সময় এবং ব্যস্ততা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না। তাইতো ভাবলাম কিছু লেখালেখি করা যাক। আর সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক। সেই ভাবনা থেকেই সময় এবং ব্যস্ততা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
সময় এবং ব্যস্ততা:
সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের জীবনের ব্যস্ততা যেন অনেক বেশি বেড়ে যায়। কয়েকদিন থেকেই অনেক ব্যস্ত সময় কাটছিল। তবে আজ ব্যস্ততা অনেকটাই শেষ হয়ে গেল। তবে পরীক্ষার দিনের যে ব্যস্ততা ছিল সেটাতে একেবারে নাজেহাল করে দিয়েছে। গতকাল সারাদিন আর সারারাত মিলে মনে হয় না একটুকু সময় বিশ্রাম করতে পেরেছি। আর একটি করে পরীক্ষা যেন জীবন মরণের লড়াই। পরীক্ষার আগে সময় কিভাবে যে চলে যায় বোঝাই যায়না। আসলে ব্যস্ততার মধ্যে সময় খুব দ্রুতই কেটে যায়। তবে দিনশেষে মনে হয় আরেকটু সময় পেলে হয়তো ভালো হতো। আর যখন আমরা শুয়ে বসে সময় কাটাই তখন সময়ের মূল্যটা বুঝতে পারি না। মাঝে মাঝে পরীক্ষা এলেই সময়ের মূল্যটা বুঝতে পারি আর উপলব্ধি করতে পারি।
মাঝে মাঝে মনে হয় সময়ের সাথে যেমন লড়াই করছি তেমনি জীবনের সাথে লড়াই করছি। মাঝে মাঝে হাল ছেড়ে দেই। মাঝে মাঝে আগ্রহ হারিয়ে যায়। আবার মাঝে মাঝে কারো তিক্ত কথায় সময়টাকে আরও বেশি কঠিন মনে হয়। তবুও কেন জানি দিনশেষে হতাশা ঘিরে ধরে। হয়তো সময় চলে যায় কিংবা সময়ের সাথে আমরা বদলে যাই। হয়তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এভাবেই আমরা আমাদের সময় গুলো হারিয়ে ফেলবো। আর সেই সময় গুলোর মাঝে আবারও সেই পুরনো সময় খুঁজে বেড়াবো। ব্যস্ততার মাঝেই যেন জীবনের অনেক কষ্ট লুকিয়ে থাকে কিংবা হতাশা। হয়তো ব্যস্ততা শেষে আবারও আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরি। হয়তো আবারো নতুন স্বপ্নে নতুন দিন গুনি।
ব্যস্ততার চাদর গায়ে মেখে হয়তো আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। কখনো হতাশায় কখনো বা নতুন স্বপ্নে পথ চলতে হয় আমাদের। কখনো হতাশা জীবনে নেমে আসে কখনো বা স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যায়। তবুও সময়ের সাথে সাথে আমরা বদলে যাই। কিংবা সময়ের সাথে সাথে এগিয়ে যাই। ব্যস্ততার চাদর গায়ে মেখে হয়তো আবারো আমরা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। কিংবা নতুন স্বপ্নের জাল বুনি। তবুও আমরা ভালো থাকতে চাই। কিংবা একটু ভালোভাবে বাঁচতে চাই। তবুও আমরা যেন সময়ের সাথে এগিয়ে যেতে যাই। কিংবা আবারো নতুনভাবে নিজেকে প্রস্তুত করি আমরা। এভাবেই হয়তো সময়ের কাছে আমরা নিজেকে সঁপে দেই কিংবা সময়ের সাথে নিজেকে বদলে নেই।
গতকাল সারাদিন কিভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারেনি। সারারাত ঘুমিয়েছি খুবই অল্প। হয়তো হাতে গোনা দুই তিন ঘন্টা। পরীক্ষার চাপে ঠিকমতো ঘুমাতেও পারিনি। আসলে যখন কোনো পরীক্ষা থাকে কখন জীবনটা একেবারে নাজেহাল হয়ে যায়। জীবন বেসামাল হয়ে যায়। তাই কোন কিছুই ভালো লাগেনা। হয়তো সময়টা অনেক কষ্টে কাটে। কিংবা হতাশার মধ্যেই কেটে যায়। তবুও আমরা হয়তো প্রত্যাশা করি নতুন কোন ভোরের। হয়তো নতুন স্বপ্নে আবারো এগিয়ে যাই। হয়তো হাজার কষ্টের মাঝেও নতুন স্বপ্ন দেখার প্রত্যাশা করি। হয়তো এভাবেই কেটে যায় সময়গুলো। হয়তো এভাবেই আবারো কোন নতুন ব্যস্ততা হাজির হয় জীবনে।
সময় এবং ব্যস্ততা সত্যিই অনেক কঠিন। তবুও আমরা ব্যস্ততার মাঝেও সময় গুলোকে মূল্যায়ন করতে শিখি। ব্যস্ততা জীবনে আছে বলেই সময়ের মূল্য বুঝি। হয়তো এভাবেই সময়কে মূল্যায়ন করেই মুহূর্তগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। মূল্যবান সময়গুলোকে নিজের জন্য ধরে রাখার চেষ্টা করি। সময় দ্রুতই হারিয়ে যায় কিংবা ফুরিয়ে যায়। তাই আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগানো আমাদের কর্তব্য। তাহলে হয়তো ব্যস্ততার মাঝেও সময় গুলো আমাদের হয়েই থাকবে। কিংবা ব্যস্ততার পাশাপাশি সময় গুলো আমাদের জীবনের মূল্যবান অংশ হয়ে থাকবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আসলেই আপু পরীক্ষার আগের সময় গুলো যে কিভাবে চলে যাই টের পাওয়া যায় না। এভাবেই হয়তো থেকে যাবে ব্যস্ততা কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে দেখতে হবে স্বপ্ন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলে আপু জীবনের এই ব্যস্ততা কখনোই শেষ হয় না। কখনো বেশি আবার কখনো কম ।এই ব্যস্ততার মধ্য দিয়েই জীবন পার হয়ে যাবে। জীবনের এই অগ্রযাত্রা চলতে থাকবে। আপনি পরীক্ষার আগে অনেক পরিশ্রম করছেন যখন এই পরিশ্রমের ফল পাবেন তখনই ভালো লাগবে। আপনার ব্যস্ততার কথাগুলো পড়ে ভালই লাগলো।
