আর্ট-গিটারের ম্যান্ডেলা আর্ট||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন পর আজকে ম্যান্ডেলা আর্ট করলাম। একটা সময় ম্যান্ডেলা আর্ট অনেক করা হতো। কিন্তু এখন কেন জানি শুধুমাত্র রং তুলি দিয়ে আর্ট করা হয়। তাই আজকে হঠাৎ করে মনে হলো একটি গিটারের ম্যান্ডেলা আর্ট করি। সেই ভাবনা থেকে সুন্দর করে গিটারের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


গিটারের ম্যান্ডেলা আর্ট:

IMG_20231122_160738.jpg
Device-OPPO-A15


রঙিন কলম এবং কালো কলম দিয়ে সুন্দর করে গিটারের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। শেষ কবে ম্যান্ডেলা আর্ট করেছিলাম সেটা এখন মনে পড়ছে না। আসলে অনেকদিন থেকেই এই ধরনের আর্ট করা হয় না। তবে একটা সময় করা হতো। বিভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট করতাম। আর সবার মাঝে উপস্থাপন করতাম। কিন্তু এখন কেন জানি আর করা হয়ে ওঠে না। ম্যান্ডেলা আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর অনেকদিন পর যখন ম্যান্ডেলা আর্ট করছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল। গিটারের সৌন্দর্য এবং ম্যান্ডেলা আর্ট সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটি গিটার সুন্দর করে রঙিন করে তোলার চেষ্টা করেছি। আর ম্যান্ডেলা আর্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. কলম।
৩. পেন্সিল।

IMG20231122141317.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20231122_143202.jpg
Device-OPPO-A15
IMG20231122141651.jpg
Device-OPPO-A15


গিটারের ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে হালকাভাবে একে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20231122141721.jpg
Device-OPPO-A15
IMG20231122141801.jpg
Device-OPPO-A15


গিটারটি সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি। এরপর কালো কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG_20231122_143306.jpg
Device-OPPO-A15
IMG20231122142026.jpg
Device-OPPO-A15


এবার কালো কলমের ব্যবহার করে গিটারটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20231122142106.jpg
Device-OPPO-A15
IMG20231122142229.jpg
Device-OPPO-A15


এবার এই গিটারের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য কালো কলমের ব্যবহার করেছি এবং বিভিন্ন অংশ সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20231122142256.jpg
Device-OPPO-A15
IMG20231122142356.jpg
Device-OPPO-A15


এবার কালো কলম দিয়ে বিভিন্ন অংশে ফুলের নকশা তৈরি করেছি। যাতে করে আমার এই আর্ট দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20231122142413.jpg
Device-OPPO-A15
IMG20231122142515.jpg
Device-OPPO-A15


এবার ফুলের নকশা গুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য রঙিন কলমের ব্যবহার করেছি এবং সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231122142615.jpg
Device-OPPO-A15
IMG20231122142657.jpg
Device-OPPO-A15


এবার কলম দিয়ে আরো কিছু অংশে সুন্দর করে ছোট ছোট ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি এবং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20231122142757.jpg
Device-OPPO-A15
IMG20231122142903.jpg
Device-OPPO-A15


এবার গিটারের ভেতরের অংশের সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


শেষ ধাপ

IMG_20231122_143914.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে করেছি এবং গিটারের ম্যান্ডেলা আর্ট সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20231122_153855.jpg
Device-OPPO-A15
IMG_20231122_144131.jpg
Device-OPPO-A15


গিটারের ম্যান্ডেলা আর্ট করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। এই ম্যান্ডেলা আর্ট অনেকদিন পর করলাম। আর এই ধরনের আর্ট করতে আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পর কলম দিয়া আর্ট করতে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার করা ম্যান্ডেলা আর্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

গিটার অংকন টা কিন্তু সেই রকম সুন্দর ছিল আপু। আমি তো আপনার কার্যক্রম দেখে অবাক হয়ে গেছি। খুব সুন্দর ভাবে আপনি গিটারের প্রাথমিক চিত্র অঙ্কন করেছেন এরপর মধ্যবর্তী সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন হাতের দক্ষতা দ্বারা।

