ব্যস্ততায় কাটছে সময়-||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। কয়েকদিন থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। আসলে ব্যস্ততার সময়গুলোতে বোঝা যায় সময়ের কত মূল্য। কিভাবে যে সময় গুলো হারিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তাই আজকে আমি সেই অনুভূতি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আমার সব এলোমেলো চিন্তাধারা গুলো সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


ব্যস্ততায় কাটছে সময়:

pexels-pixabay-37315.jpg

Source


পরীক্ষা মানেই ব্যস্ততার পাহাড়। আর পরীক্ষার সময়গুলোতে যেন ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়। পরীক্ষা মানেই যেন হৃদয়ের মাঝে আলাদা রকমের আতঙ্ক। মনে হয় যেন অজানা ভয় মনে এসে বাসা বাঁধে। আর সেই ভয়কে জয় করা অনেক কঠিন। আমাদের জীবনের প্রত্যেকটি পরীক্ষাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনের কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো আমাদের ভাগ্য বদলাতে পারে। কখনো বদলে যায় ভাগ্য কখনো বা হতাশায় ডুবে যায় জীবন। আসলে পরীক্ষা মানেই জীবনের এক অদ্ভুত সমীকরণ। মনে হয় এই বুঝি জীবনটা আঁধারে ডুবে গেল।


আমার কাছে মনে হয় পরীক্ষা মানেই এক ভয়ানক যুদ্ধ। যে যুদ্ধে হেরে গেলে মনের মৃত্যু হয়। কিংবা মনের পরাজয় ঘটে। আর জীবন যুদ্ধে হার মেনে যায় অনেকে। এই পরীক্ষার উপর অনেকের হয়তো ভালো থাকাটা নির্ভর করে। আমাদের সমাজের হাজারো বেকার মানুষ প্রত্যাশা করে একটি চাকরির। কেউবা আনন্দের হাসি হাসে কেউবা কষ্টে চিৎকার করে কাঁদে। আসলে প্রতিযোগিতার এই যুগে নিজেকে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন। ব্যস্ততার মাঝেও সবাই যে যার মত এগিয়ে যাচ্ছে। জীবনের এই যুদ্ধে সফলতা পাওয়া অনেক বেশি কঠিন। মনে হয় মনে হয় যেন সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেই হারিয়ে যাচ্ছি সেই যুদ্ধের ময়দানে।


ব্যস্ততার সময়গুলোতে আমার সব কিছুই এলোমেলো লাগে। মনে হয় যেন আর একটু সময় পেলে হয়তো ভালো হতো। আসলে যখন হেলায় সময় হারিয়েছি তখন সেই সময়ের মূল্য আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন যখন সময়টা ক্ষীণ হয়ে এসেছে তখন মনে হচ্ছে যেন আরো কিছু সময় পেলে ভালো হতো। আসলে আমরা সময় থাকতে সময়ের মূল্য দিতে জানি না। তাই তো শেষ পর্যায়ে এসে হতাশায় ডুবে যাই কিংবা প্রত্যাশা করি আরো কিছু সময়ের। জীবনের বাস্তবতা সত্যিই অনেক কঠিন। হয়তো ব্যস্ততায় সময় কাটে কিংবা হতাশায়।


আমার কাছে মনে হয় ব্যস্ততার মাঝে নিজের জীবনের সমীকরণ মিলানো আরো বেশি কঠিন ব্যাপার। সবকিছু সামলানোর পর জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া অনেক বেশি কঠিন ব্যাপার। মাঝে মাঝে আমরা জীবনের সমীকরণ মেলাতে অপারগ হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় ব্যস্ততায় যেন জীবনের সব আনন্দ গুলো হারিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ব্যস্ততা যেন আমাদের অস্তিত্বকে গ্রাস করে নিয়েছে। মাঝে মাঝে মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই সময় গুলো তাহলে হয়তো জীবনটাকে নতুন করে সাজাতাম। সব ব্যস্ততাকে পেছনে ফেলে নিজের মতো করে বাঁচতাম। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতাম।


জানিনা আমার এলোমেলো চিন্তাধারা গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আজকে মনটা কেন জানি খারাপ লাগছে। কেন জানি এলোমেলো সব চিন্তাগুলো মনের মাঝে এসে ভিড় করছে। তবুও নিজের অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। আসলে সব শেষে একটি কথাই বলতে চাই আমাদের জীবনের সমীকরণ মিলানো সত্যি অনেক কঠিন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

সত্যি আপু ব্যস্ত সময়ের বুঝা যায় সময়ের কতো মূল্য। আসলে আপু আমরা কখনো সময় থাকতে সময়ের মূল্য বুঝি না।আপনার লেখাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপু বাস্তবতা নিয়ে চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপু ব্যস্ত সময়ের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন আপু ব্যস্ততার সময়ের মূল্য বোঝা যায়। সত্যি আপু অনেক ব্যাস্ততায় সময় কাটিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

এজন্যই আপু সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। সময়ের সঠিক ব্যবহার করতে পারলেই নিশ্চিন্ত থাকা যায়। তবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ব্যস্ততাও বেড়ে যাচ্ছে। এটাই জীবনের নিয়ম। মৃত্যু অবধি হয়তো ব্যস্ততা আমাদের পিছু ছাড়বে না

 8 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে আর আফসোস করতে হবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 8 months ago 

আপনার লেখা পড়ে বুঝতে পেরেছি আপু আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য একটা চাকরি অনেক মূল্যবান সম্পদ। অনেকেই অনেক কষ্ট করে পড়ালেখা করে একটা ভালো চাকরি করার জন্য। একটা ভালো চাকরি মানে হচ্ছে জীবনটা মোটামুটি সুন্দরভাবে অতিবাহিত করা। তো আপনার জন্য দোয়া রইল ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। আপনার যেন সুন্দর একটি চাকরি হয়। ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় সেই কামনা করছি।

 8 months ago 

ঠিক বলেছেন আপু আমাদের মত সাধারণ মানুষের কাছে একটা জব পাওয়া অনেক দরকারি। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64