ফটোগ্রাফি-কয়েকটি সবজির ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।।ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। অনেক সময় বাসার বাহিরে গিয়ে ফটোগ্রাফি করার সুযোগ হয় না। আর তখন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। তাই তো আজকে আমি ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি পোস্ট সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


কয়েকটি সবজির ফটোগ্রাফি:

IMG_20240511_182542.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240511_182751.jpg
Device-OPPO-A15
Location


কয়েকদিন আগে যখন বেশ কিছু বাজার একবারে করা হয়েছিল তখন ভাবছিলাম সবজিগুলো আলাদা আলাদা করে রেখে দিলে ভালো হবে। এরপর যখন সব টাটকা সবজিগুলো ব্যাগ থেকে বের করছিলাম তখন দেখেই ভালো লাগছিল। হঠাৎ করে কেন জানি মনে হল কিছু ফটোগ্রাফি করে ফেলি। তাইতো ঢেঁড়সগুলো সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। ঢেঁড়সগুলো সুন্দর করে সাজিয়ে ফটোগ্রাফি করতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তাইতো আমি এই সবজির সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলাম।


IMG_20240511_182853.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240511_182917.jpg
Device-OPPO-A15
Location


সজনে ডাটা আমার খুবই পছন্দের সবজি। বাজার থেকে কিনে আনা সুজনে ডাটা গুলো দেখে তো আমার বেশ ভালো লেগেছিল। একেবারে সতেজ ছিল। সতেজ সজনে ডাটা দেখেই মনের মধ্যে আলাদা রকমের ভালো লাগা চলে এসেছিল। আর সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। সজনে ডাটা গুলো সাজিয়ে সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আসলে কিছু কিছু সময় ফটোগ্রাফি করতে এতটাই ভালো লাগে যে ফটোগ্রাফি না করে আর পারা যায় না। তাই সবজিগুলো কাজে লাগিয়ে সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20240511_183038.jpg
Device-OPPO-A15
Location


করলা আমি অনেক পছন্দ করি। করলা খেতে যেমন ভালো লাগে। তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লেগেছে। করলা ভাজি আমার বেশ পছন্দের। আর করলা দিয়ে শুটকি মাছ রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। সুন্দর তরতাজা আর সতেজ করলা গুলো দেখে লোভ সামলাতে পারলাম না। তাইতো সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর এই ফটোগ্রাফি সবার মাঝে তুলে ধরলাম। সতেজ করলা গুলো যখন রান্না করেছিলাম তখন খেতে খুবই ভালো ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। তাই তো এই সুন্দর করলাগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।


IMG_20240511_183403.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240511_183337.jpg
Device-OPPO-A15
Location


বরবটি আমার খুবই পছন্দের সবজি। বরবটি ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে বরবটি ভাজি খাওয়ার মজাই আলাদা। যখন বাজারের ব্যাগ খুলে দেখলাম এই সতেজ বরবটি গুলো তখন দেখে কেন জানি ছবি তুলতে ইচ্ছে করেছিল। একসাথে অনেকগুলো সবজি কেনা হয়েছিল। আর সেখান থেকে বরবটিগুলো বের করেই ছবি তোলার চেষ্টা করেছি। এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন বরবটিগুলো কতটা সবুজ এবং সতেজ ছিল। আশা করছি বরবটির ফটোগ্রাফি সবার ভালো লেগেছে।


IMG_20240511_182952.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240511_183601.jpg
Device-OPPO-A15
Location


পটল ভাজা খেতে ভীষণ মজা। অনেকদিন থেকেই ভাবছিলাম পটল ভাজা খাব। গরম ভাতের সাথে পটল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। যখন বাজারের ব্যাগ থেকে এই পটলগুলো বের করে রাখছিলাম তখন থেকে ভাবছিলাম পটল ভাজা খেলে মন্দ হবে না। তাইতো এই সুন্দর সতেজ পটলগুলো বেছে বেছে রাখছিলাম। আর এই সুন্দর পটলগুলো দেখতে কিন্তু বেশ ভালো ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে টাটকা সবজি ছিল। তাইতো দেখামাত্রই ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।


IMG_20240511_183210.jpg
Device-OPPO-A15
Location


ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে। আর টাটকা ঝিঙে দিয়ে ডিম ভাজি করলেও খেতে কিন্তু বেশ মজার হয়। শুটকি মাছ দিয়ে ঝিঙে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। সবমিলিয়ে ঝিঙে আমার বেশ পছন্দের সবজি। তাইতো আমি এই সতেজ সবজি গুলো দেখে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। সতেজ ও টাটকা ঝিঙে গুলো দেখে যেমন ভালো লেগেছে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লেগেছিল। আর সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লেগেছে। আশা করছি আমার মত অনেকের কাছেই ঝিঙে অনেক পছন্দের সবজি।


