DIY-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকে আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সবার কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20230801_121338.jpg
Device-OPPO-A15
IMG_20230801_121735.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাইতো আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি এবং সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আমি আজকে সুন্দরভাবে রঙিন কাগজের ব্যবহার করে আমার বাংলা ব্লগের একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। তাই তো রঙিন কাগজের ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।

IMG20230801112056.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230801112343.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে সাদা রঙের একটি কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230801112524.jpg
Device-OPPO-A15
IMG20230801112559.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে চারপাশের বর্ডার তৈরি করার জন্য কালো কাগজ লম্বা করে কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20230801112750.jpg
Device-OPPO-A15
IMG20230801113015.jpg
Device-OPPO-A15


কাগজগুলো কাটা হয়ে গেলে এবার সাদা কাগজের চারপাশে কালো কাগজগুলো লাগানোর চেষ্টা করেছি। যাতে করে চারপাশের বর্ডার দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230801113127.jpg
Device-OPPO-A15
IMG20230801113327.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিল দিয়ে সুন্দর করে আমার বাংলা ব্লগ লেখাটি লেখার চেষ্টা করেছি। এরপর কালো কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230801113609.jpg
Device-OPPO-A15
IMG20230801113752.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে আমার বাংলা ব্লগ লেখাটি আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230801113918.jpg
Device-OPPO-A15
IMG20230801113944.jpg
Device-OPPO-A15


এবার কিছু রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি ফুল তৈরি করার জন্য। কাগজ কাটা হয়ে গেলে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230801113958.jpg
Device-OPPO-A15
IMG20230801114107.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো ভাঁজ করেছি এবং সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করেছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230801114126.jpg
Device-OPPO-A15
IMG20230801114612.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বেশ কিছু ফুল তৈরি করে নিয়েছি। যাতে করে এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230801114703.jpg
Device-OPPO-A15
IMG20230801114852.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো তৈরি হয়ে গেলে কিছু পাতা তৈরি করার জন্য সবুজ রঙের কাগজ কেটে নিয়েছি। এরপর সুন্দর করে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230801115032.jpg
Device-OPPO-A15
IMG20230801115130.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য কেঁচি দিয়ে কেটে নিয়েছি।


ধাপ-১১

IMG20230801115229.jpg
Device-OPPO-A15
IMG20230801115317.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি এবং আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


শেষ ধাপ

IMG20230801115346.jpg
Device-OPPO-A15
IMG20230801115508.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো বিভিন্ন অংশে লাগিয়ে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং ওয়ালমেট আকর্ষণীয় হয়।


উপস্থাপনা:

IMG_20230801_120240.jpg
Device-OPPO-A15


আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি এবং বিভিন্ন অংশে পুঁথির ব্যবহার করেছি। যাতে করে সবার কাছে ভালো লাগে। এরপর সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু ঠিকই বলেছেন, আমার বাংলা ব্লগ কে ভালোবেসে কিছু করতে পারলে তার জন্য ভালোলাগাটা অনেক অনেক বেশি থাকে। আর এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগ লেখা সম্বলিত একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ওয়ালমেট তৈরি করতে গিয়ে আপনি ফুলগুলোর মাঝে সাদা পুঁথির ব্যবহার করেছেন যার কারণে ওয়ালমেটটিকে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 last year 

সত্যি ভাইয়া আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য। ফুল গুলোর মাঝে সাদা পুঁথি ব্যবহার করাতে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এর ভিতরে আমার বাংলা ব্লগ লেখাতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি রঙিন কাগজের ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে সত্যি অনেক ভালো লাগে। মতামত প্রকাশের জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

অসাধারণ একটি কাজ শেয়ার করেছেন আপনি আপু। ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ খুব সুন্দর একটা কাজ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছে এই ওয়ালমেটটি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। ওয়ালমেট এর মাঝখানে আমার বাংলা ব্লগ লেখায় দেখতে আরো আকর্ষণীয় লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখেই তো চোখ ফেরাতে পারছি না। আসলে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন সেটা আপনার মধ্যে পরিপূর্ণ রয়েছে। প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।শুভকামনা রইল আপু আপনার জন্য।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। আসলে কোন কাজ করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। যদিও ভালো পারিনা তবে মাঝে মাঝে চেষ্টা করি ভাইয়া।

 last year 

আপু আপনি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে এমন এমন কিছু তৈরি করে দেখান সত্যিই মুগ্ধ হই। আজকে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে ডিজাইন অনেক সুন্দর ছিল। যে কেউ দেখলে পছন্দ করবে আপনার এই কাজ।

 last year 

প্রতি সপ্তাহেই আমি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার চেষ্টা করি ভাইয়া। আপনাদের ভালো লাগে বলেই উৎসাহ পাই। এভাবেই সব সময় মন্তব্য করে পাশে থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আমার বাংলা ব্লগ লেখা এই ওয়ালমেট দেখতে এক কথায় অসাধারণ লাগছে। এ ধরনের ওয়ালমেট দেওয়ালে লাগালে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। মাঝের অংশে আমার বাংলা ব্লগ লেখাটি লেখার চেষ্টা করেছি যাতে করে দেখতে ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ওয়ালমেটটির মাঝে আমার বাংলা ব্লগ লিখেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এবং উপস্থাপন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন যেটি দেখতে খুবই ভালো লাগছে ।আমার বাংলা ব্লগ লেখাতে ওয়ালমেট টি যেন আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এ ধরনের ওয়ালমেট ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ লেখাটি লিখেছি যাতে করে ওয়ালমেট দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে সত্যিই অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার কাজ অসাধারন লেগেছে আমার কাছে। মাঝের আমার বাংলা ব্লগ লেখাটা বেশি চমৎকার হয়েছে। খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি এই ওয়ালমেটটি। শুভকামনা রইলো আপু।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। চেষ্টা করেছি আমার বাংলা ব্লগ লেখাটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47