আর্ট-ভোরের দৃশ্য আর্ট||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আর্ট করতে আমার অনেক ভালো লাগে। তবে আপনাদের মাঝে শেয়ার করার কোন ইচ্ছা আমাদের ছিল না। দেখতে খুব একটা ভালো হয়নি। তবে পরীক্ষার ব্যস্ততার কারণে তেমন কিছুই তৈরি করতে পারছিলাম না। তাইতো এই আর্ট সবার মাঝে উপস্থাপন করলাম।


ভোরের দৃশ্য আর্ট:

IMG_20240207_202105.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে সময় পেলে আর আর্ট করি। তবে কয়েকদিন থেকে এতটাই ব্যস্ততার মধ্যে সময় কাটছে যে সেভাবে কিছুই করতে পারছি না। আর যেহেতু পোস্ট করতেই হবে তাই খুঁজে খুঁজে একটি আর্ট বের করলাম। যদিও এই আর্ট খুব একটা ভালো হয়নি। কোন এক অবসর সময়ে আর্টটি করা হয়েছিল। তবে খুব একটা ভালো হয়নি বলে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আর আজকে যখন ব্যস্ততার মধ্যে সময় কাটছে তাই ভাবলাম এই আর্ট সবার মাঝে শেয়ার করি। আসলে কোন কিছু মনের মত না হলে সেই আর্ট সবার মাঝে উপস্থাপন করতে ভীষণ খারাপ লাগে। তবে মাঝে মাঝে সময়ের অভাবে কোন কিছুই করা হয়ে ওঠে না। তাইতো এই আর্ট সবার মাঝে উপস্থাপন করলাম। আর ভোরের দৃশ্য দেখতে সত্যি অনেক ভালো লাগে। তখন আলো আধারির খেলা চলে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20240207104247.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240207104646.jpg
Device-OPPO-A15
IMG20240207104739.jpg
Device-OPPO-A15


ভোরের দৃশ্য আর্ট করার জন্য প্রথমে আমি উপরের দিকের অংশে কালো কালি করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-২

IMG20240207104843.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকের অংশে কালো কালির ব্যবহার করেছি। সাবধানতার সাথে কালো কালীর ব্যবহার করেছি যাতে করে এলোমেলো না হয়।


ধাপ-৩

IMG20240207104934.jpg
Device-OPPO-A15
IMG20240207104952.jpg
Device-OPPO-A15


এবার মাঝের অংশে হলুদ রঙের মিশ্রণে পেইন্টিং করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240207105043.jpg
Device-OPPO-A15
IMG20240207105154.jpg
Device-OPPO-A15


এবার হলুদ এবং কমলা রঙের মিশ্রণে সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করেছি। যাতে করে ভোরের প্রকৃতি দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20240207105355.jpg
Device-OPPO-A15
IMG20240207105446.jpg
Device-OPPO-A15


এবার গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর কালো রঙের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG20240207105513.jpg
Device-OPPO-A15
IMG20240207105856.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG_20240218_160319.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে গাছের পাতাগুলো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG_20240218_155439.jpg
Device-OPPO-A15
IMG_20240218_101233.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে সূর্য অঙ্কন করেছি। ভোরের সূর্য যখন উঠে তখন চারপাশে আর রক্তিম আভা তৈরি হয়। আর দেখতে ভালো লাগে। আর সেই সাথে কিছু পাখি অঙ্কন করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240207_202137.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় মন মতো পেইন্টিং করা হয়ে ওঠে না। আসলে মনের মত কোন কিছু না হলে ভীষণ খারাপ লাগে। হয়তো ভোরের প্রকৃতি আরো বেশি সুন্দর হতে পারতো। তবে আমি সেভাবে উপস্থাপন করতে পারিনি। আর বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে মাঝে সব কিছু এলোমেলো হয়ে যায়। আসলে পেইন্টিং হলো একটি শখের কাজ। আর এই পেইন্টিং করার সময় মানসিকভাবে প্রস্তুতি অনেক বেশি দরকার। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

বেশ অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ খুব সুন্দরভাবে এই আর্টটি আপনি এখানে ফুটিয়ে তুলেছেন। এই আর্টটি দেখে খুব ভালো লাগলো৷ কারণ এরকম আর্ট সাধারণত সব সময় দেখা যায় না৷ অল্প কিছু সময় এরকম সুন্দর সুন্দর আর্ট দেখা যায়৷ আপনি যেভাবে এই সুন্দর আর্ট তৈরি করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে এর মধ্যে আপনি সবগুলো রঙের সংমিশ্রণ দিয়েছেন এবং ডিজাইনগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 4 months ago (edited)

ভোরের দৃশ্য আর্ট এটা ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক ভাল লাগলো।এই ধরনের আর্টগুলি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনি বরাবরই সুন্দর কাজ করে থাকেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পরিক্ষার ব্যাস্ততার মাঝেও আপনি আমাদের জন্য সুন্দর কাজ নিয়ে উপস্থিত হয়েছেন। ভোরের দৃশ্য খুব সুন্দর ভাবে আর্ট করেছেন। একদম অসাধারণ হয়েছে এটি। বিশেষ করে গাছ দুটি।

 4 months ago 

ঠিক বলেছেন আপু নিজের কাছে পছন্দ না হলে কোন কাজ তা অন্যদের সাথে শেয়ার করতে ভালো লাগে না। তবে আপনার শেয়ার না করা আর্টটি দেখতে বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দরভাবে রং তুলির ছোঁয়ায় ভোরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু আর্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

চমৎকার একটি পেইন্টিং করলেন আপু দেখে অনেক ভালো লেগেছে। আপনি আজকে ভোরের দৃশ্যের পেইন্টিং করলেন। যখন সূর্য উদয় হয় তখন প্রকৃতিতে লাল বর্ণের দৃশ্য ধারণ করে। এই সময় পাখির কিচিমিচি পরিবেশ একটি শান্তির পরিবেশ প্রকৃতিতে বিরাজ করে। আপনি এত সুন্দর একটি পেইন্টিং করে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখে।

 4 months ago 

ভোরের দৃশ্যের আর্ট টি জাস্ট অসাধারণ লাগছে আপু দেখতে।অনেকটা ভালো লাগছে আপু আর্ট টি।আপনি ব্যস্ততার জন্য আর্ট টি শেয়ার করেছেন বলছেন যে ভালো হয়নি।অনেকটা জীবন্ত লাগছে আর্ট টি।আমার কাছে কালার কম্বিনেশন সব মিলিয়ে দুর্দান্ত লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অপরূপ সুন্দরময় একটি চিত্র অঙ্কন করেছেন। আসলে ভোর বেলার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনি আপনার চিত্রের মাধ্যমে ভোরবেলার অপরূপ সুন্দর সময় মুহূর্ত ফুটিয়ে তুলেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভোরের দৃশ্য আর্ট খুবই সুন্দর লাগতেছে আপু। আপনার পেইন্টিং গুলো একটু দেখতে বেশি ভালো লাগে। কালারফুল একটি পেইন্টিং করেছেন। আশাকরি সবার কাছে ভালো লাগবে। আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভোরের দৃশ্য আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
আপনার আর্টগুলো বরাবরই অনেক চমৎকার হয়। আর্টের কালার কম্বিনেশনটা চোখে পড়ার মতো। বেশ দারুন লেগেছে আমার কাছে আপনার অংকনট। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। চমৎকার আর্ট করেন আপনি। ভোরের দৃশ্য আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65435.53
ETH 3559.74
USDT 1.00
SBD 2.48