ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন তিনটি ফটোগ্রাফি নার্সারি থেকে,একটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আমি কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভিতর থেকে গত শনিবার ক্যাপচার করেছিলাম। মূলত গাড়ির ড্রাইভার মামলা খেয়েছিল। তাই গাড়ির কিছু পেপারস সেখানে ছিলো। আমি মামলা ভাঙিয়ে গাড়ির পেপারস আনতে হাইওয়ে থানায় গিয়েছিলাম। তো থানার ভিতরে থেকে,জানালা দিয়ে যখন পিছনের দিকে তাকালাম, তখন এই মনোমুগ্ধকর দৃশ্য আমার চোখে পড়ে।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা গত শনিবার দাউদকান্দি হাইওয়ে থানার সামনে থেকে ক্যাপচার করেছিলাম। আসলে এমন অপরূপ দৃশ্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। আমি এই দৃশ্যটা দেখার সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
কয়েকদিন আগে ২ নং ডকইয়ার্ড এর ভিতরে থাকা মসজিদে এশার নামাজ আদায় করেছিলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর, চাঁদ দেখে ভীষণ ভালো লেগেছিল। এমন দৃশ্য বরাবরই আমার খুব পছন্দ। তাই ফটোগ্রাফিটা আমি সাথে সাথে ক্যাপচার করে নিয়েছিলাম।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় নৌকায় বসে ক্যাপচার করেছিলাম। শীতলক্ষ্যা নদীর পানি এখন একেবারেই কালো এবং দুর্গন্ধযুক্ত। তবে বর্ষাকালে পানি একেবারে পরিষ্কার থাকে এবং তখন নৌকা দিয়ে নদীতে ঘুরতেও খুব ভালো লাগে।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। আসলে সাদা গোলাপ আমার বরাবরই খুব পছন্দ। তাছাড়া যেকোনো রঙের গোলাপ ফুল দেখতে বেশ ভালো লাগে।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিতে আপনারা বিভিন্ন রঙের ডায়ান্থাস ফুল দেখতে পাচ্ছেন। বর্তমানে যেকোনো নার্সারিতে গেলে বিভিন্ন রঙের ডায়ান্থাস ফুল দেখা যায়। এককথায় বলতে গেলে, ডায়ান্থাস ফুল আমাদের দেশে বেশ জনপ্রিয়।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে গাঁদাফুলের ফটোগ্রাফি। গাঁদাফুল বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কাজে লাগে বলে,গাঁদাফুলের চাহিদা অনেক বেশি। তাইতো অনেকে গাঁদাফুলের চাষ করে থাকে এবং প্রচুর অর্থ ইনকাম করতে পারে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৬.৪.২০২৫ |
লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1912405229322051986?t=D0XjXV3rNZZXXpgyUd-wBw&s=19
https://x.com/mohin3242127/status/1912407212414365994?t=y9khAFCfeIpiZQyeE_4Ktw&s=19
X-promotion
ওয়াও আজকে আপনি চমৎকার সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মন ভরে গেল আমার। আপনার সব কটি ফটোগ্ৰাফি দারুন হয়েছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গাঁধা ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে
ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথম ফটোগ্রাফিতে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা আসলেই মনমুগ্ধকর। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে সাদা গোলাপের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। বরাবরের মতে অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রথম ফটোগ্রাফিটা ক্যাপচার করার পর আমার খুব ভালো লেগেছিল। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
এত ব্যস্ততার মাঝেও আপনি যে পোস্ট করতে সময় পাচ্ছেন এটাই আনন্দের। যথারীতি আপনি প্রকৃতির নানান দৃশ্যের ছবি ক্যাপচার করেছেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের চালচিত্র আমরাও দেখতে পাচ্ছি। ছবিগুলো বেশ ভালো লাগছে আজকে দেখতে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ছবি আমাদের জন্য শেয়ার করলেন।
হ্যাঁ আপু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি নিজের এক্টিভিটি বজায় রাখতে। ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার নদীর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক দৃশ্য আপনি চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন। প্রকৃতির সৌন্দর্য আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তাই প্রকৃতির এই সবুজ দৃশ্য এবং সুন্দর সুন্দর ফুল আমাদের সবসময়ই অনেক বেশি মনকে শান্তি দেয় এবং মনকে ভালো করে তোলে। আর ঘরে বসে এমন সুন্দর ফটোগ্রাফি দেখলেও মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
যথেষ্ট চেষ্টা করেছি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করতে। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা।
অসাধারণ সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। প্রতিটা ছবির পেছনের গল্প আলাদা করে মন ছুঁয়ে গেলো। বিশেষ করে শীতলক্ষ্যা নদীর দৃশ্য আর চাঁদের আলোতে মসজিদের মুহূর্তটা ছিল দারুণ।ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
সব সময় আপনার কাছ থেকে অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি। সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে আসছেন তা আমার কাছে অনেক ভালোই লাগে৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি যেভাবে শেয়ার করেছেন সেগুলো অত্যন্ত সুন্দরভাবে শেয়ার করে থাকেন৷ আজকের এই ফটোগ্রাফি গুলো সবগুলোই আমার অনেক পছন্দ হয়েছে৷ তবে শেষের দিকে আপনি যে গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথম দুইটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশ দারুণ ছিল ভাই। গোলাপ ফুলটা দারুণ লাগছে দেখে। এবং অন্য ফুলগুলো দেখেও বেশ ভালো লাগছে। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যাঁ ভাই প্রথম দুটি ফটোগ্রাফি সত্যিই দারুণ লাগছে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।