মুক্ত আকাশে দুহাত বাড়িয়ে উড়ে চলার গল্প
পাখিরা নীল আকাশে উড়ে বেড়ায় মুক্তমনে শান্তির খোঁজে। সত্যিই এই দৃশ্যগুলো যত দেখি ততই যেন ভালো লাগে। মুক্ত আকাশে তারা শান্তিতে ঘুরে বেড়ায়। আসলে প্রতিটা মানুষই মুক্তি চায়, কেউ পরাধীন ভাবে বেঁচে থাকতে চায় না। সকলে যেন স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চায়। আপনি পাখিদের যতই আদর সোহাগে খাচায় পালন করুন না কেন, তাদের যেন এটা বন্দিজীবন। আর এই বন্দি জীবনে তাদের কখনোই ভালো লাগেনা। যখনই তারা খাঁচা থেকে একটু বেরিয়ে যাবে তখনই মুক্ত আকাশে শান্তির খোঁজে উড়ে বেড়াবে। আর এই শান্তির খোঁজে যখন নীল আকাশের দুটি পাখা মেলে উড়তে শুরু করে সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ।
আমি আমাদের সিরাজগঞ্জের কাটাখালি নদীর পাড়ে বিকেলবেলা হেঁটে যাচ্ছিলাম। আর হেঁটে যাবার মুহূর্তগুলো অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। বিশেষ করে নদীর পারে কিছু মুহূর্ত যখন উপভোগ করতেছিলাম তখন দেখতে পেলাম কিছু সৌন্দর্যময় পাখি মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আর এই পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। তাই আমি নদীর পাড়ে বসে থেকে এই পাখিটি উড়ে বেড়ানোর দৃশ্য উপভোগ করতেছিলাম। তারা যেন আপন মনে মুক্ত আকাশে দুটি ডানা মেলে সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছিলো।
সত্যি বিকেল বেলা নদীর পাড়ে এসে এই সৌন্দর্য দৃশ্য দেখতে পাবো এটা আমি কল্পনা করতে পারিনি। আমার এত ভাল লেগেছে যে বলার মত না। আমি এই পাখিদের দিকে তাকিয়ে তাদের ডানা মেলে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে ছিলাম। পাখি গুলো এত আনন্দের সাথে এবং মুক্তমনে দুটি ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল সেই দৃশ্যটি সত্যি আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি যেন তাকিয়ে রইলাম তারা একের পর এক উড়ে বেড়াচ্ছিল। এই নদীর উপর দিয়ে আর আমার এই দৃশ্য দেখতে খুবই ভালো লেগেছে এবং আশেপাশে আরও অনেকেই ছিল তারাও যেন এই পাখিদের মুক্ত আকাশে শান্তির খোঁজে ডানা মেলে উড়ে বেড়ানোর দৃশ্য গুলো উপভোগ করতে ছিলো।
সবাই স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, স্বাধীনতা একটি অমূল্য সম্পদ। আপনি পরাধীন থেকে কখনোই স্বাধীনতার শান্তি পাবেন না। আপনাকে যতই আদর সোহাগে এবং শান্তিতে রাখা হোক না কেন। আপনি যখনই মুক্ত আকাশের মধ্যে মুক্ত জায়গাতে ঘুরে বেড়িয়ে যে শান্তিটা পাবেন এই শান্তিটা কখনোই বন্দি জীবনের মধ্যে পাবেন না। তেমনি পাখিদের যতই আদর সোহাগে খাঁচার ভিতর লালন-পালন করা হোক না কেন, তার আসলে চায় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে, তাদের এই ডানা মেলে উড়ে বেড়ানোর মুহূর্তগুলো অনেক আনন্দের এবং সুখের হয়ে থাকে।
আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺








পাখিদের উড়ে বেড়ানো দেখে ছোটবেলা ভাবতাম যদি তাদের মত উড়তে পারতাম তাহলে কতই না মজা হত । খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতাম। আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে নদীর পাড়ে গিয়ে পাখিদের উড়ে বেড়ানোর মুহূর্তে অনুভূতির কথা ভালো ছিল।
পরাধীন থাকতে কেউই চায় না সে মানুষই হোক আর পাখি হোক। ঠিকই বলেছেন ভাইয়া পাখিদের যত আদর করে খাঁচার বন্দি করে রাখেন না কেন এরা খাঁচা খোলা পেলেই আকাশে উড়াল দেয়। আপনি বিকাল বেলায় ঘুরতে গিয়ে খুব সুন্দর পাখির ফটোগ্রাফি করেছেন । উড়ন্ত পাখির ফটোগ্রাফি করা বেশ কষ্টকর। আপনি পাখিগুলোকে উড়তে দেখে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ভালো লাগলো দেখে।
বিকেল বেলায় নদীর পাড়ে হাঁটাহাঁটি করতে সত্যি ভালো লাগে। আসলে সেই সময় হয়তো প্রকৃতির অনেক দৃশ্য চোখে পড়ে। উড়ে যাওয়া সেই মুক্ত পাখিটি দেখে আপনি মনের কল্পনায় অনেক কিছুই ভেবে নিয়েছেন। আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া।
ভাইয়া আপনার পোস্টটি পড়ে বেশ ভালোই লাগলো। বিকেলে নদীর পাড়ে হাঁটতে যেয়ে মনের অনুভূতিগুলো বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন আমাদের মাঝে। তবে কি আমারও মাঝে মাঝে মনে হয় আমি যদি এরকম প্রকৃতিতে হেটে বেড়াতে পারতাম। পারতাম পাখি হয়ে ডানা মেলে আকাশে ভেসে বেড়াতে।
আসলে ভাই মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানোর স্বাধীনতা প্রত্যেকটা পাখিটি রয়েছে। আর মানুষের যেমন স্বাধীনতা পছন্দ করে। পরাধীন কখনো থাকতেছে চায় না। আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে।
ঠিক বলেছেন সবাই চাই মন খুলে মুক্ত আকাশে উড়ে বেড়াতে। তবে মানুষের পক্ষে এভাবে উড়ে বেড়ানোর সম্ভব নয় তাই সবাই চায় মনের কষ্ট বেদনা ভুলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। আর হ্যাঁ খাঁচায় বন্দি করে যত আদর যত্নই করেন না কেনো যে বন্দী থাকে সেই বুঝতে পারে যে এটা তার কাছে কত কষ্ট দাওক। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে আমাদের সবারই অনেক ভালো লাগে ভাই। মুক্ত আকাশে পাখির উড়ে বেড়ানোর দৃশ্য দেখে আমাদের নিজেদের ভিতরে মুক্তির ভাব জাগ্রত হয় এই জন্যই হয়তো এত বেশি ভালো লাগে। বিকেল বেলায় নদীর পাড়ে গিয়ে আপনি এত সুন্দর দৃশ্য উপভোগ করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ভালো লাগার কথা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।