হঠাৎ করে বিকেলবেলা মাছের বাজারে গিয়ে মাছ কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

প্রতিদিন বিকেল বেলা বন্ধুদের সাথে ঘুরতে খুবই ভালো লাগে। তাই বন্ধুদের সাথে বিকেলবেলা দারুন মুহূর্তগুলো উপভোগ করার জন্যই বের হয়েছিলাম। আর এই বিকেলের সুন্দর পরিবেশের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার সময় আমরা বাজারের পাশে দিয়ে যাচ্ছিলাম।আর মাছের বাজার দেখতে পেলাম, তো বন্ধুরা বলল চল মাছের বাজারে গিয়ে মাছ দেখি। যদি ভালো মাছ পায় তো কিনব।আসলে মাছের বাজারে আসলাম মাছ কেনার উদ্দেশ্যে না। মূলত আমরা মাছ দেখার জন্য এসেছি। যদি ভালো পাই তাহলে কিনব। তাই এই মাছের বাজারের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। যা এখন শেয়ার করলাম।

IMG_20231206_181901.jpg

তাই মাছের বাজারে ঢুকিয়ে দেখতে পেলাম এক ভাই সে নদীর পাবদা মাছ বিক্রি করছে। আসলে এই নদীর টাটকা টাটকা মাছ বিক্রি করে দেখতে পেয়ে ভালই লাগলো এবং তার কাছে শিং মাছও ছিল। যার কারণে এই মাছগুলো দেখে খুবই ভালো লাগলো।এরকম টাটকা মাছ বেশি পাওয়া যায় না। বিশেষ করে শিং মাছ গুলো । তাই ফটোগ্রাফি করেছি।



IMG_20231206_181845.jpg

এই মাছের বাজারে সকাল ও বিকেলে মাছ পাওয়া যায়। আমরা বিকেল বেলা এসেছি। যার কারণে ভিড় কম ছিল। সকাল বেলা অনেক ভিড় থাকে।তবে মাছের বাজারে এসে দেখতে পেলাম অনেকেই মাছ বিক্রি করছে। তাই মাছের বাজারের এই সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20231206_181815.jpg

তারপরে গলদা চিংড়ি দেখতে পেলাম। আর এই গলদা চিংড়ি গুলো দেখে ভালো লাগলো। কারণ গলদা চিংড়ি আমার খুবই প্রিয়। বাজারে দেখতে পেলাম আর বিকেল বেলার দাম একটু বেশি ছিল। সকালে চাইতে বিকেলের দাম বেশি।কারণ বিকেলে মাছ কম উঠে, আর মাছের চাহিদা বেশি থাকে।

IMG_20231206_181746.jpg

তারপর ইলিশ মাছ দেখতে পেলাম। আর এই ইলিশ মাছগুলো নরম হয়ে গিয়েছিল। যার কারণে ইলিশ মাছ কেনার প্রতি একটা ইচ্ছা ছিল, কিন্তু নরম হওয়া যার কারণে আর এই ইলিশ মাছ কেনা হলো না। তবে এই ইলিশ মাছগুলো অনেক বেশি সুস্বাদু হয়। যার কারণ এই ইলিশ মাছগুলো যমুনা নদীর ছিল। তাই আমরা এই ইলিশ মাছ কিনতে ছিলাম কিন্তু নরম হওয়াতে আর কেনা হলো না।

IMG_20231206_181728.jpg

তারপরে অনেক রুই মাছ ছিল। এই রুই মাছগুলো আমাদের কাছে বিক্রি করার জন্য বারবার এই মাছ বিক্রেতা ভাই বলতেছিল। আসলে রুই মাছ কেনার কোন ইচ্ছা ছিল না। যার কারণে দাম কমলেও দিতে চাইলো, কিন্তু রুই মাছ কেনা হলো না। তবে রুই মাছগুলো ভালো ছিল।

IMG_20231206_181759.jpg

অবশেষে এক চাচার কাছে আমরা নদীর চিতল মাছ দেখতে পেলাম। আর এই চিতল মাছ কেনার জন্যই সকলেই সিদ্ধান্ত নিলাম। আসলে চিতেল মাছ খেতে খুবই মজা, বিশেষ করে নদীর মাছ আরো বেশি মজা লাগে। তাই এই চাচার কাছ থেকে চিতল মাছটি কিনেছি, আমরা ৮০০ টাকা দিয়ে। দুটি মাছ ছিলো তার কাছে, আমরা একটি কিনেছি। আর এই চাচা সেই চিতল মাছটি খুবই সুন্দরভাবে আমাদের পিস পিস করে কেটে দিবে। তাই এই মাছটি কিনতে পেরে খুবই ভালো লাগছে। তাই মাছের বাজারের কাটানো মুহূর্ত গুলো ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 8 months ago 

বাহ মাছ বাজার গিয়ে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মাছ বাজারে গেলে নানা রকমের মাছ দেখতে পাওয়া যায়। ৮০০ টাকা দিয়ে চিতল মাছ কিনেছেন শুনে খুব ভালো লাগলো। আসলে চিতল মাছ খুবই মজাদার এবং সুস্বাদ। মাছ বাজারে যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 8 months ago 

আসলে বর্তমান সময়ে সব জিনিসের দামই অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে যার কারণে কেনাকাটা করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যাইহোক অবশেষে আপনি ৮০০ টাকা কেজি ধরে একটি চিতল মাছ কিনেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 8 months ago 

বাহ মাছের বাজারে গিয়ে তো দারুন মাছ কিনলেন আপনি। মাছের দৃশ্য গুলো শেয়ার করলেন দেখে ভালো লাগলো। বিকেল বেলায় বাজারে যেয়ে মাছ কিনতে খুব ভালো লাগে। যখন স্টুডেন্ট ছিলাম তখন মাঝে মধ্যে বাজারে যাওয়া হতো মাছ কিনার জন্য। মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো।

 8 months ago 

মাছ বাজারে কাটানো সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন। গলদা চিংড়ি আমারও খুব প্রিয়। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ গুলো দেখে খুব ভালো লাগলো। বেশ বড় ইলিশ মাছ দেখছি। তবে নরম হয়ে যাওয়ার কারণে কিনতে পারেননি। আসলে বিকেল বেলা খুব একটা তাজা মাছ পাওয়া যায় না। আর দামটাও বেশি। যাইহোক সবশেষে দুটি চিতল মাছ কিনেছেন। চিতল মাছ আমি শেষ কবে খেয়েছি আমার নিজেরও মনে নেই। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 8 months ago 

নদীর চিতল মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেক গুণ বেশি। যদিও চিতল মাছের দাম তুলনামূলক বেশি কিন্তু তারপরও ৮০০ টাকা কেজি ধরে চিতল মাছ আপনি ক্রয় করেছেন এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67050.87
ETH 3252.29
USDT 1.00
SBD 2.64