কবুতর পালন করার দৃশ্যের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

অনেকদিন হলো বড় ভাইয়ের বাসায় যাব ভাবতেছি, আমার বড় ভাই সুন্দর একটি কবুতরের ফ্রর্ম দিয়েছে। আসলে কবুতর আমার খুবই ভালো লাগে। তাই যখনই শুনেছি ভাইয়া কবুতর পালন করা শুরু করে দিয়েছে। তখন থেকে যেন ভাইয়ার এই কবুতর পালন করার দৃশ্য গুলো দেখার জন্য মন ছুটে যাচ্ছিল। তবে যাওয়া হচ্ছিল না,নানা রকমের সমস্যার কারণে, আজকে সেই সমস্যাগুলোর সমাধান করেই যেন বড় ভাইয়ের বাসায় আসলাম। এসে দেখতে পেলাম সে অনেক বিদেশী জাতের সুন্দর সুন্দর কবুতর পালন করছে এবং কবুতরের অনেক যত্ন সহকারে পালন করছে। তার এই কবুতর গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তাই সেই মুহূর্তও ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।


IMG_20230616_163518.jpg

IMG_20230616_163528.jpg

location

ভাইয়ার কবুতর পালার দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আমি প্রথমে যখন ভাইয়ার এই কবুতর পালন করার রুমে আসলাম, এসে দেখতে পেলাম খাঁচার ভিতর খুবই সুন্দর ভাবে কবুতরগুলো সাজিয়ে রেখেছে। খাঁচার প্রথমে আমি দেখতে পেলাম সাদা রঙের দুটি কবুতর। আর এই কবুতর গুলো দেখে খুবই ভালো লাগলো। ভাইয়াকে নাম জিজ্ঞেস করলাম, ভাইয়া বলল এই কবুতরের নাম বিউটি। এগুলো কবুতরের অনেক দামি কবুতর। আর এই কবুতরগুলো প্রতি মাসে বাচ্চা দিয়ে থাকে। কবুতরগুলো দেখতে যেমন সুন্দর এর দামও অনেক বেশি।


IMG_20230616_163452.jpg

IMG_20230616_163436.jpg

location

তারপর আমি আরো দুটি কবুতর দেখতে পেলাম। এই দুই জোড়া কবুতর দেখতে অনেক সুন্দর ছিল। কবুতরগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে ভাইয়া বলল এই কবুতরগুলোর খুবই যত্ন করতে হয়। কবুতরের যত্ন না করলে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তাই আমি এই দুটি কবুতরের নাম জিজ্ঞেস করলাম। ভাইয়া বলল এগুলোর নাম হল রেসার কবুতর। তবে এগুলো মিলিয়ে রেসার। রেসারের অনেক জাত রয়েছে। তবে এই জাতের কবুতরের চাহিদা বেশি।


IMG_20230616_163409.jpg

IMG_20230616_163420.jpg

location

তারপর আমি দেখতে পেলাম এই মিলি রেসার কবুতর বাচ্চা দিয়েছে। তারা বাচ্চাকে অনেক আদর যত্ন সহকারে খাওয়াচ্ছে। সত্যিই বাচ্চাগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে কবুতর যখন বাচ্চা বা ডিম দেয় তখন যে কবুতর পালন করে তার খুবি বেশি ভালো লাগে।


IMG_20230616_163559.jpg

IMG_20230616_163545.jpg

location

রেসার কবুতরের অনেক জাত রয়েছে বিভিন্ন রেসার কবুতর রয়েছে, তারপর আমি দেখতে পেলাম সবজি রেসার নামে কবুতর। এই রেসার কবুতর দুটি বাচ্চা দিয়েছে। আর তারা বাচ্চাকে খুবই আদর যত্ন করে খাওয়াচ্ছে। আসলে কবুতরের মধ্যে ভালোবাসাটা যেন খুবই ঘনিষ্ঠ হয়ে থাকে। তারা বাচ্চাকে খুবই আদর যত্ন করে খাইয়ে দেয়। এই খাইয়ে দেওয়ার দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো।


IMG_20230616_163504.jpg

IMG_20230616_163349.jpg

location

এই কবুতরগুলো খাঁচার ভিতর হাঁটাহাটি করার মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। তারপরে ভাইয়া খাবার দিল কবুতরগুলো যেন খেতে লাগলো। কবুতর খাওয়ার এই দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো।আসলে কবুতর শান্তির প্রতীক আর এই কবুতর পালার দৃশ্য গুলো দেখে আমারও যেন কবুতর পালতে খুব ইচ্ছা করতেছিলো।


