Diy-রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই তো সবসময় চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার জন্য। মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল কিংবা ওয়ালমেট তৈরি করা হয়। তাই আজকে তরমুজ তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি।
রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি:
রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভালো লাগে। তাই রঙিন কাগজ দিয়ে সুন্দর করে তরমুজ তৈরি করার চেষ্টা করেছি। এই ধরনের কাজগুলো করতে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যদি কোন কিছু তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করা হয় তাহলে দেখতেও বেশ ভালো লাগে। তাই আজকে আমি রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এবার চলুন দেখে না যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. পেন্সিল।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করার জন্য প্রথমে লাল এবং সবুজ রঙিন কাগজ নিয়েছি। এবার পেন্সিল দিয়ে গোল বৃত্ত অংকন করে নিয়েছি। সবুজ কাগজটি একটু বড় রেখেছি। এরপর লাল কাগজটি হালকা একটু ছোট রেখেছি। এবার লাল কাগজটি সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২
লাল কাগজটি সুন্দর করে কেটে তরমুজ তৈরির জন্য প্রস্তুত করেছি।
ধাপ-৩
লাল কাগজ তৈরি করা হয়ে গেলে এবার সবুজ কাগজ দিয়ে তরমুজের সবুজ অংশ তৈরির চেষ্টা করেছি। এজন্য প্রথমে দাগ অনুযায়ী কাগজ কেটে নিয়েছি।
ধাপ-৪
এবার গোল করে কেটে রাখা লাল কাগজ নিয়েছি। এর সাথে একটি কালো কলম নিয়েছি। কালো কলম দিয়ে সুন্দর করে তরমুজের বিচি গুলো এঁকে দেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫
এবার লাল কাগজটি সবুজ কাগজের সাথে লাগানোর জন্য আঠা দিয়েছি। যাতে করে দুটি কাগজ একসাথে লাগানো যায়।
ধাপ-৬
এবার লাল কাগজটি আঠার উপর সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে তরমুজের মাঝের অংশ লাল ও নিচের অংশ সবুজ দেখতে পাওয়া যায়।
ধাপ-৭
কাগজটির মাঝের অংশে ভাজ করেছি। যাতে করে দেখতে তরমুজের পিসের মত হয়।
উপস্থাপনা:
রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে তরমুজ তৈরি করতে সত্যি আমার খুবই ভালো লেগেছে। লাল টকটকে পাকা তরমুজ দেখে খেতে মন চাইছে। আপনাদের যদি তরমুজ খেতে ইচ্ছে করে তাহলে এখান থেকে নিয়ে খেতে পারেন🤪। খুব সহজেই রঙিন কাগজের তরমুজ তৈরি করা যায়। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি শেয়ার করতেও ভালো লাগে।
আসলে আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর সেগুলো তৈরি করার পর দেখতে বেশ ভালই লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার তরমুজ তৈরি করেছেন। এখন তরমুজের সিজন না কিন্তু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা তরমুজ দেখে সত্যি খেতে মন চাচ্ছে । ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। যখন কোন কিছু সম্পূর্ণরূপে তৈরি করা হয় তখন দেখতে ভালই লাগে। আমার তৈরি করা রঙিন কাগজের তরমুজটিও আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সত্যি আপু এখন তরমুজের সিজন না। তাই হয়তো তরমুজ পাওয়া সম্ভব নয়। তবে আপনি চাইলে আমার তৈরি করা তরমুজ মনে মনে খেয়ে দেখতে পারেন। 😜😜
প্রথমে দেখে তো মনে করছিলাম যে সত্যি সত্যি তরমুজের চির। কিন্তু পরবর্তীতে পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে রঙ্গিন কাগজ দিয়ে আপনি এই ডাই পোস্টটি তৈরিতে করেছেন।
