গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কিছু মুহূর্ত🌹By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

অনেকদিন পর গ্রামে এসেছি, তাই গ্রামের প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে দিয়ে ভ্রমণ করতে ছিলাম। সত্যিই গ্রামের এই শস্য-শ্যামল ফসল ভরা দৃশ্যগুলো যত দেখি ততই যেন ভালো লাগে। কি অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য ফুটে উঠেছে। আমাদের এই গ্রামের বিকেলবেলা মুহূর্তগুলো উপভোগ করলাম। এই সৌন্দর্যময় মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছে। সবুজ প্রকৃতির মধ্যে তাদের ফসলের জমিতে ধানের চারা রোপন করছে।

IMG_20230131_192832.jpg

IMG_20230131_192753.jpg

সবুজ প্রকৃতির ফসলের মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর এই সবুজ প্রকৃতি উপভোগ করতেছিলাম। সত্যিই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে অনেকদিন পর যখন গ্রামে আসা যায়, তখন গ্রামের প্রকৃতি গুলো আরো বেশি ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো ফুটে উঠেছে, আমাদের এই গ্রামে।আর গ্রামের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করলাম।


IMG_20230131_192843.jpg

location

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে দেখতে পেলাম কৃষকেরা তাদের ফসলের জমিতে ধানের চারা লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে গ্রাম বাংলার প্রত্যেকটা কৃষক এখন ব্যস্ত হয়ে পড়েছে। তাদের ফসলের জমিতে ধানের চারা লাগানোর জন্য। তারা মাটির মানুষ যেন মাটির সাথে মিশে কাজ করছে। সত্যি গ্রাম বাংলার কৃষকদের এই কাজের দৃশ্য গুলো দেখলে তাদের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা চলে আসলো।


IMG_20230131_192822.jpg

IMG_20230131_192806.jpg

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। কথাটি একদম সত্য। কারণ কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। আর এই ফসল খেয়ে আমারা জীবন বাঁচায় এবং আমরা দেশের জন্য কাজ করি। কৃষকদের কাজের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা এবং সম্মান জানাতে হবে। কারণ তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের জন্য। সত্যিই কৃষকদের এই কাজের দৃশ্য গুলো দেখে আমার তাদের প্রতি অন্য রকম একটা অনুভূতি চলে আসলো। তাই আমারা সবাই কৃষকদের শ্রদ্ধা ও সম্মান করবো।তাহরেই কৃষকেরা প্রাপ্য সম্মান পাবে এবং তারা আরও কাজ করার অনুপ্রেরণা পাবে।


গ্রাম বাংলার এই প্রকৃতির দৃশ্য গুলো উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছে।আর কৃষকেরা তাদের ফসলের জমিতে কাজ করার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই সৌন্দর্যময় দৃশ্যগুলো মধ্যে আজকে বিকেল বেলার মুহূর্তটা খুব ভালোভাবে উপভোগ করেছি।

আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব সময় কাছে টানে গ্রামে যাওয়ার জন্য। যদিও গ্রামে যাওয়া হয় তখন হাতে কম সময় থাকার কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আপনি অনেকদিন পর গ্রামে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। কম বেশি সবারই গ্রামের প্রাকৃতিক দৃশ্য পছন্দ।

 2 years ago 

গ্রাম বাংলার রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। তাছাড়া অনেকদিন পর গ্রামে গেলে গ্রামের সৌন্দর্য আরো বেশি ভালো লাগে। বিশেষ করে সবুজ প্রকৃতি দেখলে মন জুড়িয়ে যায়। তাছাড়া সন্ধ্যা বেলায় ধান ক্ষেতের পাশে গ্রামের দৃশ্যগুলো আরো বেশি চমৎকার লাগে। আপনি অনেকদিন পর গ্রামে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং অনেক ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61006.67
ETH 2417.79
USDT 1.00
SBD 2.61