সত্য কখনো চাপা থাকে না

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমরা সত্যকে যতভাবে লুকানোর চেষ্টা করি না কেন এই সত্য একদিন আমাদের সামনে প্রকাশ পাবেই। কারণ সত্য কখনোই চাপা থাকে না। আমাদের সমাজে অনেক ঘটনা রয়েছে। যখন আমরা সত্যকে লুকিয়ে মিথ্যার আশ্রয় নেই আর এই মিথ্যাকেই সত্য বলে চালিয়ে দেই। আসলে মিথ্যা খুবই খারাপ জিনিস। মিথ্যার কারণে যে ব্যক্তি অপরাধী তার কোন সাজা হয় না। আর যার কোন অপরাধী নেই সেই সাজা পায়। তাই সত্য মিথ্যা আমাদের পার্থক্য করা এবং সত্যকে অনুসন্ধান করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তা নাহলে নিরীহ ব্যক্তি এই মিথ্যার কারণে শাস্তি ভোগ করে।তাই সত্য মিথ্যার পার্থক্য করে আমাদের সত্যকে বের করতে হবে। আসলে সত্য কখনো চাপা থাকে না। কোন না কোন এক সময় এই সত্য আমাদের সামনে প্রকাশ পায়ই। তাই আজকে আপনাদের মাঝে একটি ঘটনা শেয়ার করছি। সেই ঘটনাটি গতকালই আমাদের সাথে ঘটে গেছে। তো বন্ধুরা চলুন সেই ঘটনাটি পড়া শুরু করা যাক।


আসলে আমরা যে হোস্টেলে থাকি, এই হোস্টেলেই আমার বন্ধু আমার পাশের রুমে থাকে। আমার বন্ধু কিছুদিন আগেই নতুন একটা ফোন কিনেছে ৪৮ হাজার টাকা দিয়ে। আর এই ফোনটি পেয়ে বন্ধু খুবি আনন্দিত ছিলো।কারণ এই ফোনটি তার কেনার খুবই শখ ছিল। তো বন্ধুর এই ফোন নিয়ে আমরা অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি।প্রায় তিন মাস আগে কিনেছে, তো বন্ধুর এই ফোন গতকাল চার্জে দিয়ে, আমার সাথে বাইরে বেরিয়ে ছিল। আর বাইরে থেকে যখন আমরা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষে আমরা রাত আটটার দিকে বাসায় এসে পৌঁছেছি। আর বাসায় এসে দেখতে পেলাম ওর ফোন চার্জে নেই। তখন থেকে যেন বন্ধুর মাথায় হাত। বারবার খোঁজা শুরু করে দিল এবং হোস্টেলের সকলকে বলতে লাগলো।


justitia-2638601_1280.png

Source

আমি ভেবেছিলাম আমাদের মধ্যে কেউ হয়তো বন্ধুর ফোনটা নিয়েছে এবং মজা করছে হয়তো। পরে দিয়ে দিবে কিন্তু না আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায় সকলেই না বলে। তখন তো অনেক চিন্তা হচ্ছিল। আমার খোঁজ শুরু করে দিলাম তাও পাচ্ছিলাম না মতখন আমাদের হোস্টেল সুপারকে ডাক দিলাম। হোস্টেল সুপার আসলো এসে খোঁজ করলে এবং হোস্টেলের সকলকেই আমাদের একটা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। কিন্তু কেউ রাজি হচ্ছিল না। আসলে বন্ধুর রুমে যে দুজন ছিল ওরা নাকি বিকেল বেলা বের হয়েছেলো।বন্ধু বললো আমার রুমেটয়ের একজনকে আমার সন্দেহ হয়। কিন্তু কিছু বলতে পারছিলাম না, কারণ এই রুমমেটের যে ছিল সে এই শহরেরই মানুষ। ওর বাবা একজন প্রভাবশালী নেতা। কিন্তু ওকে কিছু বলা যায়না ও সব সময় ভাব নিয়ে চলে এবং কাউকেই কোন দাম দেয় না। বন্ধু ওর জন্যই এই রুমটা অনেকদিন হলোই চেঞ্জ করতে চাচ্ছিল। কিন্তু চেঞ্জ করার জন্য ওরকম রুমে পাচ্ছিল না। তাই হস্টেল সুপার কেউ জানিয়েছিল। সে বলেছে অন্য কোন রুম খালি তোমাকে ওই রুমে নিয়ে যাবো। আজকে এই ফোনটা চুরি হওয়ার পেছনে আমরা পুরোপুরি ওই বন্ধুর রুমেটকেই দাড়ি আমি করছি। কিন্তু প্রকাশ করতে পারছিলাম না।


deceive-1299043_1280.png

Source

হোস্টেল সুপার বলল ঠিক আছে আমি ওর সাথে কথা বলে দেখি। হোস্টেল সুপার একটি রুমে নিয়ে ওকে সুন্দর করে বুঝিয়ে বলল তুমি যদি ওর ফোনটা নিয়ে নাও তাহলে আমার কাছে দিয়ে দাও। তোমার নাম গোপন থাকবে এবং ওই ফোনটা ওকে দিয়ে দাও। এই ফোনটা নতুন কিনেছে ওর ফোনটা যদি তুমি নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। আর ওকে হোস্টেল সুপার খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলতেছিল। কিন্তু সে হোস্টেল সুপারের উপরে অনেক রেগে গিয়েছে বলছ, আমাকে দোষ দেন আপনার সাহস তো কম না। আপনাকে কিন্তু এই শহর ছাড়া করব। এরকম চিৎকার শুরু করে দিল আমাদের হোস্টেলের মধ্যে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হলো। সকলেই যেন অবাক হয়ে গেলো।


