প্রতিযোগিতা-৪২ ডাই কন্টেস্ট ❝রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলের টপ তৈরি❞

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230822_150330.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগ পরিবারের ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছি।৪২ তম প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে “ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি”।প্রথমেই আমি তানজিরা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাঝে এত সুন্দর একটি উপযোগিতার আয়োজন করার জন্য।আমার বাংলা ব্লগ পরিবার কিছুদিন পরপরই চমৎকার চমৎকার প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এবারও তার ব্যতিক্রম নয়।কাগজ ব্যবহার করে আমরা প্রায় সকলের কম বেশি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি।তার মধ্যে কাগজে তৈরি ফুল অন্যতম।ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক,সৌন্দর্যের প্রতীক।সেটা হোক আসল ফুল বা কাগজের ফুল।ফুল মানুষের হৃদয়কে নরম করে ফেলে।আমার বাংলা ব্লগ পরিবারের বিগত কয়েকটি প্রতিযোগিতায় আমি বিভিন্ন কারণে অংশগ্রহণ করতে পারিনি।তাই আজকে শরীরে ১০১ ডিগ্রি জ্বর থাকার সত্বেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছি।যাইহোক,আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রঙিন কাগজ ব্যবহার করে ফুলসহ একটি ফুলের টপ তৈরি করেছি।এবার আমি এই ফুল তৈরির পদ্ধতি গুলো আপনাদেরকে মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করি।

IMG_20230822_150414.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

IMG_20230822_145104.jpg

  • বিভিন্ন রঙের কাগজ
  • একটি মোটা কাগজ
  • বিভিন্ন রঙের কলম
  • থার্মোকল শীট
  • আঠা
  • কাঁচি

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230822_145121.jpgIMG_20230822_145138.jpg
  • প্রথমেই একটি মোটা কাগজ লম্বা করে কেটে নিলাম।এরপর কাগজটি গোল করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।এভাবেই কাগজ দিয়ে ফুলের টপের অংশ তৈরি করলাম।

IMG_20230822_145156.jpg

  • মোটা কাগজটির গোল করা অংশের সমান করে এবার একটি থার্মোকল শীট গোল করে কেটে নিলাম।
IMG_20230822_145215.jpgIMG_20230822_145227.jpg
  • গোল করে কাটা থার্মোকল শীট আঠা দিয়ে মোটা কাগজের নিচে লাগিয়ে দিলাম।আর এভাবেই একটি ফুলের টপ তৈরি করলাম।
IMG_20230822_145238.jpgIMG_20230822_145246.jpg
  • এবার একটি সবুজ কাগজ সঠিক পরিমাপে কেটে নিলাম।এবং কাগজের মধ্যে দিয়ে তিনটি ভাজ করলাম।
IMG_20230822_145302.jpgIMG_20230822_145312.jpg
  • কাঁচি দিয়ে কাগজটি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম।

IMG_20230822_145326.jpg

  • মোট চারটি সবুজ কাগজ এভাবে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম।
IMG_20230822_145349.jpgIMG_20230822_145401.jpg
IMG_20230822_145416.jpgIMG_20230822_145428.jpg
  • এবার কাগজগুলো গোল করে পেঁচিয়ে আঠা দিয়ে লাগালাম।কাগজ গুলো পেঁচিয়ে লাগানোর পর এরকম একটি আকার ধারণ করল।
IMG_20230822_145444.jpgIMG_20230822_145452.jpg
IMG_20230822_145500.jpgIMG_20230822_145508.jpg
  • তারপর একটি গোলাপি রঙের কাগজ ছোট করে কেটে মাঝখান দিয়ে তিনবার ভাজ করলাম।
IMG_20230822_145517.jpgIMG_20230822_145527.jpg