আপু প্রথম দেখায় আমি এটাকে সত্যি কারের তরমুজ ভেবেছিলাম। দেখতে অবিকল আসল তরমুজের মতোই। খুব ভালো লাগছে এমন একটা সুন্দর কাজ দেখে। বাচ্চাদের এমন কাজ শেখালে তারা খুবই আনন্দ পাবে। আপু ধন্যবাদ আপনাকে।
প্রথমবার দেখে আপনি সত্যিকারের তরমুজ ভেবেছিলেন জেনে ভালো লাগলো। আসলে এভাবে কাগজের তরমুজ তৈরি করে যদি বাচ্চাদেরকে উপহার দেয়া হয় তাহলে তারা অনেক খুশি হবে।
দেখতে তো তরমুজের টুকরোর মতই লাগছে। কালার কম্বিনেশন টা একদম পারফেক্ট। আপু তরমুজ এখান থেকে কেমনে নিব, আগে বলেন🤣
আপু বেড়াতে যেও কাজ করেন?যাই হোক ভালো ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
মনে মনে তরমুজ খেয়ে ফেলুন আপু 😜😜। যাই হোক বেড়াতে গিয়ে কাজ করতে বেশ সমস্যায় পড়ে গেছি। খুব একটা করতে পারছি না। এই পোস্ট অনেক কষ্ট করে করেছি। বাসে বসে বসে পোস্ট লিখেছি একেবারে মাথা গরম হয়ে গিয়েছিল।
ওয়ালাইকুম আসসালাম,
তরমুজ তৈরীর টা কিন্তু দারুন ছিল আপনার। খুব সুন্দর করে কালারের কম্বিনেশন এর মাধ্যমে কাগজের তরমুজের টুকরো তৈরি করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে এমন ভাবে কাগজ দিয়ে তরমুজের টুকরো তৈরি করার পদ্ধতিটা শেয়ার করার জন্য।
কাগজের তৈরি তরমুজ আপনার কাছে ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন আপনার কাছে ভাল লেগেছে জেনে ভালো লাগলো। আপনি চাইলে এভাবে কাগজের তরমুজ তৈরি করতে পারেন ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করেছেন দারুন হয়েছে। আপনি ঠিকই বলেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে তরমুজ 🍉 তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আমিও ঠিক আপনার মতো রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভীষণ আনন্দ উপভোগ করি।
সত্যি ভাইয়া রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভালো লাগে। ভাইয়া আমি চেষ্টা করেছি তরমুজের আকৃতি এবং তরমুজের মতো দেখতে তৈরি করার জন্য। জানিনা কতটুকু সার্থক হয়েছি।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে সুন্দর ভাবে উপস্থাপনা করলে অনেক ভালো লাগে।আপু আপনার রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি চমৎকার হয়েছে। কালার টা দারুণ করেছেন, যেন মনে হচ্ছে সত্যি কারের তরমুজ। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে উপস্থাপন করলে অনেক ভালো লাগে। আমার তৈরি করা রঙিন কাগজের তরমুজটি আপনার কাছে সত্যিকারে তরমুজের মত মনে হয়েছে জেনে সত্যি ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের তরমুজের টুকরো। অসাধারণ একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের কালার কম্বিনেশন টা একদম পারফেক্ট হয়েছে। কালো কলম দিয়ে তরমুজের বিচি অংকন করার পদ্ধতিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার তৈরি করা রঙিন কাগজের তরমুজের টুকরোগুলো আপনার কাছে সত্যিকারের তরমুজের মতো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনাদের সুন্দর মন্তব্যই আমাকে উৎসাহ দেয় নতুন চিন্তা ধারায় নতুন কিছু তৈরি করতে।
আপু আমি প্রথমে ভেবেছিলাম তিন পিস তরমুজ কেটে আপনি পরিবেশন করে রেখেছেন আমাদের জন্য। কিন্তু সম্পূর্ণ পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তরমুজ বানিয়েছেন। আর এত চমৎকারভাবে যে তরমুজ বানানো যায় আমি আগে সেটা। বানানোর পদ্ধতি খুবই সহজ দেখে বুঝতে পারলাম।
জি আপু আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর তরমুজ তৈরি করেছি। আমার পোস্ট পরিদর্শন করেছেন এবং সুন্দর করে নিজের মতামত তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনিও একদিন এভাবে তরমুজ তৈরি করে দেখতে পারেন আপু।