বিকেল বেলা কলেজ মাঠে কিছু মুহূর্তের

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে বিকেলবেলা আমি ঘুরতে ঘুরতে আমার কলেজ ক্যাম্পাসে এসেছি। কম্পাসে এসে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। দেখতে পেলাম বন্ধু এখানে খেলাধুলা করছে। তাই বন্ধুর সাথে ক্যাম্পাসে কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর এই ক্যাম্পাসের দৃশ্যগুলো ফটোগ্রাফি করলাম। আসলে কলেজ ক্যাম্পাসে বিকেলবেলা অনেকেই ভ্রমন করতে ও খেলাধুলা করতে আসে। যেহেতু আমি শহরে এসেছি যার কারণে কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম। তাই ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম এবং ঢুকে কিছু মুহূর্ত উপভোগ করলাম। যে মুহূর্ত গুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

20240117_163022.jpg

20240117_162902.jpg


কলেজ ক্যাম্পাসে ঢুকে আমি আমার একাডেমী ভবনের পাশে আসলাম। আসলে এই ভবনটি চিরো চেনা একাডেমি ভবন। এখানে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে আসলেই যেন সেই দুই বছরে কথা মনে পড়ে যায়। কলেজ ক্যাম্পাসে কাটানো দুটি বছর অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। তাই কলেজ ক্যাম্পাসে এসে আমি একাডেমি ভবনের পাশ দিয়ে হাঁটছিলাম আর এই একাডেমী ভবনের ফটোগ্রাফি করলাম।


20240117_162909.jpg

20240117_163028.jpg

আমাদের কলেজ ক্যাম্পাসে বিশাল বড় একটি পুকুর রয়েছে। মূলত এখানে প্রাণিবিদ্যার গবেষণার জন্য এই পুকুরটি তৈরি করা। এখানে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা এসে গবেষণা করে স্যারদের সাথে। মাঝেমধ্যে এই গবেষণার দৃশ্য দেখতে পাওয়া যায়। যার বিশাল বড় এই পুকুরের বিভিন্ন রকমেরই মাছ চাষ করা হয়ে থাকে। প্রতিবছর এখান থেকে অনেক ইনকাম আসে কলেজের। আর এই কলেজ ক্যাম্পাসের দৃশ্যটি পুকুরের জণয আরো সুন্দর লাগে।আর এই পুকুরের পাড়ে রয়েছে শহীদ মিনার। আপনারা দেখতেই পাচ্ছেন সাদা রঙ্গের এই শহীদ মিনারটি দেখতে অনেক সুন্দর। শহীদ মিনারের পেছনের সাইট থেকে আমি ফটোগ্রাফি করেছি। সামনের সাইটে আরো সুন্দর।

20240117_163037.jpg

20240117_163049.jpg

কলেজ ক্যাম্পাসে ভিতরে অনেকগুলা ফুলের গাছ লাগিয়েছে। আসলে এটি কলেজ ক্যাম্পাসের উত্তর সাইডে অবস্থিত। এই বাগানটিতে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। তবে আজকে আমি গোলাপ ফুলের দৃশ্যই বেশি দেখতে পেলাম। আর এই গোলাপ ফুলের দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। টপের ভিতর খুব যত্ন সহকারে এই ফুলগুলো পরিচর্চা করা হচ্ছে। আসলে প্রতিদিন এই ফুলের যত্ন করা হয় যার কারণে এত সৌন্দর্য আমার হয়েছে। কিছুদিন পর আসলে এই প্রত্যেকটা গোলাপ গাছে অনেক ফুল ফুটে থাকবে।তখন আরও সুন্দর লাগবে।