IMG_20230822_145536.jpg

  • ভাজ করা ছোট কাগজটির উপর এভাবে একটা দাগ দিলাম।এবং দাগ দেওয়া অংশটুকু কাছে দিয়ে কেটে নিলাম।এরকম ভাবে বিভিন্ন রঙের মোট ১২ টি ফুল তৈরি করলাম।
IMG_20230822_145553.jpgIMG_20230822_145633.jpg
  • আঠা দিয়ে এবার ফুলগুলো জোড়া লাগালাম।এবং বিভিন্ন রঙের কালার পেন দিয়ে ফুল গুলোর মাঝখানে এভাবে দাগ দিলাম।
IMG_20230822_145609.jpgIMG_20230822_145624.jpg
  • এবার ফুলের ডান্ডি তৈরি করার পালা।সবুজ এবং টিয়া রঙের কাগজ দিয়ে ১২ টি ফুলের জন্য মোট ১২ টি ডান্ডি তৈরি করলাম।

IMG_20230822_145711.jpg

IMG_20230822_145702.jpg

  • ডান্ডি গুলোর সাথে ফুলগুলো ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।এভাবেই ফুল তৈরির সম্পূর্ণ কাজ শেষ করলাম।

IMG_20230822_145643.jpg

IMG_20230822_145652.jpg

  • সবুজ কাগজ দিয়ে তৈরি করা ঘাসের মত জিনিস গুলো ফুলের টপের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20230822_145754.jpg

  • তৈরি করে রাখা ফুল গুলো এবার টপের মধ্যে আঠা দিয়ে একটি একটি করে লাগিয়ে দিলাম।

IMG_20230822_145841.jpg

  • পরিশেষে একটি কাগজে “আমার বাংলা ব্লগ,প্রতিযোগিতা-৪২ DAY CONTEST”লিখে আঠা দিয়ে ফুলের টপের সাথে লাগিয়ে দিলাম।আর এভাবেই আমি রঙ্গিন কাগজের মাধ্যমে ফুলসহ ফুলের একটি টপ তৈরি করলাম।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230822_150357.jpg

IMG_20230822_150205.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি রঙিন কাগজ ব্যবহার করে ফুলসহ একটি ফুলের টপ তৈরি করেছি।আসলে অসুস্থতার মধ্যে এরকম একটি জিনিস তৈরি করা একটু কষ্টসাধ্যের ব্যাপার ছিল।তবুও আমি চেষ্টা করেছি ভালো কিছু তৈরি করার।জানিনা কতটুকু সার্থক হয়েছি আমি।আপনাদের মাঝে এই ডাই প্রজেক্টটি আমি খুব সুন্দর ভাবে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।আর হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল ও ফুলের টপ শেয়ার করলেন। দেখতে দারুন লাগছে। আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। ফুলের টপ সহ খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আপনার প্রস্তুত করা রঙিন কাগজ দিয়ে টব সহ ফুল ডাই টি খুবই চমৎকার হয়েছে ফয়সাল ভাই। বিভিন্ন রঙ এর মিশেলে দারুণ একটি কালার কম্বিনেশন সৃষ্টি হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনার শরীরে ১০১ ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও আপনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুল সহ ফুলের টপ তৈরি করেছেন। ফুল এবং ফুলের টপ তৈরি টা ভীষণ সুন্দর হয়েছে। এটি তৈরি প্রতিটা ধাপ আপন খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

এমনিতেই আমি ফুল খুব ভালোবাসি আর এই কন্টেস্টের মধ্যে প্রত্যেকের ফুলগুলো এতটাই প্রাণবন্ত যে সত্যিকারে ফুলের মতই লাগছে। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

শুরুতেই আপনার সুস্থতা কামনা করছি।শরীর খারাপ নিয়েও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই ভাইয়া।রঙ্গিন কাগজের তৈরি ফুল দেখতে যে এত্তো এত্তো সুন্দর হয় তা না দেখলে কেউ বুঝবে না।ঝিরিঝিরি ঘাসের মাঝে রংবেরং এর ফুল দেখতে অসাধারণ লেগেছে আমার।অনেক সুন্দর করে পোস্ট টি উপস্থাপন করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলসহ টপ তৈরি করেছেন। এটা দেখতে প্রায় সত্যিকার টপ এর মতই হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

ভাই আপনার হাতে তৈরি করা টব এবং ফুল দেখতে খুবই অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে আপনি এই কাজে খুবই দক্ষ। আপনি নানা রকমের রঙিন কাগজ ব্যবহার করেছেন যার কারণে ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগছে। প্রথম দেখাই কেউ বুঝতে পারবে না এটা আসল না। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44