স্বরচিত কবিতাঃঅর্থের কারণে

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আসলে প্রকৃত ভালোবাসা গুলো অর্থের বিনিময়ে কখনো হারিয়ে যায় না। যে ভালোবাসার মধ্যে ও প্রকৃত প্রেম থাকে না যে ভালবাসার মধ্যে অর্থ লুকিয়ে থাকে, সেই ভালোবাসা অর্থের কারণে হারিয়ে যায় আমাদের জীবন থেকে। আর এই ভালোবাসা হারিয়ে যাওয়ার কারণে আমরা যেন দিশেহারা হয়ে পড়ি। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে হৃদয় দিয়ে ভালোবাসা হয়। সেই মানুষটি যদি অর্থের বিনিময়ে আমাদের ছেড়ে চলে যায় তখন সেই ভালোবাসার প্রতি একটা ঘৃণা তৈরি হয়। আসলে প্রকৃত ভালোবাসা পবিত্র। এই ভালোবাসা কখনোই ঘৃনা হবে জন্মায় না। কিন্তু ভালোবাসাকে আমরা ঘৃণা করি নিজের ব্যবহার এবং নিজের মনের কারণে। যখনই আমরা অর্থের লোভে পড়ে যাই তখনই যেন এই ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়। আসলে ভালোবাসার মানুষটি প্রতিষ্ঠিত না হলে সেই ভালোবাসার শক্তি কমে যায়, কিন্তু একসময় ঠিকই প্রতিষ্ঠিত হয় তখন আর এই ভালোবাসার মানুষটিকে পাওয়া হয় না। আসলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব গুরুত্বপূর্ণ না, ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ, কারণ ভালোবাসার মানুষটি যদি শক্ত করে হাত ধরে থাকে তাহলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব সহজ হয়ে যায়। তাই অর্থের কারণে আমাদের ভালোবাসার মানুষটি আমাদের ছেড়ে চলে যায়, আর এইসব ভালবাসাই যেন আমাদের প্রতিদিন ব্যথা দিয়ে থাকে। তাই হাজার ব্যর্থ প্রেম রয়েছে এই অর্থের কারণে। তাই আজকে অর্থের কারণে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে অর্থের কারণে যে ভালোবাসাগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায়, সেই ভালোবাসার মানুষটি পরবর্তীতে কখনোই সুখী হতে পারে না এটাই যেন বাস্তবতা।


wallet-3548021_1280.jpg

সোর্স

“ অর্থের কারণে”
মোঃ ফয়সাল আহমেদ


ভালোবেসেছি আমি তোমাকে,
নিজের করে পাবো বলে হাতটি ধরেছিলাম শক্ত করে।
কিন্তু তুমি হারিয়ে গেলে আমার জীবন থেকে,
শুধুই অর্থের বিনিময়ে।

তোমায় ভালোবেসেছিলাম মন দিয়ে,
মনের কোঠায় রেখেছিলাম খুব যত্ন করে,
তুমি দিলে আমায় ধোকা,
তাইতো মনের ঘরটা শুধু পরে আছে আজও ফাঁকা।

ভালোবাসার স্বপ্ন তুমি দেখেছিলে আমার এই মনে,
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি আমি নিরবে।
এই স্বপ্নগুলো ভেঙ্গে দিলে শুধু অর্থের বিনিময়ে,
কি সুখ পেলে তুমি অর্থকে কাছে টেনে।

তুমি আমার স্বপ্নের রাণী,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন তাই আমি এঁকেছি।
এই স্বপ্নগুলো এভাবে ভেঙে যাবে,
কখনো আমি ভাবতে পারিনি।

অর্থের বিনিময়ে হারিয়ে ফেলেছি মনের ভালবাসা।
এই ভালোবাসা অন্য কোথাও আর খুঁজে পাবে না,
হাজারো অর্থ দিলেও আমার মনে আর,
তোমার জায়গা হবে না।

স্বপ্ন আমি দেখেছিলাম শুধু তোমায় নিয়ে,
স্বপ্নগুলো ভেঙে গেল অর্থের কারণে।
তাই তো আজও ছুটে বেড়ায় আমি অর্থের খোঁজে,
অর্থের পাহাড় গড়বো আমি ভালোবাসার কারণে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আসলে ভাই আজকে আপনার কবিতাটি বাস্তবতার সাথে একদম মিলে গেছে। অর্থের কারণে হাজারো ভালোবাসা যেন এভাবেই হারিয়ে যায়। আসলে আমরা এই অর্থকে বেশি প্রাধান্য দেই। যার কারণে ভালোবাসার মানুষকে আমরা এই অর্থের কারণে দূরে ঠেলে দেই। আসলে যারা অর্থের কারণে দূরে ঠেলে দেয় তারা প্রকৃত সুখী হতে পারে না। আপনার কবিতাটি আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসাধারণ একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আসলে এই কবিতার সাথে বাস্তবের অনেক মিল রয়েছে ৷ বাস্তবে অর্থ ছাড়া কারো কোন মূল্য নেই৷ অর্থ যদি কারো কাছে অনেক পরিমাণে থাকে তাহলে তার সম্মান, তার সবকিছুই থাকে৷ আর যদি কারো কাছে কোনো ধরনের অর্থ না থাকে তাহলে তাকে কেউ মানুষই মনে করে না৷ অনেক ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে৷ এর মধ্যে যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণ পছন্দ হয়েছে তার মধ্যে কিছু লাইন হল:

তোমায় ভালোবেসেছিলাম মন দিয়ে,
মনের কোঠায় রেখেছিলাম খুব যত্ন করে,
তুমি দিলে আমায় ধোকা,
তাইতো মনের ঘরটা শুধু পরে আছে আজও ফাঁকা।

 5 months ago 

সত্যি বলেছেন ভাই ভালোবাসার মানুষটি প্রতিষ্ঠিত না হলে ভালোবাসা দিন দিন কমে যায়। আপনার স্বরচিত কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 5 months ago 

সত্যিকারের ভালোবাসা কখনো অর্থের কাছে হেরে যায় না। যারা লোভী মানুষ তারাই অর্থের জন্য ভালোবাসাকে ফেলে রেখে চলে যায়। এরকম মানুষের জন্য জীবনে দুঃখ করা মোটেই ঠিক নয়। যাই হোক ভাইয়া আপনার 'অর্থের কারণে' কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। বাস্তব সম্মত এরকম কবিতা গুলো খুব ভালো লাগে পড়তে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47