ফটোগ্রাফি-গাঁদা ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও খুব একটা ফটোগ্রাফি করার সুযোগ হয়ে ওঠে না। তবুও মাঝে মাঝে সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। কয়েকদিন আগে প্রয়োজনীয় কাজে বাইরে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি সুন্দর সব গাঁদা ফুল ফুটে আছে। তাই দেখেই ফটোগ্রাফি করেছিলাম। আর সেই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।আশা করছি সবার ভালো লাগবে।


গাঁদা ফুলের ফটোগ্রাফি:

IMG_20240121_120915.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240121_121008.jpg
Device-OPPO-A15
Location


ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। ফুলের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। বিশেষ করে হলুদ রঙের এই গাঁদা ফুল গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগে। শীতের সময় ফুলে ফুলে চারপাশ ভরে ওঠে। আর এই ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। ফুলের সৌন্দর্য দেখে হৃদয়ের মাঝে আলাদা রকমের ভালোলাগার তৈরি হয়। আর এই সুন্দর ফুল গুলো দেখে ফটোগ্রাফি করতে ইচ্ছে করেছিল। তাই তো ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20240121_121138.jpg
Device-OPPO-A15
Location


এই গাঁদা ফুল গুলো দেখলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় যখন শীতের সময় আসতো তখন এই গাঁদা ফুলের গাছ গুলো অনেক কিনতাম। গাঁদা ফুল গুলো দেখতে অনেক ভালো লাগতো। আর যখন গাছের ফুলগুলো শুকিয়ে যেত তখন মন খারাপ হয়ে যেত। বিশেষ করে স্কুলের গেটের সামনে যখন এই ফুল গাছগুলো কিনতে পাওয়া যেত তখন অনেক বেশি ভালো লাগতো। ভ্যান গাড়ি করে এই গাছগুলো বিক্রি করা হতো। ফুলের ফটোগ্রাফি গুলো করার সময় বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল।


IMG_20240121_120756.jpg
Device-OPPO-A15
Location


সময় বদলে যায় হয়তো স্মৃতিগুলোও হারিয়ে যায় কিন্তু ফুলের সেই সৌন্দর্য ঠিক আগের মতই রয়ে গেছে। এখনো সেই আগের মতই সুন্দর রং আর অপরূপ সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। গাঁদা ফুলের অপরূপ সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে। এই ফুলগুলো যতই দেখি ততই ভালো লাগা তৈরি হয়। অন্যান্য ফুলগুলো খুব সহজে নষ্ট হয়ে গেলেও এই গাঁদা ফুল গুলো দীর্ঘ সময় ধরে থাকে আর দেখতেও ভালো লাগে।


IMG_20240121_120729.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240121_121031.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু আমি অনেকটা সময় সেখানে কাটিয়েছি তাই ঘোরাঘুরি করছিলাম আর সুন্দর সব ফুল গুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করছিলাম। বিভিন্ন রকমের গাঁদা ফুল সেখানে ছিল। আর দেখতেও বেশ ভালো লাগছিল। গাছগুলো অনেকটাই বড় ছিল। যেহেতু মাটিতে লাগানো ছিল তাই গাছগুলো অনেকটা বড় হয়েছিল। আর টবে লাগানো গাছগুলো একটু ছোট হয়। ফটোগ্রাফি করতেও অনেক ভালো লেগেছিল। যেকোনো ফুলের ফটোগ্রাফি করতেই আমার অনেক ভালো লাগে। আমি তো সুন্দর ফুল দেখলেই আর নিজেকে ধরে রাখতে পারি না। ফটোগ্রাফি করার চেষ্টা করি।


IMG_20240121_120439.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240121_120316.jpg
Device-OPPO-A15
Location


তাইতো আমি সুন্দর এই গাঁদা ফুল গুলো যখন দেখেছি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। জানিনা গাঁদা ফুলের সৌন্দর্য কতটা তুলে ধরতে পেরেছি। তবে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর মনে হচ্ছিল যেন এই ফুলের সৌন্দর্য চারপাশের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তুলেছিল। দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আমার তো মন চাইছিল সেখান থেকে কিছু ফুল গাছ নিয়ে আসি। তবে এই গাছগুলো লাগানো হয়েছিল বাগানের সৌন্দর্যের জন্য বিক্রির জন্য ছিল না। তবে সময় পেলে একদিন নার্সারিতে যেতে হবে আর ফুল গাছ কিনে আনতে হবে। অনেকদিন থেকেই যাওয়া হয়ে ওঠে না। যাই হোক আশা করছি আমার শেয়ার করা গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