ভাইয়া অনেক যত্নসহকরে কবুতর পালন করছে। তাই তার কবুতরের পালন করার দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এই কবুতরের অনেক যত্ন করা হয়। যার কারণে কবুতরের রোগ বালায় কম হচ্ছে এবং কবুতর গুলো খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছে,আর বাচ্চা দিচ্ছে। তাই ভাইয়ার কবুতর পালন করার দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। আমি ভাইয়াকে বললাম এই বাচ্চা গুলো বড় হলে আমাকে দিয়ে দিতে, আমিও তখন কবুতর পালন করব।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণফটোগ্রাফি
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

কবুতর আমার কাছে দেখতে খুব ভালো লাগে। কবুতর খুব সহজেই পোষ মানে। আপনি খুব সুন্দর সুন্দর কিছু কবুতর এর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক বলেছেন কবুতর খুবই ভালোবাসা ঘনিষ্ট পাখি। ধন্যবাদ আপনাকে কবুতরের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সাদা কবুতর দুটি দেখতে আর দামেই শুধু সুন্দর না। নামেও কিন্তু খুব সুন্দর। বিউটি নামের যে কবুতর হয় এই প্রথম শুনলাম। মিলি রেসার কবুতরের বাচ্চাগুলো খুব কিউট লাগছে দেখতে। যারা কবুতর পালন করে তাদের কাছে কবুতরের বাচ্চা হলে অনেক আনন্দের বিষয়। খুব ভালো লাগলো আপনার ভাইয়ের কবুতরের পালার বিভিন্ন ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কবুতর পালন করার দৃশ্যের কিছু ফটোগ্রাফি। আসলে কবুতর আমিও পালন করে থাকি আমার কাছে বেশ ভালই লাগে। আপনি তো দেখছি খাঁচার ভিতর বেশ সুন্দরভাবে কবুতরগুলো পালন করছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কবুতর আমারও অনেক বেশি পছন্দের। কিন্তু কখনো কবুতর পালন করা হয়নি। আপনার বড় ভাই দেখছি অনেক সুন্দর একটা কবুতরের ফ্রর্ম দিয়েছে। সময় হয়ে উঠছে না এবং ব্যস্ততার কারণে আপনি আপনার বড় ভাইয়ের বাসায় যেতে পারেননি। সব ব্যস্ততা কাটিয়ে অবশেষে সেখানে যেতে পেরেছিলেন। সেখানে গিয়ে কবুতরের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন, যেগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে। কবুতর গুলো দেখছি বাচ্চাও দিয়েছে। ভালো লাগলো আপনার কবুতরের ফটোগ্রাফি।

 last year 

আপনার বড় ভাই কবুতরের ফার্ম দিয়েছে যেটা জেনে ভালো লাগলো। আসলে কবুতর লালন পালন আমারও খুবই ভালো লাগে যেটা শখ হিসেবে সবাই পুষে থাকে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন কবুতরের কবুতর গুলো দেখতে অনেক সুন্দর।

 last year 

কবুতর পোষার শখ আমারও অনেক। বহুদিন আগের কথাওই সময় আমার অনেক গুলো কবুতর ছিল। তবে আপনার ভাইয়ের বাসায় কবুতর গুলো দেখে বোঝা যাচ্ছে কবুতর গুলো অনেক দামি এবং খুবই সুন্দর। কবুতর গুলো অনেক গুলো বাচ্চাও তুলেছে দেখছি। কবুতর পালনে কবুতরের একটু বাড়তে যত্ন নিতে হয়।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনার বড় ভাইয়ার কবুতরের ফ্রাম দেখে ভালই লাগলো। আমার ছোট ভাইও কবুতর পালন করে। যে কোন কবুতরই দেখতে খুবই ভাল লাগে। মিলি রেসার কবুতর বাচ্চা দিয়েছে দেখলাম। কয়েক প্রকারের কবুতর রয়েছে ফ্রার্মে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

যাক অবশেষে আপনি আপনার ভাইয়ের বাসায় গিয়ে কবুতরগুলো দেখেছেন। দেখাই যাচ্ছে আপনার ভাই বিভিন্ন প্রজাতির কবুতর লালন পালন করে। জি ভাইয়া কবুতরের বাসা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, আমার আম্মুও কবিতার পালন করে সেখানে দেখেছি। কবুতর গুলো দেখতে পেরে খুব ভালো লাগছে।তবে রেসার কবুতরের নাম এই প্রথম শুনলাম।

 last year 

কবুতর পালন করা আমারও খুবই পছন্দের। আমার দাদু আগে কবুতর পালন করতো। কবুতরগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগতো। আপনার কবুতরের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম ফটোগ্রাফির কবুতরগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর কবুতর পালনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68