সকালের নাস্তা-“মজাদার পাউরুটি টোস্ট রেসিপি”

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230823_133854.jpg

আজ আমার জন্য খুশির একটা দিন।আজ আমার জন্মদিন।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন এবং ভালো একটা মানুষ হওয়ার তৌফিক যেন দান করেন।এখন আসল কথায় আসা যাক,আজ আমি আপনাদের মাঝে সকাল বেলার নাস্তা মজাদার পাউরুটি টোস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি।সকালবেলা তেমন ভারী কিছু খেতে ইচ্ছা হয় না।তাই আমরা অল্প কিছুর মধ্যেই সকালে নাস্তাটা করে ফেলি।সকালের নাস্তার জন্য পাউরুটি টোস্ট সবচেয়ে সেরা বলে আমি মনে করি।বিশেষ করে সকালের নাস্তা হিসেবে পাউরুটি টোস্ট খেতে আমি খুব পছন্দ করি এবং আমার কাছে অনেক ভালো লাগে।আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট এর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন।এখন আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই মজাদার পাউরুটি টোস্ট তৈরি করা যায়।পাউরুটি টোস্ট তৈরির ধাপগুলো আমি খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

IMG_20230823_133748.jpgIMG_20230823_134110.jpg
  • পাউরুটি
  • ডিম
  • চিনি
  • তেল

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230823_134129.jpg

  • প্রথমে একটা পাউরুটি নিয়ে গোলিয়ে রাখা ডিম এর গায়ে মাখিয়ে দিলাম।

IMG_20230823_134042.jpg

  • পাউরুটির দুই পাশে ভালোভাবে ডিম মাখানোর পর এবার দুই পাশে ভালোভাবে চিনি মাখিয়ে দিলাম।

IMG_20230823_134054.jpg

  • এবার কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে পাউরুটি দুটি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।

IMG_20230823_133955.jpg

IMG_20230823_133931.jpgIMG_20230823_133919.jpg
  • যেহেতু পাউরুটি টোস্ট করতে বেশি সময় লাগে না যেহেত পাউরুটি গুলো একটু পর পরে উল্টে দিলাম।

IMG_20230823_133905.jpg

  • এভাবেই খুব অল্প সময়ের মধ্যে সকালের নাস্তার জন্য মজাদার পাউরুটি টোস্ট তৈরি করে ফেললাম।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu4XkNDpzmbXENk2cirUBvdJGUwmDc4GwkjCedWRWATRsS8gCNEAQoZTLmHRdDTpNFbJpCdG1T5B3rYxXGjqixZpN58JAzdvMoCA91h7wJ6.jpeg

IMG_20230823_133829.jpg

আজ আমি আপনাদের মাঝে সকালের নাস্তা হিসেবে সবচেয়ে বেস্ট খাবার পাউরুটি টোস্ট রেসিপি উপস্থাপন করলাম।আসলে আমার মত যারা সকালে ভারী কিছু খেতে চায় না তারা সকালে হালকা কিছু খাওয়ার চেষ্টা করে।আর হালকা খাবার গুলোর মধ্যে পাউরুটি টোস্ট অন্যতম।সকালে আম্মু যখন আমাকে খাওয়ার জন্য জোর করে তখন আমি পাউরুটি টোস্ট তৈরি করে খায়।কারণ সকালে আমি ভারী খাবার খেতে পারিনা।সকালবেলায় আপনাদের মাঝে সকালবেলার রাস্তায় হিসাবে পাউরুটি টোস্টের মজাদার এ রেসিপিটি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে।আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণসকালের নাস্তা-“মজাদার পাউরুটি টোস্ট রেসিপি”
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

শুভ জন্মদিন ভাইয়া। যদিও আপনার জন্মদিনের কথা জানা ছিল না তবে আপনার এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় ভালো রাখে এবং মানুষের মত মানুষ করে এটাই দোয়া করি। আপনি তো দেখছি মজাদার পাউরুটি টোস্ট রেসিপি তৈরি করেছেন। সকালবেলায় যদিও এগুলো আমাদের খাওয়া হয় না, তবে আপনার কাছে দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। এমনিতে আমি কয়েকবার পাউরুটি টোস্ট তৈরি করেছি খেতে অনেক মজার।

 last year 
 last year 

সকালের নাস্তা তো এই ধরনের জিনিস গুলো খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এভাবে পাউরুটির সাথে হালকার ডিম মাখিয়ে ভাজি করে খাই। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা সকালের এই নাস্তা দেখে।

 last year 

পাউরুটি টোস্ট দেখে স্কুলের টিফিনের কথা মনে পরে গেলো।এটা ঠিক আমার ও সকালে ভারী নাস্তা পছন্দ নয়।খেতেও পারিনা।এমন পাউরুটি টোস্ট আর চা হলে আর কিছুই লাগে না।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

সকাল সকাল কোন মানুষেরই খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। সবাই চায় সকাল বেলা একটু হালকা-পাতলা খেতে। আরে হালকা পাতার মধ্যে যদি পাউরুটি টোস্ট রেসিপি হয় তাহলে তার কথাই নেই। মাঝেমধ্যে আমিও এভাবে পাউরুটি ডিম দিয়ে ভেজে খায়ে থাকি। খুব স্বল্প সময়ে সহজ একটি রেসিপি এবং খেতে অনেক সুস্বাদ। আপনার তৈরি রেসিপি টা কিন্তু খুব দারুণ লাগছে ভাই। বেশ মজা করে খেয়েছেন।

Posted using SteemPro Mobile

 last year 

এর মজাদার নাস্তা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করলেন। এই রেসিপির পরিবেশনে অসাধারণ হয়েছে।

 last year 

আমি কিন্তু ঠিক এভাবে মাঝে মাঝে ডিম দিয়ে পাউরুটি ভাজি। আর এমন করে ভেজে পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাইয়া। কিন্তু এটার নাম যে পাউরুটি টোস্ট সেটা তো জানতাম না। যাক আপনার পোস্টের মাধ্যমে আজ জানতে পারলাম। বেশ সুন্দর করে আমাদের মাঝে পাউরুটি টোস্টের রেসিপির ধাপ গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আমাদের এখানে এটাকে পাউরুটি টোস্ট বলে।

 last year 

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই। আপনার পরবর্তী পথ যেন খুব ভালো হয় এবং কি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন এটাই দোয়া করি। আপনি আমার খুবই ফেভারিট একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার তো ইচ্ছে করছে খেয়ে নিতে। যারা সকালবেলায় ভারি খাবার খেতে চায় না তাদের জন্য এই খাবারগুলো একেবারে পারফেক্ট। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন।

 last year (edited)

আপনি ডিম আর পাউরুটি দিয়ে টোস্ট তৈরি করেছেন দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। মজার এই খাবার আর বেশিরভাগ সকালে অথবা বিকেলে খেতে ভীষণ মজা লাগে। আমার পাউরুটি টোস্ট অনেক পছন্দের। আপনিও আমার মজাদার একটি খাবার তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে প্রত্যেকটি উপস্থাপনাও করেছেন। তার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি মজার টোস্ট তৈরি করলেন পাউরুটির আমার খুবই প্রিয়। আমি তো প্রায় সময় তৈরি করি এই রেসিপি। বিশেষ করে বিকেল বেলায় কিংবা সকাল বেলায় খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক মজার করে তৈরি করলেন পাউরুটির টোস্ট। এবং আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42