স্বরচিত কবিতাঃ মনে কি পরে আমায়

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

দুটি মনের যখন মিল হয়, তখনই ভালোবাসা জন্ম হতে থাকে, আর এই ভালোবাসা হৃদয়ের গভীর থেকে আসে। আসলে প্রিয় মানুষের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা যায়। আর এই ভালোবাসার প্রিয় মানুষটি যখনই আসুক না কেন তখনই যেন ভালবাসার নতুন মনে হয়। আসলে প্রিয় মানুষটি যদি অনেক কষ্টের বিনিময়ে নিজের ভালোবাসাকে সার্থক ভাবে পরিপূর্ণতা পাওয়া হয়, তখনই সেই ভালোবাসার যেন আরও রঙ্গিন হয়ে ওঠে। তাই ভালোবাসার প্রিয় মানুষটির কথা সবসময় মনে পড়ে তার কাছে নিজের কথা মনে পড়ে কিনা সেটা জানার ইচ্ছা আমাদের মনের ভিতর তৈরি হয়। তাই মনে কি পড়ে এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে প্রিয় মানুষটির জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা যায়। কিন্তু সে যদি এই ভালোবাসার প্রিয় মানুষটির কথা মনে করে সেটা জানতে পারা যায় তাহলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকে ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।

20230725_185811.jpg


“মনে কি পরে আমায়”
মোঃ ফয়সাল আহমেদ


তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলো,
আজও মনে পড়ে আমায়।
তুমি কি ভুলে গেছো সত্যি আমায়,
মনে কি পরেনা কখনো শুধুই আমায়।

তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত,
আজও মনে করে দেয় যে আমায়।
তুমি যে আমার প্রথম প্রেম,
তাই আজও মনে পরে শুধুই যে তোমায়।

মনে কি পড়ে জোসনা ভরা রাতে,
হাতে হাত রেখে দিয়েছিলে কথা।
সকল বাধা দূর করে ভালবাসায়,
রাখবে তুমি আমাকে তোমার জীবন সাথে করে।

তোমার জীবন সাথী হয়ে থাকতে,
চেয়েছি আমি জনম জনম ধরে।
ভালোবাসার সবটা দিয়ে আগলে রাখবো আমি,
তোমাকে আমার এই বুকের মাঝে।

ভালোবাসার কথা দিয়ে,
কোথায় চলে গেলে তুমি হারিয়ে।
তোমার খোঁজে আজো পথ চেয়ে রয়েছি,
কখন আসবে তুমি আমার ভালোবাসার টানে।

তোমার জন্য পথ চেয়ে রয়েছি,
শুধুই আমি একা।
মনে কি পড়ে না তোমার,
ভালোবাসার সেই স্মৃতিময় দিনগুলোর কথা।

ভালোবাসার সেই রঙিন দিনগুলো,
স্মৃতি হয়ে রয়েছে বুকের এই মধ্যখানে।
শুধু তোমায় মনে পড়ে কখন আসবে তুমি,
ভালোবাসার সকল বাঁধা পেরিয়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

poetry poem steemexclusive amarbanglablog bangladesh shy-fox krsuccess

Sort:  
 9 months ago 

আসলে প্রিয় মানুষটির জন্য যুগ যুগ অপেক্ষা করা যায় এবং তার সাথে কাটানো চমৎকার সময় গুলো চিন্তা করে হয়তো বাকি জীবনটাও কাটিয়ে দেয়া যায়। আপনি মনের অনুভূতি মিশিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন ভীষণ আবেগঘন এবং মিষ্টি অনুভূতির জন্ম দিয়েছে। এ ধরনের কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ ভাই চমৎকার কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
একটা বিষয় আপনি পোস্ট এর নিচে ট্যাগগুলোর অতিরিক্ত অংশ মুছে ফেলতে ভুলে গেছেন আশা করি বিষয়টি দেখবেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই

 9 months ago 

কবিতা পড়তে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর যখনই কবিতা দেখতে পাই তখনই কবিতাটি পড়তে ইচ্ছে করে৷ আজকে আপনার স্বরচিত কবিতাটিও খুবই সুন্দর হয়েছে৷ এই কবিতাটি আমি অনেকবারই পড়ে নিয়েছি৷ এই কবিতার যে লাইনগুলো আমার বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:

তোমার জীবন সাথী হয়ে থাকতে,
চেয়েছি আমি জনম জনম ধরে।
ভালোবাসার সবটা দিয়ে আগলে রাখবো আমি,
তোমাকে আমার এই বুকের মাঝে।

 9 months ago 

ভালোবাসার খুবি সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। মনে কি পড়ে এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44