Better Life With Steem | The Diary Game |2oth January

in Incredible India4 months ago (edited)

sunrise-4473359_1280.jpg

pixabay

Hello My Steemain Friends ,

আমার আজকের দিনলিপিতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা । আজ অনেকদিন বাদে আমার দিনলিপি আপনাদের সাথে শেয়ার করতে বসলাম ।

একটি চিরন্তন সত্য কথা আমরা সকলেই জানি যে,আমরা এই পৃথিবীর অতিথি মাত্র । তারপরও আমরা নানান রঙিন স্বপ্ন নিয়ে জীবনকে সাজাই। কখন যে পৃথিবী ছেড়ে চলে যাওয়া ডাক আসবে আমরা কেউ তা জানিনা। ঠিক এমনিভাবে আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটি আমার দৃষ্টি অগোচরে পৃথিবী ছেড়ে পরপারে চলে গেছে ।

ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের হিন্দু শাস্ত্রে পরিবারে বাবা-মা মারা গেলে এক বছর সন্তানদের বাধ্যতামূলক বাবা-মায়ের উদ্দেশ্যে একাদশী ব্রত পাল করতে হয় । কিন্তু কেন করতে হয় তা আমার জানা ছিল না। কিছুদিন আগে আমি এর কারণটা জানতে পেরেছি। কারণটা হলো, বাবা -মা মারা যাওয়ার পর সন্তানরা একাদশীব্রত পালন করলে পরলোকে বাবা মায়ের এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং ভালো থাকে । তাদের আশীর্বাদে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায় । স্বামী মারা গেলেও নাকি স্ত্রীদের বাধ্যতামূলক এক বছর একাদশী ব্রত পালন করতে হয় । আমিও এক বছর এই ব্রত পালন করেছি। বেশ কিছুদিন যাবত আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না তাই এই ব্রত করা বন্ধ রেখেছিলাম। আজ একাদশী ব্রত। আজ থেকে আবার নতুন করে একাদশী ব্রত পালন করা শুরু করলাম স্বামীর আত্মার শান্তির কামনার্থে। এখন চলে যাইদিনলিপির পড়বে ।

''আমার দিনটি যেভাবে শুরু করলাম ''

আজকাল যেকোনো বিষয়ই বেশি সময়ের জন্য মনে রাখতে পারি না। মনে রাখতে না পারার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তাই গতকাল রাতে আমি আমার শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে,মা সকালবেলা আমাকে মনে করে দেবেন আজ একাদশী ব্রত নইলে কিন্তু আমি ভুলে যাব । আজকের সকালটা ছিল মেঘলা মেঘলা ভাব তাই ঘুম ভাঙার পর বুঝতেই পারিনি আজ অনেক বেলা হয়ে গেছে ।ভেবেছিলাম বেশি একটা বেলা হয়নি কিন্তু না বিছানা ছাড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা নটা বেজে গেছে ।এই দেরির জন্য ছেলে আজ স্কুলে যেতে পারেনি। ঘুম থেকে ওঠার পরপরই পাশের ফ্ল্যাটের দিদি দরজা নক করছিল।

marigold-8517046_1280.jpg
pixabay

দরজা খোলার পর দিদি আমাকে বলছিল ছাদে জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে ।পূজার জন্য ফুলগুলো নিয়ে এস । দিদিকে বললাম ঠিক আছে ,আমি ফ্রেশ হয়ে ছাদ থেকে ফুলগুলো নিয়ে আসবো ফ্রেশ হওয়ার পর ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি ছাদে লাগানো গাছগুলোতে অনেক ফুল ফুটে আছে এবার ছাদে লাগানো গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে গাধা ফুল ফুটেছে যা দেখতে ভারী সুন্দরআমার স্মার্টফোনটা নষ্ট হয়ে গেছে এই কারণে দৈনন্দিন কাজকর্মের ছবি পোস্টে ব্যবহার করতে পারলাম না আমার ফোনটা যদি ভাল থাকতো গাঁদা ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে ।ছোটবেলায় আমার নিজের হাতে লাগানো গাছের খুব যত্ন করতাম । । জীবন সংগ্রামের ব্যস্ততা এখন আর তেমন একটা সময় হয়ে উঠে না গাছের পরিচর্যা করার মত

আজকের দুপুর

যাইহোক, ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসার পর ঘরের দৈনন্দিন কাজকর্মগুলো সেরে নিলাম । কাজগুলো সেরে শাশুড়ি মা ও ছেলেকে সকালের নাস্তা দিলাম। আমি আজ নাস্তা করিনি কারণ আমি আজ একাদশী ব্রত পালন করছি ।সকালবেলার ব্যস্ততা শেষ করে আমার ব্যক্তি।গত প্রয়োজনে আমি এক দিদির বাসায় গিয়েছিলাম । দিদির বাসায় যাওয়ার পর দিদি তার পরিবারের গল্প গুজব জুড়ে বসলো ।ওখান থেকে বাসায় আসতে প্রায়দুপুর বেজে গেছে বাসায় এসে তাড়াহুড়ো করে স্নান সেরে সবার প্রথমেই ঠাকুর পূজা দিতে বসে পড়লাম ।ছেলেকেও বললাম স্নান করে আমার সাথে পূজায় বসতে। ছেলেও স্নান করে আমার সাথে পুজায় বসলো।ছেলেকে বললাম আমি পূজা দেই ,তুমি আমার পাশে বসে গীতা পড়।পূজা শেষ করে চলে গেলাম রান্নাঘরে দুপুরে রান্না তৈরি করার জন্য।

fruits-1114060_1280.jpg
pixabay

সন্ধ্যা ও রাত

সকালের দিকে পূজোর ফল আনার জন্য বাজারে যাওয়া প্রয়োজন ছিল ।দুপুর হয়ে যাওয়ায় আর বাজারে যাওয়া হলো না কারণ দুপুরবেলা দোকানপাট বন্ধ থাকে।সন্ধ্যার দিকে পূজোর ফল আনার জন্য বাজারে গিয়েছিলাম তার সাথে অন্যান্য কিছু ও কেনাকাটা করেছি ।

