"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-২৯|নতুন বছরের নতুন ব্যানার তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ সব সময় দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয়বস্তুগুলো সব সময় দারুন হয়। তেমনি এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুও দারুন ছিল। আমার বাংলা ব্লগের অনেক সদস্যই পেইন্টিং করতে পছন্দ করে। সকলের কথা মাথায় রেখে নতুন বছরে দারুন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।


নতুন বছরের নতুন একটি ব্যানার তৈরি:

IMG_20230123_110615.jpg
Device-OPPO-A15
IMG_20230124_204431.jpg
Device-OPPO-A15


"আমার বাংলা ব্লগ" কে কেন্দ্র করে নতুন বছরে সুন্দর একটি ব্যানার তৈরি করার চেষ্টা করেছি। পেইন্টিং করতে ভালো লাগে। তবে খুব একটা ভালো পেইন্টিং করতে পারি এটা কখনোই বলবো না। কারণ পেইন্টিং করার জন্য যে দক্ষতার প্রয়োজন তার অনেকটা ঘাটতি আছে আমার মধ্যে। তবুও আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় ছোট্ট একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে যেদিন প্রথম দেখেছিলাম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেদিন থেকেই মনের মাঝে নানান কল্পনা এসে ভিড় করেছিল। কিভাবে পেইন্টিং করব এবং কিভাবে করলে আমার বাংলা ব্লগের ব্যানার দেখতে ভালো লাগবে সেই বিষয়টি মাথায় রেখে অনেক চিন্তা করেছি। অনেক ভেবে চিন্তে নতুন বছরের এই সুন্দর ব্যানারটি নতুনভাবে সাজিয়ে তুলতে বাঙালিয়ানা একটি ভাব আনার চেষ্টা করেছি। এজন্য বাঙ্গালীদের ঐতিহ্য তুলে ধরার জন্য কলাপাতা, কুলা এবং আমাদের অন্ন অর্থাৎ চাল দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে আমি চাল ব্যবহার করছি কেন। আসলে আমার বাংলা ব্লগ যেমন আমাদের বাঙালিদের একটি ভালোবাসার জায়গা তেমনি আমার বাংলা ব্লগ আমাদের উপার্জনের মাধ্যম। আর এখান থেকে উপার্জন করে অনেকে নিজের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেয়। তাইতো আমি এই ব্যানারটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বাংলার ঐতিহ্যের পাশাপাশি ডেকোরেশনও সুন্দর করার চেষ্টা করেছি। জানিনা আমার এই ব্যানারটি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।
৭. চাল।
৮. আঠা।

IMG20230122131904.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230122133247.jpg
Device-OPPO-A15
IMG20230122133426.jpg
Device-OPPO-A15


আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে নতুন বছরের এই সুন্দর ব্যানার তৈরি করার জন্য প্রথমে একটি কাগজ নিয়েছি। এরপর হালকাভাবে পেন্সিল দিয়ে কুলার চিত্র অঙ্কন করে নিয়েছি।


ধাপ-২

IMG20230122133706.jpg
Device-OPPO-A15
IMG20230122133900.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে পেন্সিল দিয়ে কলাপাতা অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে এই নতুন বছরের ব্যানার বাঙালিয়ানায় সেজে উঠে।


ধাপ-৩

IMG20230122134027.jpg
Device-OPPO-A15
IMG20230122134105.jpg
Device-OPPO-A15


এবার কুলার চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ডেকোরেশন করার জন্য প্রথমে আঠা লাগিয়েছি। এরপর চাল বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230122134321.jpg
Device-OPPO-A15
IMG20230122135004.jpg
Device-OPPO-A15


এরপর চালগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়ে কুলা আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230122135220.jpg
Device-OPPO-A15
IMG20230122135429.jpg
Device-OPPO-A15


এবার কলা পাতাগুলো সুন্দর করে নেওয়া জন্য সবুজ রঙের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG20230122135554.jpg
Device-OPPO-A15
IMG20230122140000.jpg
Device-OPPO-A15