 9 months ago 

গিটার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 10 months ago 

রঙিন কলম এবং কালো কলম ব্যবহার করে পুরো গিটারের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে ভালো লেগেছে আমার কাছে। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং এটা জাস্ট মনোমুগ্ধকর লাগছে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন অংকন করেছেন যা দেখতে ভালো লাগছে।

 9 months ago 

গিটারের ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক ভালো লেগেছে। কালো কলম এবং রঙিন কলম ব্যবহার করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বেশ অনেকদিন পর ম্যান্ডালা আর্ট করলেও বেশ ভালই হয়েছে। মাঝে মাঝে করলে আমরাতো কিছু সুন্দর আর্ট দেখতে পারি। সুন্দর হয়েছে আপনার গিটারে রঙ্গিন ম্যান্ডালা অংকন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার আর্ট দেখে অনেক ভালো লেগেছে আপনার জেনে ভালো লাগলো আপু। মাঝে মাঝে চেষ্টা করব এই ধরনের আর্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 10 months ago 

অসাধারণ একটি গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্টগুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 9 months ago 

গিটারের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাদের মন্তব্য গুলো পড়লে আরো বেশি উৎসাহ পাই। ধন্যবাদ আপু।

 10 months ago 

আপু হঠাৎ করে ভাবনা আর তারপর ম্যান্ডেলা আর্ট করেছেন বেশ ভালো লাগছে দেখতে। অনেক সুন্দর ভাবে গিটারের আর্ট আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সত্যি ভাইয়া হঠাৎ করে মাথায় এই চিন্তাটি এল তাইতো আমি গিটারের ম্যান্ডেলা আর্ট করে ফেললাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকের টি ও তার ব্যতিক্রম নয়। সুন্দর গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আমার আর্ট গুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম আপু। চেষ্টা করেছি নতুন কিছু করার। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 10 months ago 

আপু বিভিন্ন কালারের কলম দিয়ে বেশ সুন্দর গিটারের ম্যান্ডেলা আর অঙ্কন করেছেন যা দেখতে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

বিভিন্ন কালারের কলম ব্যবহার করেছি যাতে করে আমার আর্ট দেখতে আরো বেশি সুন্দর হয়। অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 10 months ago 

সবার মাঝেই ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে। তবে সেটা প্রকাশের অন্যতম মাধ্যম আমার বাংলা ব্লগ। গিটারের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা বন্ধুরা মিলে যখন আড্ডা দেই তখন গিটার বাজিয়ে গান করি অনেক। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার মাঝেই ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে। কিন্তু অনেক সময় সেটা করা হয়ে ওঠে না। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 10 months ago 

আপু আপনাকে আজ প্রথম ম্যান্ডেলা আর্ট করতে দেখলাম।সব সময় রঙ তুলি দিয়েই আঁকতে দেখেছি।আপনি আগে অনেক ম্যান্ডেলা আর্ট করতেন।,বললেন।আমার দেখা হয়নি।আজকে আপনার ম্যান্ডেলা আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো।আপনি চমৎকার ভাবে গিটারের ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।আমার ভীষণ ভালো লেগেছে আপনার এই আর্টটি।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপু আমি অনেক আগে এই ধরনের আর্ট অনেক করেছি। তবে রং তুলি দিয়ে আর্ট করতে আমার ভালো লাগে। আর এই ধরনের আর্ট করা হয়ে ওঠেনি অনেকদিন। তাইতো হঠাৎ করে ভাবলাম ভিন্ন ধরনের কিছু করি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 10 months ago 

গিটার এর খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রং করার ফলে গিটার টা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

 9 months ago 

গিটারের ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক ভালো লেগেছে। আর সুন্দর করে রঙিন করে তুলতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54358.77
ETH 2293.67
USDT 1.00
SBD 2.30