সুপার এর সাথে আরো অনেক ধরনের বেয়াদবি করেছে। হোস্টেল সুপার হাত ধরে এসে আমার বন্ধুকে বলল বাবা তোমার এই ফোনটি হারিয়েছে। সত্য কখনো চাপা থাকে না। একদিন একদিন এই সত্য প্রকাশ পাবেই। তুমি আর বেশি কিছু বলো না। না হলে তোমার অনেক বড় ক্ষতি করবে। সাথে আমারও।তাই আমি আমার বন্ধুকে বললাম ঠিক আছে বন্ধু এই ফোনটা না হয় আর পাবি না।কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আর যেদিন প্রকাশ পাবে সেদিন ওর খবর করে দেবো। হোস্টেলের সকলেই বললো প্রমাণসহ যেদিন ধরবো নেতার ছেলে দেখবো না। আগে খবর করে ছাড়বো।আমাদের আর কিছুই করার ছিল না। শুধু অপেক্ষায় রয়েছি কবে এই সত্য প্রকাশ পাবে। আশা করছি সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 7 months ago 

আসলে ভাই সত্য কখনো চাপা থাকে না। আমরা যতই মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখে না কেন। একদিন না একদিন সত্য বেরিয়ে আসবেই। আপনার বন্ধুর ফোনটা হারিয়েছে জেনে অনেক কষ্ট পেলাম। কারণ শখের ফোন অনেক দামি হয়।ফোন হারালে খুবই কষ্ট হয়। আশা করছি এই সত্য একদিন বেরিয়ে আসবেই।

Posted using SteemPro Mobile

 7 months ago (edited)

বাহ্ চমৎকার একটি পোস্ট আপনি শেয়ার করলেন তো ভাইয়া। সত্যি কিন্তু সত্য কখনও চাপা থাকে না। একদিন না একদিন সত্য উদঘাটিত হয়,ঢাকা যায় না। সত্যি এমন একটি পরিস্থিতির ধৈর্য ধরা উচিত। অপেক্ষা করুন ভাইয়া একদিন না একদিন সত্য উম্মোচন হবেই।

 7 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। তবে আপনার বন্ধুর জন্য খুব খারাপ লাগছে। সবার মধ্যে দামী মোবাইল চালানোর একটা ইচ্ছে থাকে। তারমধ্যেও ছিল কিন্তু আপনার বন্ধু শখ পূরণ করেও বেশি দিন উপভোগ করতে পারলো না। যেহেতু ঐ ছেলেটা বেয়াদব তাকে এখন কিছু না বলাই ভালো। সময় হলে তা প্রমাণ সহ সবার সামনে চলে আসবে। আপনার বন্ধুকে বলেন ধৈর্য ধরে থাকতে। ধৈর্যকারীকে আল্লাহ সাহায্য করেন। ধন্যবাদ।

 7 months ago 

বাস্তব কথা বলেছেন ভাই, আসলে সত্য কখনো চাপা থাকে না। সত্য দেরি করে হলেও প্রকাশিত হয় এইটা প্রকৃতি সত্য। আসলে ধৈর্য ধরে অপেক্ষা করলে সত্য একসময় সবার সামনে উন্মোচিত হবে। আপনার বন্ধুর ফোন হারিয়ে গিয়েছেন খুব খারাপ লাগছে আসলে মোবাইল হারিয়ে গেলে বেশি কষ্ট লাগে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আসলেই সত্য আর পাপ কখনো চাপা থাকে না।খারাপ লাগছে জেনে যে আপনার বন্ধুর সখের ফোনটি হারিয়ে গেছে। আপনারা বুঝতে পেরেও বলতে পারছেন না।হোষ্টেল সুপার সন্দেহ কারিকে বলে অপমানিত হলো এক প্রকার।সত্যি যদি নিয়ে থাকে ফোনটি তবে একদিন না একদিন প্রকাশ পাবেই।

 7 months ago 

সত্যি কখনো চাপা ৎাকে না।একদিন না একদিন সত্যি ঠিক বেড়িয়ে আসবে।আপনার বন্ধুর শখের ফোনটি হারিয়ে গেছে জেনে ভীষণ খারাপ লাগলো। হোস্টেল সুপার এক রকম ছোট হয়ে গেলো।ধৈর্য ধরুন একদিন না একদিন সত্যিটা বেড়িয়ে আসবে।সেদিন অপরাধীর ঠিক শাস্তি হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45