ফটোগ্রাফি-অবশেষে তাদের দেখা পেলাম|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো পোস্টের টাইটেল দেখে অনেকটা অবাক হয়েছেন। আসলে অবাক হবারই কথা। অনেক প্রতীক্ষার পর সেই কাঙ্ক্ষিত ফুল ফুটেছে। অনেকদিন প্রতিক্ষায় ছিলাম কবে ফুল আসবে। আসলে রেইন লিলি ফুলটা ভীষণ ভালো লাগে। প্রায় এক বছর আগে এই ফুলের গাছ লাগিয়েছিলাম। কিন্তু ফুলের দেখা পাচ্ছিলাম না। অবশেষে যখন তাদের দেখা পেয়েছি তখন ফটোগ্রাফি করেছি। তাইতো এই সুন্দর ফুলগুলোর ফটোগ্রাফি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি।


অবশেষে তাদের দেখা পেলাম:

IMG_20230810_133307.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230810_133202.jpg
Device-OPPO-A15
Location


অনেক প্রতীক্ষার পর আমার বাগান ফুলে ফুলে ভরে উঠেছে। আপনারা হয়তো সবাই চেনেন রেইন লিলি ফুল। আমার খুবই পছন্দের একটি ফুল। যদিও অনেক অপেক্ষার পর আমার গাছে ফুল ফুটেছে। আসলে অপেক্ষার প্রহর সত্যি অনেক কঠিন ছিল। বর্ষাকাল পার হয়ে যাচ্ছিল কিন্তু ফুল আসছিল না দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। কোন কিছুর জন্য প্রতীক্ষা করলে সত্যি অনেক খারাপ লাগে। আর কথায় আছে প্রতীক্ষার ফল সব সময় মিষ্টি হয়।


IMG_20230810_133000.jpg
Device-OPPO-A15
Location


অনেক প্রতীক্ষার পর হঠাৎ করে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বেশ কয়েকটা রেইন লিলি ফুলের কলি এসেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। এরপর পরের দিন সকাল বেলায় উঠে দেখি এত সুন্দর ফুল ফুটেছে সেটা দেখে সত্যিই ভালো লেগেছিল। আর এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল আরো কিছুটা সময় এই ফুলগুলো চোখ ভরে দেখি। মনে হচ্ছিল যেন সৃষ্টির অপরূপ সৌন্দর্য এসে আমার বাগানে ধরা দিয়েছে। কথায় আছে অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। সেই কথার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই সত্যি অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়েছে।


IMG_20230810_133112.jpg
Device-OPPO-A15
Location


এত সুন্দর ফুল ফুটেছে অথচ ছুঁয়ে দেখবো না তা কি করে হয়😍। আমিও বেশ কিছুক্ষন নেড়েচেড়ে এই ফুলগুলোকে দেখছিলাম। মন চাচ্ছিল আরো কিছুটা সময় এই ফুলগুলোর সাথে কাটাই। ফুলের অপরূপ সৌন্দর্য দেখে এতটাই ভালো লেগেছে যে মনে হয়েছে যেন অপেক্ষা আমার সার্থক হয়েছে। অনেক অপেক্ষার পর তাদেরকে পেয়েছি। তারাও আমাকে বেশ আনন্দ দিয়েছে।


IMG_20230810_133235.jpg
Device-OPPO-A15
Location


যখন আমার মন খারাপ হয় তখন আনমনে ওই গাছ গুলোর দিকে তাকিয়ে থাকতাম। মনে মনে ভাবতাম তারা বোধহয় আমার মনের কথা বোঝে। হয়তো বোঝে কিংবা বোঝেনা😔। তবুও কেন জানি গাছগুলোর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আর যখন গাছে এত সুন্দর ফুল ফুটে থাকে তখন দেখে অনেক বেশি ভালো লাগে। অপরূপ সৌন্দর্যে ভরা এই ফুলের পাপড়ি গুলো দেখে সত্যিই ভালো লেগেছিল। আর কালার টাও বেশ সুন্দর ছিল।


IMG_20230810_133035.jpg
Device-OPPO-A15
Location


হয়তো ফুলের সৌন্দর্য ক্ষণস্থায়ী। কিন্তু অনেক প্রতীক্ষার পর আমি যাদেরকে পেয়েছি। তাইতো তাদের সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি। আসলে সময় যেমন চলে যায় তেমনি হয়তো সবকিছুর সৌন্দর্য বিলীন হয়ে যায়। তবে সেই সৌন্দর্য আমি ধরে রাখার জন্য কিছু ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম যাতে করে সেই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর সেই অপরূপ সৌন্দর্য আর আমার পছন্দের এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

নিজের বাগানে ফুল ফুটলে অনুভূতি অন্যরকম লাগে। কারণ নিজের বাগানের ফুল গাছগুলোকে সকাল-বিকাল যত্ন করে সবাই। তবে আপনার বাগানে লিলি ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। এবং ফটোগ্রাফি গুলো খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু সকাল বিকাল যত্ন করার পর যখন গাছে ফুল আসে তখন অনেক ভালো লাগে। আর আমার গাছের সুন্দর ফুল গুলো দেখে আমারও ভীষণ ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

