DIY-কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। আজকে হঠাৎ করেই মনে হল কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি করবো। সেই ভাবনা থেকেই সুন্দর একটি ফটোফ্রেম তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি

IMG_20241022_200256.jpg
Device-OPPO-A15


ফটোফ্রেম তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লেগেছে। যেহেতু ছোট সাইজের ছবি প্রিন্ট করা ছিল না বাসায় তাই নিজের একটি পেইন্টিং সেখানে লাগিয়ে দিয়েছি। নিজের তৈরি করা ছোট ছোট ফটোফ্রেমগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি নিজের কোন পেইন্টিং সাজিয়ে রাখতেও ভালো লাগে। কাগজ দিয়ে খুব সহজেই এই ফটোফ্রেমগুলো তৈরি করা যায়। আর দেখতে অনেক ভালো লাগে। এই ফটোফ্রেমগুলো টেবিলের উপর রেখে দিলে দেখতে খুবই ভালো লাগে। আমি তো খুব সহজেই এই ফটোফ্রেম তৈরি করেছি। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ফটোফ্রেম তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. শক্ত কাগজ।
৩. আঠা।
৪. পেন্সিল।
৫. কাঁচি।
৬. পুঁথি।

IMG20241022131530.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241022131701.jpg
Device-OPPO-A15
IMG20241022131752.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি করার জন্য প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি। এরপর মাঝামাঝি ভাঁজ করে নিয়েছি। এবার কাগজের মাঝের অংশে ফ্রেম তৈরি করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-২

IMG20241022132236.jpg
Device-OPPO-A15
IMG20241022132542.jpg
Device-OPPO-A15


এরপর সুন্দর করে সমানভাবে কেটে নিয়েছি। ছবির আকৃতি অনুযায়ী ফ্রেমের মাঝের অংশটা কেটে নিতে হবে। তাহলে দেখতে ভালো লাগবে।


ধাপ-৩

IMG20241022132625.jpg
Device-OPPO-A15
IMG20241022132701.jpg
Device-OPPO-A15


সুন্দর করে ফ্রেমের উপরের অংশ তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। আঠা দিয়ে চারপাশে লাগিয়ে দিয়েছি। এরপর ছবিটি সেটিং করে নিয়েছি। উপরের অংশ ফাঁকা ছিল সেইখান দিয়েই ছবিটি লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20241022132756.jpg
Device-OPPO-A15
IMG20241022132830.jpg
Device-OPPO-A15


এবার ফটোফ্রেমের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিছু রঙিন কাগজ নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপর পেন্সিল দিয়ে প্রজাপতি এঁকেছি।


ধাপ-৫

IMG20241022132906.jpg
Device-OPPO-A15
IMG20241022132949.jpg
Device-OPPO-A15


এবার ফটোফ্রেমের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য বেশ কিছু প্রজাপতি তৈরি করেছি।


ধাপ-৬

IMG20241022133249.jpg
Device-OPPO-A15
IMG20241022133329.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ফটোফ্রেম এর উপর প্রজাপতি গুলো লাগিয়ে দিয়েছি। আর সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20241022_141447.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এর আগেও অনেকবার ফটোফ্রেম তৈরি করেছি। তবে এবার একটু সহজ ভাবে তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে আমার তৈরি করা ফটোফ্রেম সবার কাছে ভালো লাগে। সেই সুন্দর ফটোফ্রেমটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

বাসায় তৈরি করা ফটোফ্রেম খুবই সুন্দর হয়েছে। কাগজের ব্যবহার করে চমৎকার ভাবে ফটোফ্রেম তৈরি করেছন। ফটোফ্রেমের ভিতরে ছবি রাখার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কাগজের ব্যবহার করে সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছি। আর নিজের একটি পেইন্টিং রেখেছি। যাতে করে দেখতে ভালো লাগে।

 2 months ago 

কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি খুবই সুন্দর হয়েছে, আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপে ধাপে এত সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধাপগুলো দেখে তৈরি করা শিখতে পারলাম।

 2 months ago 

আমার তৈরি করা ফটোফ্রেম আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। প্রতিটি ধাপ সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি।

 2 months ago 

আপনি তো দেখছি কাগজ আর পুঁতি ব্যবহার করেই অনেক সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করে নিয়েছেন। আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার তৈরি করা এই ফটো ফ্রেম দেখতে। আর্টটি লাগানোর কারণে দেখতে বেশি সুন্দর লাগছে এটার মধ্যে। প্রজাপতি গুলো সুন্দর ভাবে কাটিং করেছেন। পুরোটা খুব ভালো হয়েছে।

 2 months ago 

কাগজ এবং পুঁথি ব্যবহার করে সুন্দর করে ফটো ফ্রেমটি সাজিয়ে তুলেছি আপু। অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 2 months ago 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর ডাই তৈরি করেন, যেকোনো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ডাই গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর ডাই গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর ফটো ফ্রেম দেখে জাস্ট মুগ্ধ হলাম। আপনি সত্যি অনেক সুন্দর কাজ করেন সব সময়।

 2 months ago 

নতুন কোন কিছু তৈরি করতে সত্যিই অনেক ভালো লাগে। আর আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে ভাইয়া।

 2 months ago 

চমৎকার হয়েছে আপু। এভাবে ফটোফ্রেম করে বাড়িতে রাখলে কী অপূর্ব লাগবে দেখতে৷ আমাদের এখানে যে সব ডাই পোস্ট করি আমরা সেইগুলো।আমাদের ঘর সাজানোর কাজেই ব্যবহৃত হয়ে যায়৷ এটাও খুব সুন্দর হয়েছে৷

 2 months ago 

এই ধরনের কাজগুলো করার পর সাজিয়ে রাখলে দেখতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

বাহ্ আপু আজ আপনি কাগজ দিয়ে চমৎকার একটি ফটো ফ্রেম তৈরি করেছেন। কাগজ দিয়ে তৈরি করা প্রত্যেকটি জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। কাগজের তৈরি জিনিসগুলো ঘরের সৌন্দর্য বাড়ায়। ধন্যবাদ আপু সুন্দর ফটো ফ্রেম তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

নিজের তৈরি করা কোন কিছু সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে আপু।

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের হাতের কাজ করলে দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তৈরি করা ফটোফ্রেম আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। মাঝে মাঝে নিজে নিজে কোনো কিছু তৈরি করে শেয়ার করার চেষ্টা করি।

 2 months ago 

আমার একটি ছবি পাঠিয়ে দিবো নে। আর আপনি সেই ছবি টি আপনার বানানো এই ফ্রেমে বাঁধাই করে রেখেন। দারুন হয়েছে আপনার বানানো ফ্রেমটি। আমার কাছে কিন্তু আপনার বানানো ফ্রেমটি বেশ দারুন লেগেছে। ধন্যবাদ সুন্দর এই ফ্রেমটি তৈরি করার জন্য।

 2 months ago 

আপু আপনি নিজেই চলে আসেন তাহলে আপনার ছবি তুলে বাঁধাই করে রাখবো। আমার তৈরি করা ফটো ফ্রেম আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

আপু আপনার তৈরি করা প্রতিটি কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাগজ দিয়ে ফটোফ্রেম তৈরি করেছেন। আপনার তৈরি করা ফটো ফ্রেম টি অসাধারণ হয়েছে।এই ফ্রেমের মধ্যে ছবি লাগিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগতো।

 2 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি কাগজ দিয়ে সুন্দর একটি ফটোফ্রেম তৈরি করার। আর আপনার সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26