❝বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে পাবদা মাছের মজাদার একটি রেসিপি❞

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20231122_220856.jpg

ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি তৈরি করেছি বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে।এই রেসিপির মধ্যে থাকছে আলু,বেগুন,মুলা এবং করল্লা দিয়ে পাবদা মাছের মজাদার তরকারি।আমরা কমবেশি পাবদা মাছ খেটে সকলে কম বেশি পছন্দ করি।কিন্তু পাবদা মাছ খেতে আমি তেমন পছন্দ করি না।তাই অনেকদিন পর তৈরি করে ফেললাম বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে পাবদা মাছের মজাদার একটি রেসিপি।আর এখন আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পাবদা মাছের এর রেসিপি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ নিয়ে।রেসিপিটি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।


g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3821CBZpCd7TiHNPPpkU1WKEh49eWqhQv8fhaQHcaxewunW8DMC6brW6JV1gi...UaA1mUYTALrfU5D7vZd4j6Vcy9wCmT7REEdWQbSa5ZtA6QzQZUz1LrPMbV7HG2dnRkHXoQ1ZEKy24vjPhAkqt9r71bVwhyPVSyu2EtQui1BdZsR1kZraGaR1G (1).jpeg

IMG-20231122-WA0002.jpgIMG_20231122_225625.jpg
উপাদানপরিমাণ
পাবদা মাছ৩টি ।
বেগুন১ টি ।
আলু২ টি।
মুলা (ছোট)২/৩ টি।
করল্লা (ছোট)২টি।
মরিচ কুচি৩ টি।
পেঁয়াজ কুচি২ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw2GAA9GJKHUr2oDG7YDY3r6i7U64ujsh3pHT7hnaVtDAE2xEiAzmxJnBfuLQgZ...AVrXBioJ7XpXYnaYjFZsw9uoWJEdYUqamds9YZUgtJj8R5KZDsxFmrrp5Q2PMxqTWE7LMXPANgKjMZ9UvxA18iL6gTkxrWRUNTKF7ocCKQ64DAHu6vRzLocTQ (1).jpeg

IMG-20231122-WA0004.jpg

প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাজের গুড়া,আদা বাটা,রসুন বাটা,লবণ এবং অল্প পরিমাণ তেল দিয়ে পাবদা মাছ গুলো ভালোভাবে মাখিয়ে নিলাম।

IMG-20231122-WA0005.jpgIMG-20231122-WA0006.jpg

মাছগুলো প্রথমে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে জ্বাল দিলাম।

IMG-20231122-WA0007.jpg

সাত-আট মিনিট ধরে পাবদা মাছ গুলো জ্বাল দিলাম।

IMG-20231122-WA0008.jpg

আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সয়াবিন তেল দিয়ে ভাজলাম।

IMG-20231122-WA0009.jpg

এবার ভাজা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম।

IMG-20231122-WA0010.jpgIMG-20231122-WA0011.jpg

সবজিগুলোর মধ্যে প্রয়োজনীয় সকল ধরনের মসলা দেওয়া ছিল এবং সেই মসলাগুলো এবার সবজি গুলোর সাথে ভালোভাবে মিশ্রণ করে নিলাম।তারপর সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি দিলাম।

IMG-20231122-WA0012.jpgIMG-20231122-WA0014.jpg

সবজিগুলো একটু শিদ্ধ হয়ে যাওয়ার পর আবার পরিমাণমতো পানি দিলাম।তরকারির ঝোল একটু শুকিয়ে যাওয়ার পর পাবদা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম।

IMG_20231122_224445.jpg

তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পর অল্প কিছু সময় জ্বাল দিমান।আর এভাবেই তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে পাবদা মাছের মজাদার একটি রেসিপি।

31Q3JAt52XV33ydbCajcM9KYfW3Err8BpJwnruA98CJTBfVZ1NzPeozAeE7zXu4ZRS6EQeojQs9GhKTbXbsfUMWtVK3WDL2MKzk6w7SCR8...izfLemBWqpYxfpX7p1n65pncqWVWvF7Cc2sVQCLgdxL6otopvnS7YTWqk1jm7p6Kad48GsJfSUFfYoWAMeq46FjvjCbj8QR5pC4jBB2KTJPGbHKmZTLkni3QJ (1).jpeg

IMG-20231122-WA0013.jpg

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে তৈরি করা পাবদা মাছের মজাদার একটি রেসিপি।এই রেসিপি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করায় খেতে খুবই মজা হয়েছিল।তাই ভাবলাম মজাদার এই রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে শেয়ার করি।রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝বিভিন্ন রকমের সবজির সংমিশ্রণে পাবদা মাছের মজাদার একটি রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

পাবদা মাছ আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তবে পাবদা মাছ দিয়ে এরকম বিভিন্ন সবজি একসাথে রান্না করে খাওয়া হয়নি। আপনি বেশ কয়েকটি সবজি ব্যবহার করেছেন এখানে। করলা গুলো আস্তই দিয়ে দিয়েছেন দেখছি। দেখতে ভালো লাগছে। খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 last year 

সবজির সংমিশ্রণে পাবদা মাছের মজাদার রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 last year 

পাবদা মাছ আমাদের এই এলাকায় পাওয়া যায় না। তবে মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রায় মাঝেমধ্যে মানুষের দেখি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছে। আসলে এই মাছটা খুবই সুস্বাদু আর খাওয়ার উপযোগী। খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখছি।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পাবদা মাছ কিন্তু খেতে ভীষণ দারুন লাগে তার পর যদি বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয় তাহলে দারুণভাবে জমে উঠে। হরেক রকম সবজি দিয়ে অনেক সুন্দর করে আপনি রান্নাটি সম্পূর্ণ করেছে এবং এই রান্নাটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন।এই ধাপসমূহ অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। যা বুঝতে খুব সহজ হয়েছে।আপনারা রান্নার ধরনটি অনেক ভাল এবং আপনার রান্নার ধরনটি দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

পাবদা মাছের খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আর আপনি যেভাবে আজকে পাবদা মাছ দিয়ে এরকম সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ এরকম একটি রেসিপি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার রেসিপি তৈরি করার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। আর সবসময় এরকম সুন্দর সুন্দর ও ইউনিক রেসিপি শেয়ার করার আশা রইল।৷

 last year 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 last year 

পাবদা মাছ খুব সুস্বাদু একটি মাছ।আপনি সবজির মিশ্রনে সুন্দর পাবদা মাছের লোভনীয় রেসিপি শেয়ার করেছেন।খুব সুন্দর হয়েছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 last year 

পাবদা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বেগুন ,আলু, মুলা এবং করলা দিয়ে পাবদা মাছের রেসিপি করেছেন। শীতকালের এ ধরনের সবজি দিয়ে রেসিপি করলে খেতে অনেক মজা লাগে। এবং রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি উপস্থাপনা করার জন্য।

 last year 

শীতকালীন সবজি দিয়ে যেকোনো রেসিপি খাওয়ার মজাই আলাদা। আর পাবদা মাছ খেতে আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। আর আপনি শীতকালীন অনেকগুলো সবজি দিয়ে পাবদা মাছের চমৎকার রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। এবং রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92732.43
ETH 3310.72
USDT 1.00
SBD 2.90