রজনীগন্ধা ফুল আর গাদাঁ ফুলের মতো আমার প্যাচ লেগে যেত। আমি গাদাঁ ফুলকে ভাবতাম রজনীগন্ধা ফুল আপু 🙆‍♂️। তবে গাদাঁ ফুলের গন্ধ ভালোই লাগে। আপনার সাথে আমরাও ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারলাম 🌼

 7 months ago 

রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুল দেখতে তো একেবারেই আলাদা। আপনি যে কেন গুলিয়ে ফেলেন সেটাই ভাবছি ভাইয়া 🤣। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 7 months ago 

শীতের সময় গাদা ফুল দেখতে ভালো লাগে। আপনি গাঁদা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সব কিছু সুন্দর ভাবে বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 7 months ago 

শীতের সময় গাঁদা ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং গাঁদা ফুলের সুগন্ধ উপভোগ করতে খুবই ভালো লাগে আমার। আপনার তোলা গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনার নিকট থেকে আগামী দিনে এরকম আরো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট পড়ার সুযোগ পাবো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতের সময় এই ফুলের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর দেখতেও অনেক ভালো লাগে। তাই তো ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে গাঁদা ফুলের ফটোগ্রাফি বেশ দারুন ভাবে মোবাইলে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে গাঁদা ফুলের সৌন্দর্য সত্যি প্রত্যেক মানুষকে বেশ মুগ্ধ করে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

গাঁদা ফুলের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 7 months ago 

শীতের সময় চারিদিকে গাঁদা ফুল দেখতে বেশ ভালই লাগে । খুব সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আপনার সবগুলো ফটোগ্রাফির বেশ সুন্দর ছিল ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু শীতের সময় এই ফুলগুলো অনেক দেখা যায়। আর দেখতে অনেক ভালো লাগে। তাই তো এই ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 7 months ago 

আপু আপনি আসলে আমাদের মাঝে শেয়ার করেছেন গাঁদা ফুলের বেশ চমৎকার চমৎকার কোয়ালিটিতে কয়েকটি ফটোগ্রাফি। গাঁদা ফুল দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে গাঁদা ফুলের এমন সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি গাঁদা ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

গাঁদা ফুল আমারও খুবই পছন্দের।আর আমিও এই সময় গাঁদা ফুল লাগাতে ভালোবাসি,তবে দুঃখের বিষয় এই বছর একটিও বীজ থেকে চারা বের হয় নি।আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন, ফুল আমাদের মনকে ভালো রাখে।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপু আপনি বীজ রোপন করেছিলেন আর চারা হয়নি জেনে সত্যিই খারাপ লাগলো। যদিও এবার এখনো এই ফুলের গাছ লাগানো হয়নি। তবে শীঘ্রই লাগানোর চেষ্টা করব আপু।

 7 months ago 

গাঁদা ফুলের সৌন্দর্যটা একদম কাছে থেকে তুলে ধরেছেন। প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে, স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি গাঁদা ফুলের সৌন্দর্য তুলে ধরার। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

শীতের এ সময়টাতে চারিদিকে গাঁদা ফুল দেখা যায়। আপনি প্রয়োজনীয় কাজ সারতে গিয়ে গাঁদা ফুল দেখতে পেয়ে চমৎকার ফটোগ্রাফি করলেন আপু।আমাদের মাঝে শেয়ার ও করলেন।দেখতে ভীষণ সুন্দর লাগছে।এমন ফুল দেখে মুগ্ধ না হয়ে আসলে পারা যায় না।অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু শীতের সময় বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। আর দেখতেও অনেক ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 7 months ago 

আপু আপনি বেশ সুন্দরভাবে কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি করলেন। এরকম ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তাছাড়া আপনার ফটোগ্রাফির কোয়ালিটি টাও অনেক ভালো ছিল। ফটোগ্রাফি করতে গেলে অনেকটা ধৈর্য ধরে করতে হয়। কারণ একটা ফটোগ্রাফির পিছনে আপনি যত সময় দিবেন ততই আপনার ফটোগ্রাফি টা অনেকটা কোয়ালিটি হয়ে উঠবে। তখন সেই ফটোগ্রাফি টা এক নজরে দেখতেও সবার কাছে বেশ ভালই লাগবে। ঠিক তেমনি আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লাগলো। ধাপে ধাপে বর্ণনা করার জন্য আরো সুন্দর দেখাচ্ছে আপনার ফটোগ্রাফি পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60420.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.60