পাওয়ার আপ সিজন-৪ “১০ স্টিম পাওয়ার বৃদ্ধি” By @mohamad786

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

প্রতি সপ্তাহে আমার বাংলা ব্লগ কমিউনিটির পাওয়ার আপ প্রতিযোগীতায় আমি অংশগ্রহণ করি।তাই আজকে আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ পোস্ট করলাম । আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ এর বিকল্প নেই। তাই সিজন-৪ প্রতিনিয়ত পাওয়ার আপ করবো ইনশাআল্লাহ ।নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবি গুরুত্বপূর্ণ। আমি আজকে আবারও আমার শক্তি বৃদ্ধি জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলাম ।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ডাবল ডলফিন হবো ইনশাআল্লাহ। সেই পথেই এগিয়ে যাচ্ছি। আমি প্রতি সপ্তাহে নিদিষ্ট পরিমাণ এসপি পাওয়ার আপ করি। আজকে তাই ১০স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ডাবল ডলফিন হতে পারি।


IMG_20240112_150307.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ তে আমার টার্গেট হলো ডাবল ডলফিন হবো।সেই লক্ষ্য নিয়ে আমি পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ।


IMG_20240217_000916.jpg

  • পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।

IMG_20240217_000937.jpg

  • আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।

IMG_20240217_001002.jpg

  • তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।


পাওয়ার আপ এর পরিমাণ

পূর্বে এসপি ছিল৮০৮৮.০১২ স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি৮০৯৮.০১৭ স্টিম


আজকে সিজন-৪ এর পাওয়ার আপ প্রতিযোগীতায় ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম।শক্তি বৃদ্ধি করতে হলে নিয়মিত পাওয়ার আপ করবো ইনশাআল্লাহ । পাওয়ার আপ এর মাধ্যমে আমি ডাবল ডলফিন এর সপ্ন পূরণ করবো এটাই আমার লক্ষ্য।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন পাওয়ার আপ পোস্ট নিয়মিত ভাবে করতে পারি।আর স্টিমেট প্লাটফর্মে নিজেকে টিকিয়ে রাখতে পারি।তাই আমি পাওয়ার আপ এর মাধ্যমে আমার শক্তি অর্জন করছি।সেজন্য আমি নিয়মিত পাওয়ার আপ করে যাবো,এভাবেই আমার শক্তি বৃদ্ধি করে ডাবল ডলফিন হবো ইনশাআল্লাহ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার একাউন্টের সক্ষ্যমতা আরো বেশি বৃদ্ধি করেছেন।আর আমরা যত বেশি পাওয়ার বৃদ্ধি করবো তত বেশি নিজের স্থান টি ধরে রাখা সহজতর হবে।

 4 months ago 

ধারাবাহিকভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি ধারাবাহিকভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন এটা জেনে খুবই ভালো লাগলো। এরই মধ্য দিয়ে আপনি ৮ হাজার ৯৮ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

 4 months ago 

ভাই আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৮,০৯৮+ এসপি তে পৌঁছে গেলেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য ডাবল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 4 months ago 

আসলে ভাইয়া যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি।আর এই সক্ষমতাই হচ্ছে আমাদের একাউন্টের শক্তি।তবে আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করে ৮ হাজার ৯৮ এসপিতে পৌঁছে গেলেন দেখে অনেক ভালো লেগেছে। আশা করছি এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আপনি কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন আর তাইতো আজকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এভাবেই সামনের দিকে এগিয়ে যান ভাই শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আশা করি আপনি খুব তাড়াতাড়ি ডাবল ডলফিন অর্জন করবেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ জন্য করে সবার থেকে বেশি এগিয়ে গেলেন ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার দশ স্টিম পাওয়ার বৃদ্ধি দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত স্টিম পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্খিত ডবল ডলফিন হওয়ার খেতাবটি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকে দশ স্টিম পাওয়ার আপ পোস্ট করার পর আপনি, নিজের সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করেছেন দেখে ভালো লেগেছে। প্রতিনিয়ত যদি এভাবে পাওয়ার আপ করে যেতে থাকেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং কি নিজের স্থান অনেক বেশি শক্ত করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যান সামনের দিকে। আশা করছি খুব শীঘ্রই ডাবল ডলফিন অর্জন করতে পারবেন।

 4 months ago 

আমরা সকলেই চাই আমাদের শক্তি বৃদ্ধি করতে। শুনে বেশ খুশি হলাম যে আপনি সিজন ৪ এ প্রতিটি সপ্তাহে পাওয়ার আপ করছেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখছেন।

যদিও ১০ স্টিম কম অ্যামাউন্ট তবে এভাবেই আমি আশাবাদী আপনি খুব শীঘ্রই ডাবল ডলফিন এর স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনার ডাবল ডলফিন এর স্বপ্ন খুব শীঘ্রই যেন পূরণ হোক।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66161.28
ETH 3556.76
USDT 1.00
SBD 3.14