IMG_20240511_183505.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240511_183239.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে মনে হয় টমেটো ছাড়া তরকারিটা যেন অসম্পূর্ণ। মাছ ভুনা থেকে শুরু করে সব তরকারির সাথে টমেটো একেবারে পারফেক্ট ভাবে মিলে যায়। মাছ ভুনা বা সবজি যেকোন কিছুর সাথে টমেটো দিলে খেতে একেবারে অন্যরকমের টেস্ট হয়। আর খেতেও খুবই ভালো লাগে। সুন্দর এই টমেটোগুলো দেখে তো ভীষণ ভালো লেগেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই টমেটোগুলো একেবারেই ফ্রেশ ছিল। টাটকা টমেটো গুলো দেখেই ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। যেহেতু বাহিরে গিয়ে ফটোগ্রাফি করাটা খুবই ঝামেলার তাই এই সবজিগুলোর ফটোগ্রাফি বাসায় করার চেষ্টা করেছি। বিভিন্ন রকমের সবজিগুলো সাজিয়ে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আমার শেয়ার করা সবজির ফটোগ্রাফি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল। আপনি তো দেখি ফটোগ্রাফিতে সবজির বন্যা বসিয়ে দিয়েছেন। বেশ দারুন ছিল আপনার ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। আসলে মাঝে মাঝে এমন ভিন্ন রকমের রকমের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে।

 2 months ago 

আমার শেয়ার করো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি নতুন ভাবে ফটোগ্রাফি করার।

 2 months ago 

ফটোগ্রাফি পোস্ট করা মেয়েদের জন্য কষ্টকর হলেও আপনি বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আজকে কিছু সবজির ফটোগ্রাফি করেছেন। সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে। ভীষণ মজাদার এবং প্রতিটা সবজির সুন্দর বর্ণনা দেয়া চেষ্টা করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

সত্যি ভাইয়া ফটোগ্রাফি করা মেয়েদের জন্য অনেক কঠিন। তবুও নিজের মত করে করার চেষ্টা করেছি। আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

আসলেই মেয়েমানুষদের জন্য ফটোগ্রাফি পোস্ট করা একটু ঝামেলার হয়ে যায় কেননা তারা সব সময় তো আর বাইরে যেয়ে ফটোগ্রাফি করতে পারেনা। সে যাই হোক তাও আপনি কিন্তু ঘরে কিনে আনা বিভিন্ন সবজি দিয়ে অনেক সুন্দর ভাবে কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এরকম সবজির ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। ঝিঙ্গে, ঢেঁড়স বরবটি এবং পটল এই সবজিগুলোই আমার কাছে সব থেকে ভালো লাগে কেননা এই সবজিগুলি আমার খেতে বেশ ভালো লাগে। সুন্দর কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মেয়েদের ফটোগ্রাফি করা খুবই কঠিন হয়ে যায়। আর ঘরে থাকা সবজিগুলোই কাজে লাগিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

বেশ কিছু সবজি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর সবজিগুলোর ফটোগ্রাফি তুলে ধরার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে আপু আপনি ঠিক বলেছেন ফটোগ্রাফি করা মেয়েদের জন্য অনেক কষ্টকর। আপনার প্রতিটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে। প্রতিটি সবজি অনেক মজার ছিল। আপনি সুন্দর ডেকোরেশন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সত্যি আপু মাঝে মাঝে ফটোগ্রাফি করা কঠিন হয়ে যায়। আর নিজের আইডিয়া কাজে লাগিয়ে এই সবজিগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

 2 months ago 

আজকে আপনি দুর্দান্ত কয়েকটি সবজির ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রতিটা সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি।খুবই আকর্ষণীয় ভাবে ফটোগুলো উপস্থাপন করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি চেষ্টা করেছি সবজিগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপন করার। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আমরা সবাই চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি নেওয়ার। কারণ যে কোন ধরনের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। ফটোগ্রাফির কোয়ালিটি সুন্দর হলে যেকোন ফটোগ্রাফি দেখতে ভালো লাগে আপু। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের সবজির ফটোগ্রাফি করলেন। প্রতিটি সবজির ফটোগ্রাফি দেখতে বেশ ভালো দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর সুন্দর সবজির ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু যে কোন ধরনের ফটোগ্রাফি করতে ভালো লাগে। আমিও নিজের মতো করে সবজিগুলো সাজিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

 2 months ago 

দুর্দান্ত কয়েকটি সবজির ফটোগ্রাফি করেছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে প্রতিটা ফটো উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর সবজি গুলোর ফটোগ্রাফি উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

মাথায় বুদ্ধি থাকলে সবই সম্ভব। আপনি কিন্তু বেশ সুন্দর করে সবজির ফটোগ্রাফি শেয়ার করলেন। আমি তো ভাবলাম আমার বাসায় হয়তো আসবেন এসব সবজি নিয়ে বেড়াতে। হি হি হি।বেশ সুন্দর করে গুছিয়ে পোস্টটি উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপু আমি চেষ্টা করেছি সবজিগুলো সাজিয়ে সুন্দর করে ফটোগ্রাফি করার। আপনার বাসায় যেদিন যাব সেদিন মিষ্টির বদলে সবজি নিয়ে যাব আপু।

 2 months ago 

বাহ আপনার তো বেশ বুদ্ধি রয়েছে। একসাথে বাজার করে টাটকা সবজি এনে সেই সবজির আবার ফটোগ্রাফি করে রেখেছেন। প্রতিটা সবজির ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সবগুলো সবজি আমার খুব পছন্দের। সজনে ডাটা দেখে ইচ্ছে করছে এখনি এর রেসিপি তৈরি করে নেই। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। এমন টাটকা সবজি খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আমি আমার আইডিয়া কাজে লাগিয়ে এই সবজি গুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68