DIY-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে ওয়ালমেট তৈরি করি। তবে কয়েকদিন।থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তাই সেভাবে কোন কিছু করতে পারছি না। কয়েকদিন আগে এই পোস্ট তৈরি করা ছিল। তাই তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20230819_181315.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে নতুন নতুন ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। কাগজ কেটে কেটে ফুল তৈরি করে সেই ওয়ালমেট গুলো যখন সবার মাঝে উপস্থাপন করি তখন অনেক ভালো লাগে। কাগজ কেটে কেটে ফুল তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি পাতা তৈরি করতেও ভালো লাগে। সবুজ পাতার ফাঁকে যখন ছোট ছোট ফুল দেখা যায় তখন ওয়ালমেট দেখতে আরো বেশি ভালো লাগে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230814140327.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230814140450.jpg
Device-OPPO-A15
IMG20230814140516.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে ছোট ছোট করে কাগজ কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20230814140543.jpg
Device-OPPO-A15
IMG20230814140606.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাগজ ভাঁজ করে নিয়েছি এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230814140627.jpg
Device-OPPO-A15
IMG20230814140655.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়ে গেলে সুন্দর করে কেটে কেটে ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230814140726.jpg
Device-OPPO-A15
IMG20230814140827.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করেছি। যাতে করে ওয়ালমেট তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৫

IMG20230814140847.jpg
Device-OPPO-A15
IMG20230814140932.jpg
Device-OPPO-A15


এবার ছোট ছোট করে কালো কাগজ কেটে নিয়েছি। যাতে করে ফুল তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৬

IMG20230814140947.jpg
Device-OPPO-A15
IMG20230814141206.jpg
Device-OPPO-A15


এবার কালো কাগজের ফুলগুলো সুন্দর করে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230814141259.jpg
Device-OPPO-A15
IMG20230814141326.jpg
Device-OPPO-A15


ফুলগুলো সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ওয়ালমেট দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230814141455.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজ নিয়েছি এবং ওয়ালমেট তৈরি করার জন্য সুন্দর করে কেটে নিয়েছি।


ধাপ-৯

IMG20230814141549.jpg
Device-OPPO-A15
IMG20230814141653.jpg
Device-OPPO-A15


কাগজ কেটে নেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে কিছু কালো কাগজ কেটে নিয়েছি।


ধাপ-১০

IMG20230814141851.jpg
Device-OPPO-A15
IMG20230814141954.jpg
Device-OPPO-A15


চারপাশের বর্ডার তৈরি করার জন্য সুন্দর করে কালো কাগজ লাগিয়ে নিয়েছি। যাতে করে ওয়ালমেট দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-১১

IMG20230814142030.jpg
Device-OPPO-A15
IMG20230814142111.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুন্দর করে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১২

IMG20230814142336.jpg
Device-OPPO-A15
IMG20230814142455.jpg
Device-OPPO-A15


ওয়ালমেট দেখতে যাতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয় এজন্য কিছু পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ নিয়েছি এবং পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। এবার দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে পাতাগুলো দেখতে ভালো লাগে।


ধাপ-১৩

IMG20230814142641.jpg
Device-OPPO-A15
IMG20230814142837.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো আরো বেশি সুন্দর করার জন্য কালো কলমের ব্যবহার করেছি।


শেষ ধাপ

IMG20230814142906.jpg
Device-OPPO-A15
IMG20230814142952.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ফুল এবং পাতাগুলো সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ওয়ালমেট দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20230819_225805.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। যখন সুন্দর কিছু করে ঘরে সাজিয়ে রাখি তখন খুবই ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি নতুন নতুন তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। জানিনা আমার তৈরি করা এই রঙিন কাগজের ওয়ালমেট আপনাদের সবার কাছে কেমন লেগেছে। তবে কয়েকদিন আগে এই পোস্ট তৈরি করা ছিল বলেই আজকে ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আশা করছি সবার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আসলে আপনার তৈরি ফুলের ওয়ালমেট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আপনি বেশ সুন্দরভাবে অনেকগুলো রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটি স্টেপ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কাছ থেকে প্রতি সপ্তাহে আরও এইরকম ইউনিট পোস্ট দেখতে চাই আমরা।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই তো এই ওয়ালমেট তৈরির পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরেছি ভাইয়া। চেষ্টা করব নতুন নতুন পোস্ট শেয়ার করার।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আসলে এ সমস্ত ওয়ালমেট ঘরের দেওয়ালে লাগালে ঘরটি দেখতে খুব সুন্দর দেখা যায়।আপনার তৈরি ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি কাগজ ব্যবহার করে সুন্দর করে ওয়ালমেট তৈরি করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজ ফিয়ে যে কতো কিছি তৈরি সম্ভব ঠিক নেই তাদ।আপনার পোস্টা আমার কাছে খুব ভাল লেগেছে আপনার জন্য শুভ কামনা রইলো। এগিয়ে যান আপনি।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তবে ভাইয়া আপনার কমেন্টস এর প্রথম লাইন আমি ভালোভাবে বুঝতে পারিনি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

বেশ ভালোই লেগেছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট। সত্যি বলছেন আপু এই ধরনের ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে। তবে আমার হাতে পর্যাপ্ত সময় থাকে না তাই তৈরি করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আপনার মাধ্যমে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ওয়ালমেট দেখি। ওয়ালমেট গুলো খুবই সুন্দর হয়। এ ধরনের ওয়ালমেট ঘরে টাঙ্গিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। এই কাজগুলো করতে সত্যি অনেক সময় লাগে। তবুও চেষ্টা করেছি আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার কারণ একটা পদ্ধতি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 last year 

ভাইয়া বানানের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। যাই হোক আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার অরিগামি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে।আজকের টাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আমার পোস্ট আপনার ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। কাগজের ওয়ালমেট গুলো আমার কাছে অনেক ভালো লাগে বানাতে। যদি আপনার ওয়ালমেট এর মধ্যে পাতাগুলো এবং ফুলের মধ্যে কালো কাগজ দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। এই ওয়ালমেটটি ঘরের দেয়ালে লাগালে দেখতে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু কাগজ দিয়ে কোন কিছু বানাতে অনেক ভালো লাগে। পাতা এবং ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 last year 

আপু আপনার ওয়ালমেটটি চমৎকার হয়েছে।আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ওয়ালমেট শেয়ার করেন।এ ধরনের ওয়ালমেট দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবে।আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো তুলে ধরেছেন। রঙিন কাগজের যেকোনো কিছু বানালে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর এই ওয়ালমেটটি শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেটটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম আপু। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ওয়ালমেটগুলো দেখতে বেশ ভালো লাগে।

 last year 

আপনার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। তবে ওয়ালমেট এর মধ্যে রঙিন কাগজ দিয়ে পাতাগুলো বানিয়ে কাল দাগ দেওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। তবে এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের মধ্যে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। অনেক সুন্দর করে রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে ভীষণ ভালো হয়েছে। আপনি ওয়ালমেট তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ওয়ালমেট তৈরির পাশাপাশি আপনি চমৎকার বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91