DIY-স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ১৫ ই আগস্ট ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করব না তা কি করে হয়। তাই তো সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড:

IMG_20230815_122147.jpg
Device-OPPO-A15


প্রত্যেকটি দেশের স্বাধীনতার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। তাই তো নিজের দেশকে স্বাধীন করার জন্য অনেকেই জীবন দিয়েছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বাঁচার মাঝে আলাদা রকমের আনন্দ আছে। আর ইন্ডিয়ার স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। জানিনা দেখতে কেমন হয়েছে। তবে চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার জন্য। আশা করছি আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড সবার ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. শক্ত কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230815093647.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230815093833.jpg
Device-OPPO-A15


স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে সুন্দর করে সাদা কাগজ কেটে নিয়েছি। যাতে করে কার্ড তৈরি করা যায়।


ধাপ-২

IMG20230815094017.jpg
Device-OPPO-A15
IMG20230815094107.jpg
Device-OPPO-A15


এবার ইন্ডিয়ার পতাকার সৌন্দর্য তৈরি করার জন্য হালকা কমলা রং ও সবুজ রঙের কাগজ কোনাকুনি ভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230815094140.jpg
Device-OPPO-A15
IMG20230815094238.jpg
Device-OPPO-A15


এবার কেটে রাখা কাগজ সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং কার্ডটি অনেক সুন্দর হয়।


ধাপ-৪

IMG20230815094424.jpg
Device-OPPO-A15
IMG20230815094434.jpg
Device-OPPO-A15


এবার শুভেচ্ছা বার্তা লিখে দেওয়ার জন্য প্রথমে পেন্সিলের ব্যবহার করেছি। যাতে করে এলোমেলো হয়ে না যায়।


ধাপ-৫

IMG20230815094649.jpg
Device-OPPO-A15
IMG20230815095132.jpg
Device-OPPO-A15


এবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা সুন্দর করে কলম দিয়ে লিখে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-৬

IMG20230815095143.jpg
Device-OPPO-A15
IMG20230815095157.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে এই কার্ডটি সাজিয়ে তোলার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর ফুল তৈরি করার জন্য ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৭

IMG20230815095211.jpg
Device-OPPO-A15
IMG20230815095228.jpg
Device-OPPO-A15


এবার ভাঁজ করা হয়ে গেলে সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230815095305.jpg
Device-OPPO-A15
IMG20230815100412.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বেশ কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি। যাতে করে কার্ডটি সুন্দর করে সাজিয়ে তোলা যায়।


ধাপ-৯

IMG20230815100456.jpg
Device-OPPO-A15
IMG20230815100519.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ধীরে ধীরে ফুলগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230815100605.jpg
Device-OPPO-A15
IMG20230815100746.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুল গুলোর মাঝের অংশে পুঁথির ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। এভাবে সুন্দরভাবে এই কার্ড তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230815_122004.jpg
Device-OPPO-A15


স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে ফটোগ্রাফি করেছি। বিশেষ দিনে এই শুভেচ্ছা কার্ড সবার মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লেগেছে। যদিও খুব সহজেই এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। তবে সবার মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আপনাদের ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ স্মরণ করে দিয়েছেন আজকের এই বিজয় দিনের কথা। অবশ্যই ইতিহাসে বার বার পড়েছি কিন্তু স্মরণে ছিলনা আজকের এই দিনের কথাটা। যাইহোক ব্রিটিশদের হাত থেকে এভাবেই আস্তে আস্তে মানুষ নিজেদের স্বাধীনতা অর্জন করতে শিখেছিল আর তার তারি ফলে বাংলা ভারত পাকিস্তান বিভিন্ন স্থানের মানুষ নিজেদের স্বাধীনতা অর্জন করতে পেরেছে। তবে আজকে যে ভারতের স্বাধীনতা দিবস সেটা কিন্তু মোটেই স্মরণও ছিল না আমার। অনেক অনেক খুশি হলাম এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করা দেখে।

 last year 

স্বাধীনতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আসলে নিজের দেশকে স্বাধীন করতে সবারই অনেক কষ্ট করতে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

কেমন হয়েছে তার থেকে বড় কথা হল আপু আপনি উইশ করেছেন। এর থেকে বড় প্রাপ্তি আসলে আমাদের আর কিছু নেই। অনেক বেশি খুশি হলাম আপনার এই আর্ট দেখে। সুন্দর তো অবশ্যই হয়েছে তবে আপনি যতটা সম্মান দেখিয়ে কার্ড তৈরি করলেন তার কাছে এই সুন্দর কিছুই নয়।

 last year 

দাদা আপনার মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আসলে চেষ্টা করেছি সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সবাই চায় স্বাধীনভাবে থাকতে স্বাধীনভাবে বাঁচতে। এই স্বাধীনতার চাওয়া কখনোই শেষ হবে না। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে। আইডিয়াটা দারুন ছিল ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। আর স্বাধীনতার আনন্দ সত্যি অনেক বেশি। তাই তো এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ড টি দেখতে অনেক সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি আপু। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি যে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন তা দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রঙিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করার আইডিয়াটা বেশ দারুণ ছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড দেখতে সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো। রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা হিসেবে আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি কার্ড তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা হিসেবে আমি সুন্দর একটি কার্ড সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপু মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

স্বাধীন দেশে বেঁচে থাকা সত্যিই আনন্দের। মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে ভালোবাসে। আপনি ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে বেশ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। বেশ সুন্দর হয়েছে দেখতে।অনেক ধন্যবাদ কার্ড তৈরির বিভিন্ন ধাপ শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু স্বাধীন দেশে বেঁচে থাকার আনন্দ অনেক বেশি। স্বাধীনতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি উইশ করেছেন এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি আপু। আর সুন্দরের কথা কি বলব, যথেষ্ট সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনার তরফ থেকে এই অভিনন্দন আমরা সাদরে গ্রহণ করলাম। ❤️

 last year 

আপু আপনাদেরকে উইশ করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। আর আমার পরিশ্রম সার্থক হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য প্রকাশের জন্য। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 last year 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি এই কার্ডটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এই স্বাধীনতা দিবসে আমাদের মাঝে একটি কার্ড তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। তাই তো এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড সবার মাঝে উপস্থাপন করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর কিছু করে সবার মাঝে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করার। অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47