ভালোবাসা স্বরচিত কবিতা :মন চায় তোমাকে //By mohamad786
মোঃ ফয়সাল আহমেদ
আমার মনের জায়গা জুড়ে,
আসুই শুধুই তুমি।
তাইতো তোমায় ছাড়া আমার জীবন,
ভাবতে পারিনা আমি একাকী।
আমার মনের সবটা জুড়ে,
আছো শুধুই তুমি।
মন চায় তোমায় নিয়ে,
স্বপ্নের বাসর গড়ি।
স্বপ্নের বাসরে তোমার সাথে,
থাকবো ভালোবাসার গল্প বলে।
দুজন মিলে পার করে,
স্বপ্ন ভরা এই গভীর রাতে।
আমার এই মন চাই শুধু তোমাকে।
যেখানেই থাকো না কেন,
চলে এসো আমার ঘরে।
ভালোবাসায় ভরিয়ে দেবো তোসার মনের সবটা জুড়ে।
আমার এই মন চাই শুধু তোমাকে,
চলে এসো মনের ঘরে।
রাখবো তোমাকে ভালবাসায় ভরিয়ে,
মনের এই ভালোবার ঘরে।
মনের মানুষ হয়ে, মনের ঘরে।
রাখবো তোমাকে সারা জীবন ধরে,
হারাতে দেবনা তোমাকে আমি,
ধরে রাখবো তাই শক্ত করে।
লেখক | মোঃ ফয়সাল আহমেদ |
---|---|
কবিতার নাম | “মন চায় তোমাকে” |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতা আমার লিখতে যেমন ভাল লাগে পড়তে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভালবাসার কবিতাটি পড়তেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভাই নিজের মনের সবটা জুড়ে সব সময় ভালোবাসার মানুষকে রাখা উচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ
ওয়াও অসাধারন আজকে আপনি খুব চমৎকার মন চায় তোমাকে কবিতাটি লিখেছেন। যাক বিকেলবেলা ছাদে বসে আবহাওয়া মেঘলা দেখে রুমে চলে আসলেন। এবং রুমে এসে প্রিয় মানুষটিকে নিয়ে কল্পনা করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে প্রিয় মানুষ এমনই হয় যাকে সব সময় মনের মধ্যে রাখতে হয়। সত্যি বলতে আজকে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু
ভাইরে ভাই আপনার কবিতাটি পড়ে আমার মনের মধ্যে খেতে গেল। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। এবং কবিতার নামটিও বেশ চমৎকার। প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখলেন। প্রিয়জন এমনই হয় যাকে দিনে রাতে সব সময় মনে পড়ে। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই