❝চলতি পথে পছন্দের কিছু জায়গার রেনডম ফটোগ্রাফি❞

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20231012_161115.jpg

আমি অনেক দিন ধরে অনেক ব্যস্ত সময় পার করছি।তাই আপনাদের মাঝে তেমন সময় দিতে পারছি না।কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি কম হলেও যেন সপ্তাহে দুই তিনটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি।গতকাল সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করতে হয়েছিল।তাই গতকাল পুরো দিনটি রাস্তার মধ্যে কাটিয়ে দিয়েছিলাম।ঢাকার রাস্তাগুলো এমনিতেই অনেক সুন্দর।কিন্তু যানজটে ভরা।আবার রাস্তার দুপাশ দিয়ে বড় বড় বিল্ডিং আবার কোথাও রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ।তো সবকিছু মিলে খুব সুন্দর একটি পরিবেশ।কোথাও গিয়ে বিরক্তি প্রকাশ করতে হয় আবার কোথাও গিয়ে একটু মানসিক শান্তি পায়।তো গতকাল ব্যস্ত সময়ের মধ্যেও আমি আপনাদের জন্য কিছু ফটোগ্রাফি করেছিলাম।ঢাকা শহরের বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলো এখন আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি।আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর দেরি না করে একটি একটি করে ফটোগ্রাফি দেখা শুরু করা যাক...


IMG_20231012_153240.jpg

Location
Device:Poco X2

আপনারা ছবিতে এখন যে জায়গাটি লক্ষ্য করতে পারছেন এই জায়গাটি ঢাকা শহরের গুলশান ২।গতকাল সকালে ঘুম থেকে উঠেই বড় ভাইয়ের সাথে গুলশান-২ এ যেতে হয়েছিল।আমার বড় ভাইয়ের একটি অফিসিয়াল কাজ ছিল সেখানে তাই ভাই আমাকে সাথে নিয়েই গুলশান-২ এ গিয়েছিল।এই প্রথমবার আমি গুলশান গিয়েছিলাম।আগে থেকে জানতাম যে গুলশান এলাকার পরিবেশটা অনেক সুন্দর।এখানে সবাই টাকাওয়ালা লোক।তাই এখানকার বিল্ডিং গুলা অনেক বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর।বিশেষ করে গুলশানের রাস্তায় শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার।যানজটও আল্লার রহমতে সব সময় লেগেই থাকে।তো গতকাল সকালে ভাইয়ের সাথে মটর সাইকেলে গুলশানে যাওয়ার সময় চলতি পথেই এই ফটোগ্রাফি দুটি করেছিলাম।গুলশানে গিয়ে বারবার মনে হচ্ছিল এখানে যদি আমার একটি বাড়ি থাকতো, ইস্ কতই না ভালো হতো।

IMG_20231012_153339.jpg

Location
Device:Poco X2

IMG_20231012_153154.jpg

Location
Device:Poco X2

এখন আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ঠিক রমনা পার্কের সামনে অবস্থিত।রমনা পার্কের সামনে আমার এক বড় ভাইয়ের বাসা।তাই গুলশানে সকল কাজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। রমনা পার্কের সামনের এই রাস্তাটি আমার অনেক পছন্দের।কারণ এই রাস্তাটি প্রায় সময় ফাঁকা থাকে।এবং রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা থাকায় অন্যরকম একটা সৌন্দর্য এখানে দেখা যায়।আর ঢাকা শহরে এরকম দৃশ্য আমার অনেক ভালো লাগে।আর এই ফটোগ্রাফিটিও আমি চলতি পথেই করেছিলাম।

IMG_20231012_153208.jpg

Location
Device:Poco X2

এখন আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত।এই এলাকাটির নাম দোয়েল চত্বর। আপনার এখানে যে বড় একটি দোয়েল এর ভাস্কর্য দেখতে পাচ্ছেন এটি মূলত দোয়েল চত্বর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্রে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার জন্য হলে ঠিক পাসেই দোয়েল চত্বর অবস্থিত।রিক্সা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় দোয়েল চত্বরে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

IMG_20231012_153219.jpg

Location
Device:Poco X2

উপরের ছবিটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় তোলা।রিক্সা নিয়ে যাওয়ার সময় রিক্সা মামার পিছন থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। আপনারা সবাই হয়তো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়।এই বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো অনেক সুন্দর।বিশেষ করে রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ থাকায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার মাঝখান দিয়ে রিক্সা নিয়ে যাওয়া হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অন্যরকম একটা সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি।এই ছবিটি তুলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে যাওয়ার সময়।

IMG_20231012_153315.jpg

Location
Device:Poco X2

সর্বশেষে এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির মগবাজার ফ্লাইওভারের নিচে। মগবাজার ফ্লাইওভারের পিলার গুলো এভাবে পেইন্টিং করা হয়েছে। পিলার গুলো পেইন্টিং করার মধ্য দিয়ে এই রাস্তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।এই রাস্তায় গেলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। দেখে যেন মনে হয় অন্য এক জগতে এসে পড়েছি।কারণ বাংলাদেশের কোথাও এভাবে ফ্লাইওভারের পিলারে পেইন্টিং করা নাই।পিলার গুলো পেইন্টিং করার মধ্য দিয়ে এই রাস্তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।এই রাস্তায় গেলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। দেখে যেন মনে হয় অন্য এক জগতে এসে পড়েছি।কারণ বাংলাদেশের কোথাও এভাবে ফ্লাইওভারের পিলারে পেইন্টিং করা নাই।

আপনাদের মাঝে আজকে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করলাম। সবগুলো ফটোগ্রাফি ছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গার।ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লেগেছে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝চলতি পথে পছন্দের কিছু জায়গার রেনডম ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 10 months ago 

চলতি পথের ভালো লাগার স্থানগুলো আমিও এভাবে ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ করে থাকি তবে আপনাদের মাঝে অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করি সামনের দিনে আপনাদের মাঝে এভাবে অনেক ফটো শেয়ার করব। বেশ ভালো লাগলো চলতি পথের সুন্দর সুন্দর দৃশ্য গুলো ধারণ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে।

 10 months ago 

ভাইয়া আপনি এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। একদম ঠিক বলেছেন ভাইয়া ঢাকা শহরের রাস্তা ঘাট খুব সুন্দর কিন্তু যানজটে ভরপুর। আপনি সারাদিন রাস্তায় ছিলেন বলেই হয়তো আমরা এত সুন্দর ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সত্যিই এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে অশান্তি বাড়ে আবার এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়। যাই হোক এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

চলতি পথের দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। গুলশানের চমৎকার চমৎকার ফটো আপনি শেয়ার করেছেন। বিশ্ব বিদ্যালয় আমরা সবাই চিনি।তবে আপনি ঠিকই বলেছেন বড় বড় গাছ গুলো থাকায় আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছি। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

চলতি পথে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রাস্তার পাশের পিলার গুলো পেইন্টিং করার কারণে সত্যি অনেক সুন্দর লাগছে। আপনি মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। চলতি পথে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে তা সুন্দর করে উপস্থাপন করেছেন। রমনা পার্কের সামনে ফটোগ্রাফি টি বেশ সুন্দর। ফটোগ্রাফিটির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা যায়। এত দুর্দান্ত ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

এটা ঠিক বলছেন আসলে আমাদের পরিবেশটা এমনই হয়ে গেছে তিন দিন। কোথাও শান্তি পাওয়া যায় না। আবার কোথাও ঘুরতে গেলে স্বস্তি পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ভালো লেগেছে ভাইয়া চলতি পথের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

ব্যস্ত সময়ের মধ্যেও যে এত সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে এত সুন্দর বর্ণনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

 10 months ago 

অনেকদিন পর আপনার ফটোগ্রাফি দেখলাম চলতি পথে পছন্দের কিছু জায়গায় রেনডম ফটোগ্রাফি।আমিও ভাই প্রায় এক বছর পর ফিরে আসলাম তারপর আপনার সাক্ষাৎ পেয়ে আমার বেশি ভালো লাগছে। রিক্সা চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাস্তাগুলি অনেক ভালো লাগে। আমি কয়েক মাস ছিলাম কোচিং এর জন্য ছিলাম। বেশ ভালো ছিল সময় গুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38