ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি নার্সারি থেকে,দুটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আমি ৩/৪ দিন আগে সন্ধ্যার সময় ক্যাপচার করেছিলাম। শীতলক্ষ্যা নদী দিয়ে আমার প্রায়ই যাতায়াত করতে হয়। তাই যাত্রাপথে মাঝেমধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করে থাকি। বিকেলে এবং সন্ধ্যায় নৌকায় চড়তে আসলেই খুব ভালো লাগে।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা নবীগঞ্জ ঘাট থেকে ক্যাপচার করেছিলাম। নবীগঞ্জ ঘাট বেশ ব্যস্ততম একটি ঘাট। আর ফটোগ্রাফিটা দেখে, সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আমি সাধারণত শীতলক্ষ্যা নদী, এই ঘাট দিয়েই পার হয়ে থাকি।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা গতকালকে দুপুরের আগে ক্যাপচার করেছিলাম। কালকে একটু ব্যক্তিগত প্রয়োজনে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে কয়েকটি ছেলে ক্রিকেট খেলছে। তখন কিন্তু তীব্র রোদ ছিলো। কিন্তু তারা তীব্র রোদ উপেক্ষা করেই ক্রিকেট খেলছে। একসময় আমরাও এভাবে ক্রিকেট খেলতাম। কিন্তু সেসব এখন শুধুই স্মৃতি।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি। গাজানিয়া রিগেনস ফুল বর্তমানে বেশ জনপ্রিয়। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমার ছাঁদ বাগানে দুই কালারের গাজানিয়া রিগেনস ফুলের গাছ লাগিয়েছি। এই ফুল দেখতে আসলেই খুব সুন্দর লাগে।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমরা সবাই জানি রঙ্গন ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমার কাছে যেকোনো রঙের রঙ্গন ফুল ভালো লাগে। বিশেষ করে সাদা রঙ্গন ফুল সবচেয়ে বেশি ভালো লাগে।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা আমি রাঙামাটির কাপ্তাই লেক থেকে ক্যাপচার করেছিলাম। বোটে চড়ে রাঙামাটির কাপ্তাই লেকে ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। লেকের চারপাশে প্রচুর গাছগাছালি আছে বলে,লেকের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম থেকে বেশ কয়েক মাস আগে ক্যাপচার করেছিলাম। কতো চমৎকার ভাবে মানুষের আকৃতি তৈরি করা হয়েছে। হঠাৎ করে তাকালে মনে হয় যে সত্যিকারের মানুষগুলো যুদ্ধ করছে হা হা হা।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ৯.৪.২০২৫ |
লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1909678067892535662?t=BmWYgXmDgbPobFsNru3MCA&s=19
https://x.com/mohin3242127/status/1909679157652439147?t=4M7VxCpB6qCBbLTudBAYMA&s=19
https://x.com/mohin3242127/status/1909680245881426142?t=rcCF0qG57o6EFwXeTLqqvw&s=19
https://x.com/mohin3242127/status/1909681141503664457?t=mx1BmR7hnEBrTSNzd3bZnA&s=19
X-promotion
শেষের ফটোগ্রাফি টা দেখে আমিও ভেবেছিলাম এখানে সত্যিই যুদ্ধ হচ্ছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অসাধারণ ছিল ভাইয়া। এরকম রঙ্গন ফুল সামনাসামনি দেখা হয়নি। রঙ্গন এবং গাজানিয়া ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
শেষের ছবিটা একবার দেখেই থমকে গেলাম। প্রথমে তো দেখে মনে হলো কোথাও থেকে বিশেষ করে কোন সিনেমার দৃশ্য তারপর ক্যাপশন পরে বুঝলাম। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। বরাবরের মতোই বিভিন্ন রকম ফটোগ্রাফি দিয়ে আপনি সাজিয়েছেন এই ফটোগ্রাফি পোস্ট টি। অনেক ধন্যবাদ জানাই আপনাকে ভাইয়া।
চেষ্টা করেছি সম্পূর্ণ পোস্টটি চমৎকার কিছু ফটোগ্রাফির মাধ্যমে সাজাতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। নদীর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব দারুণ। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে সত্যি খুব ভালো লাগলো। যদিও আপনি এমনিতে অসাধারণ ফটোগ্রাফি করেন। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো ভাই। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।
চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলোর পাশাপাশি চমৎকার বর্ণনা দেওয়ার জন্য। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Hi @mohinahmed,
Sorry for contacting you out of the blue - I'm trying to get votes moved from the old Return Proposal and to the New Return Proposal.
The easiest way to do this is through Steemworld:
https://steemworld.org/proposals
So that votes look like mine currently do (with only the new return proposal supported):
It would be great it you could follow dada's lead and also support my proposal (Modernise steemit.com Interface). To also support my efforts to improve the display and user experience on Steemit.com.
Please drop me a line if you have any questions.
Thank you in advance for your help and support 🙏