করে পাহাড়ি থেকে বের হয়ে যাওয়া নদীর দৃশ্য।আর নদীর পাড়ের ঘাসগুলো কিন্তু অসাধারণ লাগছে।আপু কে বলেছে সুন্দর হয়নি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

পাহাড়ি অঞ্চল গুলো ভালো লাগে। আর বয়ে চলা নদী দেখতে সুন্দর লাগে। তাই তো চেষ্টা করেছি আপু। নদীর পাড়ের ঘাস গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি দক্ষতার সাথে পেইন্টিং করার জন্য। তবুও মাঝে মাঝে এলোমেলো হয়েছে। যাই হোক মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এবং প্রশংসা করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। নদীর পাড়ে কাশফুলগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর পুরো চিত্রটাকে আপনি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশন সুন্দর হয়েছে এবং আর্টের কনসেপ্টও দারুন ছিল। আমাদের মাঝে প্রাকৃতিক পেইন্টিংটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর পাড়ের কাশফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি কাশফুল এবং নদীর পাড় সুন্দর করে তুলে ধরার জন্য। মাঝে মাঝে আর্টের কনসেপ্ট খুঁজতে গিয়ে বেশ সময় লেগে যায়।

 2 years ago 

পাহাড়ি জনপদের অনেক সুন্দর একটি বাড়ি দৃশ্য অঙ্কন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে পাহাড় থেকে বেয়ে আসা নদীর দৃশ্য। চিত্রের কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রস্তুতের ধাপগুলো উপস্থাপন করেছেন অনেক সুন্দর ভাবে শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

পাহাড়ি অঞ্চল দেখতে ভালো লাগে। অংকন করতে গিয়ে বেশ ঝামেলা হয়েছিল। তবুও চেষ্টা করেছি ভাইয়া পাহাড়ি অঞ্চলের সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন ৷ ছোট ঘর , সবুজে ঘেরা মাঠ , ছোট নদী অদূরে পাহাড় সব মিলিয়ে পরিপূর্ণ একটি প্রকৃতির অপরুপ দৃশ্যে ৷ আমার কাছে কিন্তু ভালোই লেগেছে প্রকৃতির দৃশ্যের পেইন্টিং মন্দ হয়নি ৷ ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ছোট ঘর, সবুজ মাঠ, আর নদী সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভাইয়া। আর অদূরে পাহাড়টি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে।পেইন্টিং গুলো করতে একটু ধৈর্য ধরে করলে দেখতে অনেক সুন্দর লাগে। তবে আজকের পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনি খুব সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন।

 2 years ago 

পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমারও ভালো লাগে। তবে মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই। হয়তো এলোমেলো হয়ে যায়। যাই হোক তবুও মাঝে মাঝে চেষ্টা করি। হয়তো খুব একটা ভালো হয়নি। তবুও চেষ্টা করে যাচ্ছি ভাইয়া।

 2 years ago 

সত্যি প্রকৃতি সব সময় সুন্দর। আর প্রকৃতির সৌন্দর্য কখনও তুলে ধরা যায় না। আর সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল , সেই সাথে বয়ে চলা ছোট্ট নদীর সুন্দর পেইন্টিং করেছেন আপু। মনের কল্পনায় যা এসে ভিড় করে তার বাস্তব পেইন্টিং কিন্তু সুন্দর ভাবে ফুটে উঠে। বেশ সুন্দর পেইন্টিং করেছেন আপু।

 2 years ago 

প্রকৃতি সব সময় সুন্দর। প্রকৃতির সৌন্দর্য হয়তো তুলে ধরা যায় না। তবুও একটু চেষ্টা করলাম পেইন্টিংটি করার জন্য। মনের কল্পনায় অনেক কিছু এসে ভিড় করে। হয়তো বাস্তবে সেটা রূপদান করা সম্ভব হয় না আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58757.77
ETH 2554.49
USDT 1.00
SBD 2.52