ভালোবাসার স্বরচিত কবিতা “আমার মনের মানুষ ” By mohamad786🌹
“আমার মনের মানুষ”
মোঃ ফয়সাল আহমেদ
আমার মনের মানুষ শুধু তুমি,
তাইতো আজও খুঁজে বেড়ায় আমি।
কবে আসবে তুমি মনের ঘরে,
ভালোবাসার প্রদীপ নিয়ে।
সেই প্রদীপের আলোতে,
আলোকিত হবে আমার ঘরটি।
থাকব আমি তোমায় নিয়ে,
ভালোবাসা বাসর সাজিয়ে।
আমার মনের মানুষ হয়ে,
থাকবে তুমি আজীবন ধরে।
এই বুকেতে শুধু তোমার জায়গা,
রেখেছি আমি জনম জনম ধরে।
এই বুকেতে থাকবে তুমি,
মনের মানুষ হয়ে।
রাখবো তোমায় খুব যত্নে,
ভালোবাসা মনের রাণী করে।
আমার মনের মানুষ হয়ে,
থাকবে তুমি ভালোবাসা দিয়ে।
তোমার ভালোবাসা পেয়ে,
হারিয়ে যেতে চায় আমি অচিন রাজ্যে।
সেই রাজ্যের রাণী হয়ে,
থাকবে তুমি আমার মনের ঘরে।
রাখবো তোমাকে সেই ঘরেতে,
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে।
লেখক | মোঃ ফয়সাল আহমেদ |
---|---|
কবিতার নাম | “আমার মনের মানুষ ” |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আসলে ভাইয়া মনের মধ্যে গভীর ভালোবাসা এবং সতেজ অনুমতি না থাকলে কখনোই এত সুন্দর কবিতা লেখা সম্ভব হয় না।।
আপনি প্রতি সপ্তাহে এই কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেন।।
আজকের কবিতাটি অসাধারণ হয়েছে বিশেষ করে নিচের লাইনগুলো।
"আমার মনের মানুষ" কবিতাটি আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন যা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের এই কবিতাটি।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
ভালোবাসার মনের মানুষকে নিয়ে অনবদ্য কবিতা লিখেছেন ভাই। বেশ দুর্দান্ত হয়েছে। মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করেছেন। কবিতা প্রতিটি ছন্দ অনেক দুর্দান্ত ছিলো। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে
আপনার পুরো কবিতা জুড়ে অনেক ভালোবাসা প্রকাশ পেয়েছে। আর খুব চমৎকার একটি ভালোবাসার কবিতা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদা।
ধন্যবাদ ভাই
ভাইয়া আপনি আপনার মনের অনুভূতি থেকে এই কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার লেখা কবিতাটি সত্যি দারুন হয়েছে। আপনি সব সময় দারুন দারুন কবিতা লিখেন ভাইয়া। আজকের কবিতাটিও দারুন ছিল। নিজের অনুভূতি থেকে কোন কিছু লিখে শেয়ার করলে অনেক ভালো লাগে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু
ভালোবাসা বিজড়িত সুন্দর কবিতা গুলো পড়ে যেন হৃদয় ভরে ওঠে। ভাই আপনার স্বরচিত কবিতাটি অনেক সুন্দর হয়েছে মনোমুগ্ধকর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করেছেন। খুব ভাল লাগলো। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু
অনেক সুন্দর প্রেম অনুভূতিমূলক একটি কবিতা লেখা উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতা পড়ে যেন প্রেমের একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে জেগে উঠলো, যেন নতুন করে ভালবাসার সাধ জাগলো। আশা করি এভাবে আপনি আরো অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরবেন।
আপনাকে অনেক ধন্যবাদ