কলা পাতাগুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230122140100.jpg
Device-OPPO-A15
IMG20230122140439.jpg
Device-OPPO-A15


এবার কুলার চারপাশের অংশ আরো বেশি সুন্দর করার জন্য হলুদ রঙের ব্যবহার করেছি এবং চাল গুলো পেইন্টিং এর মাধ্যমে সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230122140647.jpg
Device-OPPO-A15
IMG20230122140729.jpg
Device-OPPO-A15


এবার কুলা আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230122140758.jpg
Device-OPPO-A15
IMG20230122141209.jpg
Device-OPPO-A15


কুলার মাঝের অংশে সুন্দর করে হলুদ রঙের ব্যবহার করেছি। যাতে করে এই পেইন্টিং দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-১০

IMG20230122141558.jpg
Device-OPPO-A15
IMG20230122142508.jpg
Device-OPPO-A15


এবার চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাল রঙের ব্যবহার করেছি এবং এই পেইন্টিং আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20230122142755.jpg
Device-OPPO-A15
IMG20230122143101.jpg
Device-OPPO-A15


পেন্সিল দিয়ে লেখা অংশগুলো সুন্দর করে রং দিয়ে লেখার চেষ্টা করেছি।


ধাপ-১২

IMG20230122143508.jpg
Device-OPPO-A15
IMG20230122144124.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য লেখাগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমার বাংলা ব্লগের এই ব্যানারটি আরও বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230122144349.jpg
Device-OPPO-A15
IMG20230122145408.jpg
Device-OPPO-A15


এবার কলা পাতাগুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি এবং অন্যান্য কিছু কাজগুলো করে এই সুন্দর ব্যানারটি আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230124_204322.jpg
Device-OPPO-A15
IMG_20230122_152609.jpg
Device-OPPO-A15


আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে সুন্দর একটি ব্যানার তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। যদিও ভালো পেইন্টিং করতে পারিনা। তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় এই সুন্দর ব্যানারটি তৈরি করার চেষ্টা করেছি। নিজের ভালোবাসা থেকে এই কাজটি করার চেষ্টা করেছি। কোন প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিনিয়ত তার ইউজারদের কথা বিবেচনা করে বেশ ‍সুন্দর সুন্দর কিছু প্রতিযোগিতার আয়োজন করে। তবে এবারের আয়োজনের বিষয়টি ছিল ভিন্ন প্রেক্ষাপটের। এবার ছিল পেইন্টিং বা আর্ট প্রতিযোগিতা। আবার সে আর্ট বা পেইন্টিং টি হতে হবে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ঘিরে। আপনি আপনার রং তুলির আচঁড় দিয়ে একজন যোগ্য প্রতিযোগির প্রমাণ দিয়েছেন বলে আমি মনে করি। সুন্দর থিম ও আইডিয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ কমিউনিটি তাদের ইউজারদের কথা বিবেচনা করে বেশ ‍সুন্দর সুন্দর কিছু প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতাটিও দারুন ছিল। তাইতো চেষ্টা করেছি এই পেইন্টিং করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু।শুধু পেইন্টিং না পেইন্টিংয়ের পেছনের আইডিয়া টাও অসাধারণ সুন্দর ভাবে বাঙালীর ঐতিহ্য তুলে ধরেছেন।আর চাল যোগ করে যে ভাবনা টি প্রকাশ করেছেন সেটাও একদম সত্যি।অনেক শুভ কামনা রইল আপু।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নতুন একটি আইডিয়া মাথায় এনে নতুন বছরের ব্যানারটি বাঙালি আনায় ভরে তুলতে। আসলে বাঙালির ঐতিহ্য মানেই ভিন্ন রকমের সাজ। তাই বাংলা ভাষার পাশাপাশি বাঙ্গালীদের ঐতিহ্য কে তুলে ধরার চেষ্টা করেছি।