20240117_163110.jpg

20240117_163115.jpg

তারপর আমি কলেজ ক্যাম্পাসে অডটোরিয়ামের সামনে আসলাম। আর এই অডিটেরিয়ামে আমাদের কলেজের সকল প্রোগ্রামের আয়োজন করা হতো।আসলে কলেজ ক্যাম্পাসে কোন অনুষ্ঠান হলেই অডিটেরিয়ামে আমরা আয়োজন করতাম। আর এই অডিটেরিয়ামটি অনেক বড়। যার কারণে এখানে অনেক বড় বড় প্রোগ্রামও আয়োজন করা হয়। বিশেষ করে আমাদের বিদায় অনুষ্ঠান এই অডিটোরিয়ামে হয়েছিল। তারপর পাশে একটা পকেট গেট রয়েছে। তাই এই কলেজ ক্যাম্পাসের দৃশ্য দেখে আমি সেই গেট দিয়ে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। তো বন্ধুরা আশা করছি আমার আজকের কলেজ ক্যাম্পাসের ভ্রমণের মুহূর্তগুলোর ফটোগ্রাফি আপনাদের দেখে ভালো লাগবে।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 6 months ago 

আমাদের কলেজ ক্যাম্পাসে কোন পুকুর ছিল না ভাই। যখন গাংনী কলেজে পড়েছিস সেখানেও দেখিনি যখন মেহেরপুর কলেজে পড়েছি সেখানেও দেখিনি। তবে হ্যাঁ সাইন্সের এ সমস্ত বিশেষ কারণে ই পুকুরের প্রয়োজন হয়ে থাকে। আর এই সমস্ত বিষয়গুলো একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে। আপনাদের কলেজ সম্পর্কে বেশ ধারণা পেলাম পাশাপাশি চিত্রের মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম।

 6 months ago 

বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে অসাধারণ মুহূর্ত উপভোগ করেছেন। আসলে বিকেলবেলা কলেজ ক্যাম্পাসের দৃশ্য গুলো দেখলে খুবই ভালো লাগে। শহীদ মিনার ও পুকুরের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে এবং গোলাপ ফুলের, এই সৌন্দর্যময় বাগানের দৃশ্যটি অসাধারণ হয়েছে। আশা করছি বন্ধুর সাথে বিকেলবেলা খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আজকের পোষ্টের মাধ্যমে কলেজ ক্যাম্পাসের আশপাশের সৌন্দর্যগুলো তুলে ধরেছেন তবে একটা বিষয় ভালো লাগলো আপনাদের কলেজে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আপনি বিকেল বেলা কলেজ ক্যাম্পাসে ঘুরতে গেলেন। তবে আপনাদের কলেজ ক্যাম্পাসের পরিবেশ খুব সুন্দর। আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। এবং আপনাদের কলেজ ক্যাম্পাসে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে টবের মধ্যে। আসলে ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। আর বিকেল বেলা কলেজ ক্যাম্পাসে আমাদের এদিকে ও খেলাধুলা করে অনেকে। যাহোক খুব সুন্দর করে কলেজ ক্যাম্পাসের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

বিকেল বেলা কলেজ ক্যাম্পাসে অসাধারণ একটি মুহূর্ত শেয়ার করেছেন আপনি। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াশুনা করি তখন সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক ধরনের স্মৃতি জড়িয়ে থাকে৷ যখনই তা মনে পড়ে তখনই যেন সেখানে চলে যেতে ইচ্ছে করে৷ আপনি কলেজে বিকেলবেলা গিয়ে খুব ভালোভাবেই ওই মুহূর্তটি ইনজয় করেছেন এবং খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে কলেজ ক্যাম্পে গিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন। আমি নিজেও আমাদের কলেজ প্রতিষ্ঠানে গেলে ঘুরে ঘুরে সম্পূর্ণ প্রতিষ্ঠানের অংশ দেখি। তবে আপনাদের কলেজ ক্যাম্পাসের এরিয়া অনেক সুন্দর। এবং সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছের চারা রোপণ করেছে দেখে ভালো। আর কলেজ ক্যাম্পাসে গেলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। বিকেল বেলায় কলেজ কাম্পাসে অনেকে খেলাধুলা করে। বিশেষ করে খেলাধুলার জায়গা থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খেলাধুলা বেশি হয়। সুন্দর করে ফটোগ্রাফি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39