অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

ঈদের ছুটিতে আমি আমার মামা বাড়িতে ভ্রমণ করতে গিয়েছিলাম। মামাবাড়িতে ভ্রমণ করার মুহূর্তটা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি এবং সবার সাথে দেখা হয়েছিল এবং খুবই সুন্দর সময় পার করেছে। তাই মামা বাড়িতে গিয়ে আরো বেশি ভালো লেগেছে, কারণ মামা বাড়িতে ফুলের বাগান ছিল। আর এই ফুলের বাগানের বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ছিল। এই ফুলগুলোর দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।


IMG_20230428_122542.jpg

IMG_20230428_122551.jpg

location

এই ফুলের বাগানে আমি খুবই সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। বিশেষ করে আমি হলুদ রঙ্গন ফুল দেখতে পেয়েছি। আর এই হলুদ রঙ্গন ফুল খুব একটা বেশি দেখা যায় না। তাই এই বাগানে খুবই সুন্দর ভাবে হলুদ রঙ্গন ফুল ফুটে ছিল। সেই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো।


IMG_20230428_122609.jpg

IMG_20230428_122601.jpg

location

তারপরে অপরূপ সৌন্দর্যময় লাল ফুল গুলো দেখতে পেলাম। সত্যিই এই ফুল গুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই লাল ফুল গুলো এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। আর মামা এই ফুল গাছগুলো খুবই যত্ন করে প্রতিদিন সকালবেলা পানি দেওয়া এবং ফুলের যত্ন করার কারণে বাগানটি সুন্দরময হয়েছে।বাগানের ফুলের দিকে লক্ষ্য রাখে যার কারণে বাগানটি সৌন্দর্যময় হয়েছে।


IMG_20230428_122617.jpg

location

এই বাগানে সাদা রঙের সৌন্দর্যময় ফুল দেখতে পেলাম। এই ফুলগুলো নাম জিজ্ঞেস করলাম। এই ফুলের নাম হল হাইড্রেজ্ঞ। এই নামটি আমার কাছে অদ্ভুত লেগেছে। তারপরও এই ফুলগুলো সত্যিই অসাধারণ ছিল। দেখে আমার খুবই ভাল লাগল। এই সুন্দর্যমঢ ফুলটা আমি প্রথম দেখলাম।


IMG_20230428_122629.jpg

location

তারপরে হলুদ রঙের অপরূপ সৌন্দর্যময় মাইকের মত এই ফুলগুলো দেখতে পেলাম। সত্যিই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। ফুল গুলো ছিল মাইকের মত আর কলমি ফুলের মতোই দেখতে, দেখে খুবই ভালো লাগলো, অসাধারণ ছিল এই ফুলগুলো।


IMG_20230428_122640.jpg

location

তারপরে আমি লাল রঙের ক্যাসটিলেজা ফুল দেখতে পেলাম। এই ক্যাসটিলেজা গুলো ফুলগুলো সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। লাল রঙের এই ফুলগুলো যেন বাগানটিকে সৌন্দর্যময় করেছে।


IMG_20230428_122701.jpg

location

অপরূপ সৌন্দর্যময় সাদা রঙ্গের টগর ফুল দেখতে পেলাম। এটা ফুল গুলো সত্যি অনেক সুন্দর। আসলে ফুলের বাগানে এই সৌন্দর্যময় গাছ গুলোর কারণে বাগানটি সৌন্দর্যময় দেখতে লাগে। তাই মামার বাগানের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।


মামার ফুলবাগানের অপরূপ সৌন্দর্যময় ফুলগুলোর দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। তাই ঈদের ভ্রমণের মুহূর্তটা আমি আনন্দ সাথে উপভোগ করেছি এবং ফুলবাগানের সৌন্দর্যময় কিছু ফুলের ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণফুলের ফটোগ্রাফি
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
Loading...
 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং টগর ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া ফুলের এই ফটোগ্রাফি গুলো খুব ভাল লাগলো। সবগুলো ফটোগ্রাফি ই ভাল লেগেছে।আর হলুদ রঙের ফুলগুলো হলো অলকানন্দা ফুল।এই ফুলগুলো দেখলেই আমি আমার স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যাই।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমাদের সকলের খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত থেকে দক্ষতার সহকারে কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে হাইড্রেজ্ঞ ফুল দেখতে খুবই দুর্দান্ত। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসাধারণভাবে আপনি আপনার ফোনের ক্যামেরা বন্দী করে। কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল তার মধ্যে রঙ্গের টগর ফুল এর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল জোনাকি মতো জ্বলে রয়েছে। সাদা ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছিল।

 2 years ago 

রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং টগর ফুলের ফটোগ্রাফিটি দেখে আমায় সবচাইতে বেশি ভালো লেগেছে। আসলে এ ধরনের ফুলের ফটোগ্রাফির মধ্যে রয়েছে অপরূপ সৌন্দর্য। আর আমি এমনিতেই রঙ্গন ফুল এবং টগর ফুল খুবই পছন্দ করি। যাহোক দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আমার খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আজকে মন ছুঁয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108414.97
ETH 3828.36
USDT 1.00
SBD 0.60