 2 years ago 

আমি আপনার চিন্তা চেতনার প্রশংসা সবসময়ই করি। জাষ্ট অসাধারণ একটি অংকন করেছেন। এখানে বেশ সংস্কৃতির ছোঁয়া ছিল, তাছাড়াও আমার বাংলা ব্লগকে নতুন করে ফুটিয়ে তুলেছেন এখানে। আপনার অংকনের দক্ষতা বরাবরই ভালো, কে বলেছে আপনার দক্ষতা কম। খুব ভালো ছিল অংকন 👌
ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 2 years ago 

ভাইয়া আপনার প্রশংসা শুনে ভালো লাগলো। আসলে ভিন্ন ধরনের চিন্তাধারা থেকে এই সুন্দর ব্যানারটি তৈরি করার চেষ্টা করেছি। আর সাংস্কৃতিক ছোঁয়ায় এই ব্যানারটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমার বাংলা ব্লগকে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিযোগিতা উপলক্ষে তো দেখছি খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করলেন আপনি যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এরকম বিভিন্ন রকম কাজের মাধ্যমে আমাদের দক্ষতার প্রকাশ ঘটে যা খুবই অন্যরকম। আসলে খুবই অনেক একটি আইডিয়া ছিল। কালার কম্বিনেশনও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই সুন্দর ব্যানারটি তৈরি করার চেষ্টা করেছি আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

এক কথায় অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। বিশেষ করে কুলাটা অনেক সৃজনশীল ভাবে আর্ট করলেন। আর্টের মধ্যে চাল দিয়ে ডেকোরেশনের বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি আমার আর্টের মাধ্যমে ব্যানারটি আরো বেশি সুন্দর করে তোলার জন্য। চাল দিয়ে ডেকোরেশনের বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

খুব চমৎকার একটি ব্যানার বানিয়েছেন এবং এতে চাল ব্যবহার করার কারণে খুব সুন্দর ক্রাফটা এন্ড আর্ট হয়েছে। অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট এর মাধ্যমে ব্যানারটি তৈরি করার জন্য। চাল ব্যাবহার করে ভিন্নতা আনার চেষ্টা করেছি। আপনার তৈরি ব্যানারটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

জি আপু সেটা দেখতে পেয়েছি, চাল দেওয়ার কারণে ভিন্নতা এসেছে ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনি আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করলেন। কালারটাও দেখছি খুবই সুন্দরভাবেই ফুটে উঠেছে। আপনি নিজের ভালোবাসা থেকে এই কাজটি করার চেষ্টা করেছেন তা দেখে ভীষণ ভালো লেগেছে। এরকম প্রতিযোগিতার মাধ্যমেও কিন্তু সবার দক্ষতার প্রকাশ ঘটে। চাল গুলো বসাতে অনেক সময় লেগেছে মনে হচ্ছে। এরকম নিখুঁত কাজগুলো দেখতে আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপু আপনি অনেক সুন্দর ভাবে মতামত প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের নতুন ব্যানার তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সব সময়ই অনেক সুন্দর পেইন্টিং করেন। আজকে চমৎকার ভাবে পেইন্টিং করেছেন। চাল চতুর্দিকে দিয়ে রং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নতুন বছরের সুন্দর একটি ব্যানার তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর ভিন্নতা আনার জন্য চাল ব্যবহার করে আইডিয়াটা আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার বাংলা ব্লগের ব্যানার তৈরি করে দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।আপনি আমার বাংলা ব্লগের ব্যানারে বাংলার ঐতিহ্য কুলার একটি পেন্টিং করেছেন দেখতে কিন্তু অনেক ইউনিক লেগেছে আমার কাছে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ভিন্ন ধরনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দক্ষতা তুলে ধরার জন্য। ব্যানার তৈরির মাধ্যমে বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখে খুব ভালই লাগলো। আমার বাংলা ব্লক কে কেন্দ্র করে খুব সুন্দর একটি ব্যানার বানিয়েছেন। বিশেষ করে আপনার পেইন্টিং এর কালার টি খুবই চমৎকার লাগতেছে। চালগুলো বসানোর কারণে পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। সত্যি পেইন্টি যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে সুন্দর এই ব্যানারটি তৈরি করার চেষ্টা করেছি এবং পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58442.49
ETH 2554.65
USDT 1.00
SBD 2.42