আসলেই আপু সময়ের সাথে সাথে আমাদের জীবনের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। একসময় দেখতাম বাড়ির একজন উপার্জন করতো, আর বাসার সবাই সেই উপার্জনের টাকায় বসে বসে খেতো। কিন্তু এখন বাসার প্রায় প্রতিটি সদস্য উপার্জন করে। দিনদিন সবার মধ্যে ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। পরীক্ষা আসলে তো রাত দিন কিভাবে পার হয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। কিন্তু ব্যস্ততম সময় কাটানোর পরেও যদি সফলতা অর্জন করা যায়, তাহলে সেই কষ্ট একেবারেই দূর হয়ে যায়। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময় অনেক মূল্যবান। ব্যাস্ততার জন্য সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুজতে পারি না। এখন বুঝি সময় অনেক মূল্যবান। তাই আমাদের সবার উচিত সময় কে সঠিক ভাবে কাজে লাগানো। আপ আপনার পরীক্ষা চলছে যেহেতু তাহলে সময় এখন আপনার কাছে ডায়মন্ড। দোয়া রইল আপনার জন্য আপু।
ব্যস্ততা আছে বলেই আসলে আমাদের জীবনে এত সুন্দর আপু। এই ব্যস্ততা না থাকলে জীবন হয়ে যেত অন্যরকম। যদিও পরীক্ষার আগে আমাদের সকলেরই ব্যস্ততা অনেক বেশি থাকে, তবে সেই সময়টাও কিন্তু অতি দ্রুত কেটে যায়। তাছাড়া আমাদের জীবনের অনেক উত্থান পতন, ভালো মন্দ সবকিছু সময়ের সাথে সাথে আমরা উপলব্ধি করি এবং একটা সময় গিয়ে সেটাও ঠিক হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় সময় এবং ব্যস্ততা একে অন্যের পরিপূরক।
হাজারো ব্যস্ততার মধ্যে মানুষ কিন্তু তার রঙিন স্বপ্নগুলো পূরণ করার উদ্দেশ্যেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাইতো মানুষের জীবনের মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে জীবনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করে।
অনেক সময় সময়ের সাথে মানুষের জীবন অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর আপু পরীক্ষা আসলে এমনিতে মানুষ পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর ওই সময় কিভাবে সময় চলে যায় বোঝা যায় না। সবাই চাই সুন্দর একটি সকাল কাটুক যেন দিনটা ভাল যায়। তবে ব্যস্ততার কারণে অনেক সময় দিনটা একদম হিবিজিবি যাই। আর ব্যস্ততা আছে বিধায় জীবনটা এত সুন্দরভাবে উপভোগ করা যায়। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
প্রতিনিয়তই আমরা আমাদের জীবনের সাথে লড়াই করে যাচ্ছি। সময়ের কারণে দিন দিন যেন ব্যস্ততা বেড়েই যাচ্ছে। আর আমরা পরিশ্রম করার পর যখন পরিশ্রমের সেই ফলটা ভালোভাবে পাই, তখন পরিশ্রমটা আর মনে হয় না। অনেক বেশি ভালো লাগে তখন, পরিশ্রমের সেই কষ্ট থেকেও আনন্দটা বেশি হয়ে থাকে। আশা করছি আপনিও আপনার পরিশ্রমের ভালো একটা ফল পাবেন। আপনার আজকের এই পোস্টটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে।
সময় যত যাচ্ছেই ব্যস্ততা ততই বেড়ে চলেছে শুধু। ব্যস্ততার কারণে কিছুই ভালো লাগতেছে না। পরীক্ষার চাপ হলে অন্যরকম হয়ে যায় জীবনটা। পরীক্ষার চাপের কারণে আপনি ভালোমতো ঘুমাতে পারেননি শুনে খারাপ লাগলো। তবে আপনি যেন আপনার পরিশ্রমের ভালো একটা ফল পান এটাই কামনা করছি। আপনার পুরো পোস্টটা আমার কাছে সম্পূর্ণ পড়তে ভালো লেগেছে।
সময়ের সাথে মানুষ কম বেশি অনেক ব্যস্ত হয়ে পড়ে। আসলে মানুষ ব্যস্ততার কারণে সময়ের মূল্য অনেক বেশি হয়ে যায়। আপনি ব্যস্ত ছিলেন বিধায় আপনার কাছে সময় গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। মাঝে মাঝে আমি নিজেও অনেক ব্যস্ত হয়ে পড়ি। ব্যস্ততার কারণে মানুষ অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু শিখতে পারে। সময় এবং ব্যস্ততা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন।