জেনারেল রাইটিং-নতুন ফসলের আগমন||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে ভালো লাগে। তাই আজকে ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


নতুন ফসলের আগমন:

IMG_20231125_185437.jpg
Device-OPPO-A15
Location


শীতের শুরুতেই নতুন ফসলের আগমনে কৃষকের মুখে ফুটে উঠেছে। অনেক আনন্দের হাসি। সবুজ শ্যামল ফসলের মাঠ দেখে কৃষকের মনে নতুন স্বপ্নের সূচনা হয়। আর সময়ের সাথে সাথে স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে। হয়তো অনেক আশা নিয়ে প্রতীক্ষায় থাকে সেই কৃষক কখন নতুন ধান ঘরে তুলবে। এই প্রত্যাশায় কাটে তাদের দিন। ছোট চারা গাছ থেকে ফসলের মাঠ ধীরে ধীরে সবুজ শ্যামল হয়ে ওঠে। সেই সবুজ গাছের পাতার ফাঁকে ফাঁকে বেরিয়ে আসে সোনালী ফসল। ঝড়-বৃষ্টি বা রোদে পুড়ে চাষ করা সেই মাঠে যখন শোনার ফসল ফলে তখন কৃষকের মন আনন্দে ভরে ওঠে। কেউ বা প্রত্যাশায় থাকে এবার ঘরে ফসল তুলে ভালো ডাক্তার দেখাবো। কারণ বুকের ব্যথাটাতে বড্ড বেড়েছে। নতুন প্রত্যাশায় নতুন ফসলের আগমনে তাদের বুকে যেন নতুন আসার সঞ্চার হয়।


মাথার ঘাম পায়ে ফেলে একজন কৃষক তার মাঠে চাষ করে। যখন সেই চাষিরা আবাদি জমিতে সোনার ফসল দেখতে পায় তখন যেন তাদের সব কষ্ট মুছে যায়। আর ফসলের আগমনে ফুটে ওঠে আনন্দের হাসি। নতুন ফসলের আগমনে যেন কৃষকদের মাঝে আনন্দের জোয়ার আসে। ফসলের আগমনে যখন তাদের ব্যস্ততা অনেক বেড়ে যায় তখনও তাদের মুখে যেন আনন্দের হাসি লেগে থাকে। নতুন ফসল ঘরে তোলার আনন্দে তাদের মন আনন্দ নেচে ওঠে। তখন তাদের কষ্টগুলো সার্থক হয়। সেই সাথে গ্রাম জুড়ে শুরু হয়ে যায় পিঠাপুলির উৎসব। সেই সাথে পরিবারের সদস্যদেরকেউ নতুন জামা কাপড় কিনে দেওয়ার উৎসব শুরু হয়ে যায়। তাদের এই দিনগুলো যেন অনেক বেশি আনন্দের। একদিকে নতুন নতুন পিঠাপুলি অন্যদিকে পরিবারের সবাই মিলে ভালো সময় কাটানো এই সময়টা যেন পুরো গ্রাম জুড়ে উৎসব শুরু হয়ে যায়।


মাথার ঘাম পায়ে ফেলে যেই কৃষক ফসল ফলান মাঝে মাঝে হয়তো সেও হতাশায় হারিয়ে যান। হয়তো কোন সর্বনাশা ঝড় এসে তাদের ফসল নষ্ট করে দেয়। কিংবা বিষাক্ত পোকামাকড় তাদের কষ্টে ফলালো ফসলগুলো নষ্ট করে দেয়। সেই সব অসহায় মানুষগুলোর কথা ভাবলে সত্যি অনেক খারাপ লাগে। আমাদের দেশে এমন অনেক কৃষক আছে যারা ফসল ফলানোর মতো পর্যাপ্ত পরিমাণে সার দিতে পারে না। চড়া সুদে ঋণ করে নিজের ফসলের জমিতে ফসল ফলায়। একদিকে ঋণের টাকা পরিশোধ করার চিন্তা অন্যদিকে পরিবার ও সংসার চালানোর চিন্তা। সব মিলিয়ে যখন একজন কৃষক দিশেহারা হয়ে যায় তখন আগমন ঘটে নতুন ফসলের। তখন মনে আনন্দ নিয়ে ধান কাটতে শুরু করে কৃষক।


গ্রামের সেই মানুষগুলোকে যখন দেখি নতুন ধান কাটার আনন্দে মেতে উঠেছে তখন সত্যি অনেক ভালো লাগে। হয়তো আমরা সেসব মানুষের কষ্ট উপলব্ধি করতে পারিনা। কিন্তু তাদের আনন্দ দেখে সত্যি অনেক ভালো লাগে। তাদের কষ্টের ভাগীদার হয়ত আমরা হতে পারি না। কিন্তু তাদের আনন্দের সময় গুলোতে তাদের চঞ্চলতা কিংবা মনের মাঝে যে আলাদা রকমের ভালোলাগা দেখতে পাই সেটা দেখে হৃদয় জুড়ে যায়। এভাবেই হয়তো আমাদের দেশের হাজারো কৃষক নতুন স্বপ্নে জাল বুনে। হয়তো নতুন প্রত্যাশায় নতুনভাবে ফসল ফলায়। আবারো প্রতীক্ষায় থাকে নতুন ফসলের আগমনের। কখনো বা প্রতীক্ষায় থাকে তার ঋণের বোঝা মাথা থেকে নামানোর। কারণ এক টুকরো মাঠের প্রান্তর যে তাদের একমাত্র সম্বল। তাইতো নতুন ফসলের আগমনে কৃষকের মনে নতুন আলোর সঞ্চার হয়। আর সেই আলোয় আলোকিত করতে চায় তাদের ভবিষ্যৎ।


আমাদের এই দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আর কৃষির নির্ভর মানুষগুলোর হৃদয়ের কথা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু মাঝে মাঝে তাদের কষ্টের দিনগুলো দেখলে সত্যি অনেক খারাপ লাগে। যখন তারা সারা বছর কষ্ট করে ফসল ফলায় তখন সত্যি অনেক খারাপ লাগে। আর যখন তারা সোনালী ফসল ঘরে তোলে তখন কৃষকের মুখে অনাবিল আনন্দ ফুটে উঠে। আর সেই আনন্দে হেসে ওঠে যেন ফসলের মাঠ। যাইহোক জানিনা আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে বর্তমানে কৃষকরা তাদের নতুন ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে। তাই তো সেই দৃষ্টিকোণ থেকে কিছু কথা লেখার চেষ্টা করেছি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 11 months ago 

আপু আপনি চমৎকার একটা বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন। বর্তমান সব গ্রামে এখন নতুন ফসল নিয়ে আসছে।তবে আপনি ঠিকই বলেছেন। আমরা হয়তো একটা কৃষকের কষ্ট বুঝতে পারবো না। কারণ তারা অনেক কষ্ট করে একটা আবাদি জমিতে মেহনত করে।আর যখন তাদের মেহনত গুলো সাকসেস হয় তখন তারা অনেক আনন্দে থাকে।আর বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।এখন প্রতিটি ঘরে নতুন ফসল এসে এবং সবার মুখে হাসি ফুটেছে।আপনার পুরো পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি আমাদের সমাজের সেসব মানুষগুলোর কথা তুলে ধরার। আপনার মন্তব্য পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

ঠিক বলেছেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল। আর কৃষকেরা নতুন ফসল ফলানোর পর অপেক্ষায় থাকে নতুন ফসল ঘরে তোলার জন্য। নতুন ফসল ঘরে তোলার পর তাদের মুখে হাসি ফুটে ওঠে।একদম ঠিক কথা তুলে ধরেছেন আপু কৃষকেরা ফসল না ঘরে তোলা পর্যন্ত কিছু ভাবতেই পারে না।অসুস্থতা নিয়ে অপেক্ষায় থাকে ফলস উঠলে ডাক্তার দেখাবে কতো সপ্ন তাদের চোখে।ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 10 months ago 

সত্যি আপু কৃষকরা নতুন ফসলের আগমনের জন্য অপেক্ষায় থাকে। সেই সাথে তাদের মুখে হাসি ফুটে ওঠে। অনেকে হয়তো নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করে। কিংবা নিজের চাহিদা পূরণের চেষ্টা করে।

 11 months ago 

বাহ্! একেবারে সময়োপযোগী একটি পোস্ট শেয়ার করেছেন আপু। নতুন ফসলের আগমনে কৃষকদের মুখে হাসি ফোটে ঠিকই, তবে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্যান্য কারণে ফসল নষ্ট হয়ে যায়, তখন তাদের দুঃখের সীমা থাকে না। তবে কৃষকেরা প্রচুর পরিশ্রম করে,এটা বলতেই হয়। এতো পরিশ্রম করার পরও যদি ফলন ভালো হয়,তাহলে সেই কষ্ট একেবারে দূর হয়ে যায়। ভালো থাকুক প্রতিটি কৃষক এবং তার পরিবার, সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সময় উপযোগী একটি পোস্ট শেয়ার করার। সত্যি ভাইয়া যদি তাদের ফসল কোন কারনে নষ্ট হয়ে যায় তাহলে তারা আরও বেশি কষ্টের মধ্যে পরে যায়।

 11 months ago 

আমাদের দেশ কৃষির ওপর নির্ভরশীল।আর নির্ভর আমরা কৃষকদের উপরেই।এখন নতুন ফসলের আনন্দে কৃষকের মুখে আনন্দের হাসি। এই সময়ে ধান কাটার সময়।এই সোনার ফসল দেখে কৃষকরা সকল কষ্ট ভুলে যায়।তাদের সকলের মুখে হাসি।এই ফসল যদি আবার কোন কারনে নষ্ট হয়ে যায়। তখন তাদের কষ্টের কোন সীমা থাকে না।ভালো থাকুক সকল কৃষক পরিবার।তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলেছেন আপু আমাদের দেশের অনেক মানুষ কৃষির উপর নির্ভরশীল। নতুন ফসলের আগমনে তাদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 10 months ago 

হ্যাঁ আমাদের দেশের অধিকাংশ লোক কৃষি কাজের সাথে নিয়োজিত আর কৃষক পরিবারে যখন সোনালী ফসল ঘরে ওঠে তখন তাদের মুখে অনাবিল হাসি ফুটে যায় এটা সত্য। সুন্দর টপিক নিয়ে লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো আপু শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কৃষি কাজের সাথে সম্পৃক্ত এই মানুষগুলো সোনালী ফসল দেখলে অনেক খুশি হয়ে যায়। আর তাদের চোখে মুখে আনন্দ ফুটে উঠে।

 10 months ago 

জী আপু গ্রামে ঘরে ঘরে নতুন ফসল উঠতেছে। আমাদের গ্রামের দিকেও ধান কাটা পড়েছে। তবে আমাদের ধান উঠতে আরো কয়েকদিন দেরি হবে। আপনাদের দিকে দেখলাম জালির উপরে ধান শুকায়। আমাদের দিকে এমন না। মাটিতে অথবা ছাদের উপরে ধান শুকায়। আপনার অনুভূতি গুলো দারুন ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60857.34
ETH 2383.21
USDT 1.00
SBD 2.68