অপরূপ সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি থেকে সত্যি খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

অপরূপ সৌন্দর্য ভরা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপু অপেক্ষার প্রহর অনেক কষ্টের। তবে যদি অপেক্ষা করা স্বার্থক হয় তখন আর আনন্দের শেষ থাকে না। যাইহোক আপু অবশেষে সেই ফুলের দেখা পেয়ে অনেক ভালো লাগলো।সত্যি নিজের বাগানে এমন ফুল গুলো দেখতে ও ধরতে অনেক ভালো লাগে। এমন ফুল রেখে আসতে কার মন চায়। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু অপেক্ষার প্রহর অনেক কষ্টের। তবে অপেক্ষার শেষে যখন সুন্দর কিছু পাওয়া যায় তখন অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last year 

অধিক সময় অপেক্ষা করার পর আপনার নিজের বাগানের রেইন লিলি ফুল ফুটেছে। কিছুটা হলেও আপনার কষ্ট সার্থক হয়েছে। লিলি ফুল আমার কাছে অনেক ভালো লাগে। ফুলগুলো সামরিক কিন্তু ফুলের ভালোবাসা অস্বাভাবিক। আমরা সবাই কমবেশি ফুল অনেক পছন্দ করি। তবে আপু লিলি ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে লিলি ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

যখন অনেক অপেক্ষার পর সুন্দর কিছু পাওয়া যায় তখন অনেক ভালো লাগে। আমার বাগানের রেইন লিলি গুলো সত্যি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামতের জন্য।

 last year 

ফুল আমাদের সকলের অনেক পছন্দের একটি জিনিস। তবে নিজের বাগানের ফুল গাছ থেকে ফুল দেখাটা আরো বেশি ভালো লাগে।কষ্ট করলে এক দিন সাফল্য আসবেই। ধন্যবাদ আপু আপনার বাগানের ফুল দেখতে অনেক ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ফুল আমাদের সবার অনেক পছন্দের। আর নিজের বাগানের ফুল হলে দেখতে আরো বেশি ভালো লাগে। সত্যি ভাইয়া কষ্ট করলে একদিন সফলতা আসে।

 last year 

অসাধারণ এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল আপু। আসলে রেইন লিলি ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো বৃষ্টি হলে বেশি ফোটে। সবুজ চিকন চিকন পাতার ভিতরে এই ফুলগুলো খুবই সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো আপু। সবুজ চিকন পাতার ফাঁকে যখন সুন্দর ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে।

 last year 

সত্যি অপু অনেক প্রতিক্ষার পর বেশ চমৎকার একটা উপহার পেয়েছেন এটা বলাই যায়। ফুলগুলো বেশ চমৎকার লাগছে। নিরবে নিভৃতে এগুলোর দিকে তাকিয়ে থাকলে মনের মধ্যে আলাদা একটা অনূভুতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। রেইন লিলি ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া প্রতীক্ষার পর অনেক সুন্দর উপহার পেয়েছি। আর এই ফুল গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজের বাগানের ফুল গাছের ফটোগ্রাফি বেশ সুন্দরভাবে শেয়ার করেছেন। সকাল বিকাল নিজের ফুলবাগানের যত্ন নেওয়ার অনুভূতি কিন্তু বেশ মজা আপু। আমারও ছোটবেলায় বাড়ির পাশে একটি ফুলবাগান ছিল এখন বাড়ির বাইরে থাকা হয় তাই আর ফুলবাগানটি নেই। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার বাড়ির পাশের ফুলবাগান ছিল জেনে ভালো লাগলো। তবে বাহিরে থাকলে হয়তো বাড়ির ফুল বাগানের যত্ন নেওয়া হয় না। যাইহোক ভাইয়া আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

এটা ঠিক প্রতীক্ষার সময় সহজে যেতে চায় না। বর্ষার মৌসুমে রেইনলিলি ফুল বেশি ফুটে থাকে। আপনার গাছেও খুব সুন্দর রেইন লিলি ফুল ফুটেছে। অনেক অপেক্ষার পর গাছে এরকম ফুল দেখলে খুব ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া বর্ষার মৌসুমে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। তাই তো আমিও প্রতীক্ষায় ছিলাম। অবশেষে এই ফুলগুলোকে দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের। আর আপনার অপেক্ষার ফল কিন্তু সত্যি অনেক বেশি মিষ্টি হয়েছে। অপেক্ষা করলে তার ফলটা অনেক বেশি সুন্দর হয়। আপনি এই ফুলটি ফোটার পরে বেশ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই ফুলটার কালার আমার খুবই পছন্দের। আপনারও এই ফুলটি পছন্দের এটা জেনে খুব ভালো লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু অপেক্ষার ফল সত্যিই অনেক মিষ্টি হয়েছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তাইতো আমি ফটোগ্রাফি করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44