ভালোবাসার স্বরচিত কবিতা “তোমার অপেক্ষাই” By mohamad786🌹

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি এবং সাথে ঝড় হয়েছে। যার কারণে রাতে কারেন্ট ছিল না। একা একা বসে ছিলাম আর একা একা বসে থেকে প্রিয় মানুষের কথা খুব মনে পড়তেছিলো তো তাই প্রিয় মানুষকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছিলাম। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতে খুবই ভালো লাগে। আর এই অপেক্ষা যেন অনেক আনন্দময় এবং পরিপূর্ণতা পায় যখন ভালোবাসার প্রিয় মানুষটি ফিরে আসে।ভালোবাসার অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যত প্রকাশ করি ততই যেন বৃদ্ধি পায়। তো বন্ধুরা আজকে আমার এই অনুভূতি থেকে কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


sunset-gc5eb37aec_1280.jpg

source

"তোমার অপেক্ষাই"
মোঃ ফয়সাল আহমেদ


আমার মনের এই ছোট্ট ঘরে,
রেখেছি তোমার জায়গা যত্ন করে।
আসবে আসবে তুমি সকল বাঁধা পেরিয়ে।
অপেক্ষার প্রহর কাটিয়ে।

তোমার জন্য অপেক্ষা করতে হাজার বছর রাজি।
যখন আসবে তুমি আমার ঘরে,
রাখব তোমাকে আমার মনের ঘরে,
ভালোবাসার চাদরে জড়িয়ে।

আমার বুকের মধ্যেখানে,
রেখেছি তোমারে জায়গা যত্ন করে।
সকল বাঁধা দূর করে,
কবে আসবে তুমি আমার এই মনের ঘরে।

কবে আসবে তুমি অপেক্ষার প্রহর কাটিয়ে,
তোমাকে বরণ করে নেব ভালোবাসার ফুল ছিটিয়ে।
যখন আসবে তুমি আমার ঘরেতে,
বরণ করে নেব কোকিলের মিষ্টি সুরের গান গেয়ে।

তোমার অপেক্ষায় আজও,
দাঁড়িয়ে আছি ভালবাসার ফুল নিয়ে,
কবে আসবে তুমি সকল বাঁধা পেরিয়ে,
রাখবো তোমাকে জনম জনম ধরে মনের এই ছোট্ট ঘরে।


birds-g7fadb879a_1920.jpg

source

আমার হৃদয়ের ছোট্ট ঘরেতে ভালোবাসার প্রিয় মানুষের জায়গা অনেক যত্ন করে রেখে দিয়েছি। আর সেই অনুভূতি থেকেই কবিতা লেখা। সেই জায়গাটি এখনো অপেক্ষায় রয়েছে প্রিয় মানুষের জন্য। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে এই অপেক্ষার কবিতাটি লেখা, আসলে অপেক্ষার কবিতা লিখতে পেরে খুবই ভালো লেগেছে। তাই এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কবিতা লিখতে লিখতে এখন কবিতা লেখার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমার।

লেখকমোঃ ফয়সাল আহমেদ
কবিতার নাম“তোমার অপেক্ষাই”
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 11 months ago 

কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনি অপেক্ষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রিয়জনের জন্য অপেক্ষা করে হাজার বছর কাটিয়ে দেয়া যায়। কবিতায় নিজের মনের ভাব ফুটিয়ে তুলেছেন। কথাগুলো গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি ভালোবাসার কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই আপনি ভালবাসার মানুষ একদিন কাছে আসবে সকল বাধা অপেক্ষা পেরিয়ে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 11 months ago 

এতো সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 11 months ago 

আসলেই ঠিকই বলেছেন ভালোবাসার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যেও অন্যরকম একটা আনন্দ রয়েছে। সেই মানুষটার জন্য অপেক্ষা করতেও ভীষণ ভালো লাগে। আপনি একা একা বসে ছিলেন তখন প্রিয় মানুষটির কথা অনেক মনে পড়ছিল তাই তাকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন। সত্যি ভীষণ ভালো লেগেছে আপনার লেখা কবিতাটা পড়ে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই কবিতা।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 11 months ago 

আপনার কবিতার পরিশুদ্ধি অনেক অনুভূতি প্রকাশ পায়। এরকম কত শত অপেক্ষার প্রহর শেষ হয়ে যায় তবুও অপেক্ষার শেষ হয় না। আসলে জীবনের কিছু ভালোবাসার বাস্তবতার উদাহরণ সত্যিই স্মৃতি হয়ে দাঁড়ায়।

 11 months ago 

এতো সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই

 11 months ago 

যদি অপেক্ষার কথা বলা হয় তাহলে তো সবাই বলবে ভালোবাসার মানুষটার জন্য সারা জীবন অপেক্ষা করা যায় যদি সে ফিরে আসে। আসলেই ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করতে সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। সেই মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যেও অন্যরকম একটা ভালোলাগা রয়েছে। তোমার অপেক্ষাই কবিতাটা খুবই ভালো লেগেছে পড়ে আমার কাছে। খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আপনি এই কবিতাটি লেখার জন্য। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার আজকের কবিতাটা।

 11 months ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64344.02
ETH 3142.36
USDT 1.00
SBD 4.01