ঘরে যখন ছেলে মেয়েরা ছোট থাকে তখন তারা অপেক্ষায় থাকে বাবা কখন ঘরে আসবে? আমাদের জন্য কিছু একটা নিয়ে আসবে !আমার ছেলেও ঠিক এই কাজটা করে ।আমিও যখন বাইরে থেকে বাসায় আসি আমার ছেলে আমাকে বলল,মা আমার জন্য কি এনেছো?বাবার এই দায়িত্বটা বাবাদের হয়ে থাকে ।বাবারে এই দায়িত্বটা মা হয়ে আমাকেই পালন করতে হবে।বাজারে দীর্ঘদিনের পুরনো একটি বিস্কুটের ব্যাকারি আছে ।সেই ব্যাকারিতে বাটার যুক্ত খুব সুস্বাদু পাউরুটি তৈরি করা হয় ।আমার ছেলে এই রুটি খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য এই পাউরুটি নিয়ে এ সেছি ।রুটি পেয়ে আমার ছেলে খুব খুশি হয়ে গেল ।সন্তানদের আনন্দ দেখে বাবা মায়ের খুব আনন্দ ।

angry-3233158_1280.jpg

pixabay

আমাদের প্রত্যেকের জীবনই সংঘর্ষ পূর্ণ। তবে কিছু কিছু মানুষের জীবন খুব বেশি সংঘর্ষণ পূর্ণ হয়ে থাকে ।আমিও তাদের তালিকায় অন্তর্ভুক্ত ।যাইহোক, বাজার থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা পূজা শেষ করলাম তারপর ছেলেকে পড়তে বসালাম ।পড়তে বসিয়ে আমি কন্টেইন লিখতে বসলাম ।তো বন্ধুরা এই ছিল আমার আজকের দিনলিপি ।আমার আজকের দিনলিপি এখানেই সমাপ্ত করছি ।সবাই ভালো থাকবেন । সুস্থ থাকবেন । শুভরাত্রি ।

image.png

Thanks everyone for reading my post

Thankyou 🙏

Sort:  
Loading...

আপনি সুন্দরভাবে একটি দিনের কার্যক্রম বর্ণনা করেছেন করেছেন। এই পৃথিবী সব কিছু ক্ষণস্থায়ী জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ করতে হবে এটা অনিবার্য সত্য। নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন।

 4 months ago 

আপনি হয়তো অনেক বেশি মানুষের চাপে থাকেন। অনেক সময় এ কারণেও স্মৃতিশক্তি কিছুটা হ্রাস পেতে থাকে। তবে সবকিছু ছাপিয়ে আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন সন্তানের জন্য মা বাবা দুজনই হতে। এটি অনেক বড় ব্যাপার দিদি। আপনি হতাশ হবেন না উদ্যম হারাবেন না। নিশ্চয়ই আপনি সবকিছুতে সফল হবেন।

 4 months ago 

আপনি শুরু করার আগেই প্রথমে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন সেটা সত্যি অনেক ভালো লেগেছে।। আসলেই তো আমরা পৃথিবীর অতীতে যে কোন মধ্যেই সৃষ্টিকর্তা ডাকে সাড়া দিতে পারে।।।

 4 months ago 

আপনার পোস্টটি পড়ে বুঝলাম যে আপনি একাদশী ব্রত পালন করেন। সত্যি বলতে আমি যখন ক্লাস ১/২ এ পড়তাম এখন থেকে একাদশী ব্রত পালন করতাম।কিন্তু পড়াশুনার জন্য একবার বাড়ি থেকে বাইরে থাকা আরম্ভ করলাম তখন থেকে আর করা হয় না। আপনি একাদশী ব্রত পালন করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 months ago (edited)

দিদিকে বললাম ঠিক আছে ,আমি ফ্রেশ হয়ে ছাদ থেকে ফুলগুলো নিয়ে আসবো ফ্রেশ হওয়ার পর ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি ছাদে লাগানো গাছগুলোতে অনেক ফুল ফুটে আছে এবার ছাদে লাগানো গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে গাধা ফুল ফুটেছে যা দেখতে ভারী সুন্দরআমার স্মার্টফোনটা নষ্ট হয়ে গেছে এই কারণে দৈনন্দিন কাজকর্মের ছবি পোস্টে ব্যবহার করতে পারলাম না আমার ফোনটা যদি ভাল থাকতো গাঁদা ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে ।

  • অনেকদিন বাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা দেখে সত্যিই ভীষণ আনন্দিত আমরা। পাশাপাশি এটা জেনেও খারাপ লাগছে যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে। উপরোক্ত লাইন গুলো এই‌ কারনেই‌ তুলে ধরলাম কারণ, ঐ‌‌ লাইন গুলোর মধ্যে ‌আপনি কোথাও সঠিক ভাবে দাঁড়ি(পূর্ণচ্ছেদ),কমা ব্যবহার করেননি। একজায়গা ‌গাঁদা ফুল‌ লিখেছেন ঠিকই, পরের লাইনে‌ সেটা গাধা ফুল‌ হয়ে গেছে। এ বিষয়‌গুলোর দিকে লক্ষ্য রাখার কথা, ‌বহুবার‌ আপনাদের বলা হয়েছে। আশাকরি পরবর্তীতে বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন ‌

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy doller sbd steem

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61016.36
ETH 3388.27
USDT 1.00
SBD 2.56