স্বরচিত কবিতাঃ ভালোবাসার শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


প্রথমেই আপনাদের ভালবাসার দিবসের শুভেচ্ছা জানাই। আজকের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।তাই সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। সারা দেশে পালিত হচ্ছে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকের এই দিনটি পালিত হচ্ছে। আসলে ভালোবাসার মানেই শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, ভালোবাসা বন্ধুর প্রতি বন্ধু, মা-বাবা ভাই-বোনদের প্রতিও হতে পারে। তবে আজকে মূলত হ্যাপি ভ্যালেন্টাইনস ডে প্রিয় মানুষকে কেন্দ্র করে এই দিনটা বেশিরভাগ পালিত হয়। প্রত্যেকটা মানুষ এটাই মনে করে। তাই প্রিয় মানুষকে সাথে নিয়ে আজকের এই দিনটা আনন্দের সাথে উপভোগ করার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই মনের ভিতর রয়েছে। আসলে ১৪ ফেব্রুয়ারি আসলেই সকলেই মনের ভিতর প্রিয় মানুষটির কথাই যেন কল্পনাতে বারবার আসে। তাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবে এবং অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করবে। প্রিয় মানুষের হাতটি ধরে সারাদিন পার করার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই মনের ভিতর জেগে ওঠে। তাই ভালোবাসা দিবস উপলক্ষে প্রত্যেকেরই ভালোবাসার মানুষকে নিয়ে এই দিনটা আনন্দের সাথে উপভোগ করুন এটাই আশা করি।ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা শুধু বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষেই হবে না। এই বিশ্ব ভালোবাসার দিবস উপলক্ষে যেন ভালোবাসার মানুষকে নিয়ে নতুনভাবে প্রতিটা দিন যেন পার করতে পারি এটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ ভালোবাসার মানুষকে শুধু দিন হিসেবে নয় তাকে প্রত্যেকটা দিনই যেন ভালোবাসায় পরিপূর্ণ করা যায় এটাই আমাদের শিক্ষা হবে। তাই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবার ভালোবাসার মানুষকে নিয়ে আনন্দের সাথে প্রত্যেকটা দিন যেন আনন্দময় হয়ে উঠে এই কামনা করি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজকে একটি কবিতা লিখলাম। এই কবিতাটি হল ভালোবাসার কবিতা। আশা করছি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


heart-3934786_1280.jpg

সোর্স

“ভালোবাসার শুভেচ্ছা”
মোঃ ফয়সাল আহমেদ


এসেছে ১৪ ফেব্রুয়ারি,
একটি বছর পর।
ভালবাসার দিবস নাকি,
ফোন করে বলল আমার সেই প্রিয় মানুষটি।

ঘুম ভেঙ্গে উঠে দেখি,শুভেচ্ছা ভরা,
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
এখনো ঘুমিয়ে আছো,
উঠে আসো ঘুরতে যাব আমরা দুজন যে।

দুজন মিলে একই রিকশায়,
ঘুরব শহর ঘিরে।
সুন্দর ওই প্রকৃতির মাঝে,
হারিয়ে যাব ভালোবাসার নীড়ে।

রাস্তার পাশে ফুলের দোকান,
দেখেই রিক্সা দিল থেমে।
ফুল কিনে দাও বায়না করলো,
প্রিয় মানুষটিকে কেন্দ্র করে।

গোলাপ ফুল হাতে নিয়ে,
প্রিয় মানুষের মুখে ফুটল হাসি।
সেই হাসিতে মন হারালাম,
প্রিয় মানুষের মাঝে।

খোলামেলা নিরিবিলি প্রকৃতির মাঝে,
দুজন মিলে হাতে হাত রেখে,
হেঁটে যাচ্ছি ভালোবাসার,
গল্প বলতে বলতে।

ভালোবাসার এই গল্প,
শেষ হয় না যে কখনো।
তাইতো তোমার হাতটি ধরে,
এভাবেই গল্প বলতে চাই সারা জীবন ধরে।

ভালোবাসা তৈরি হয়,
হৃদয়ের অনুভূতি দিয়ে।
তাইতো কোন দিবস মানি না,
ভালোবাসবো আমি সারা জীবন ধরে।

ভালোবাসার দিবস আজকে,
মানবো না তাই কোন বাঁধা।
চলে এসো তুমি শাড়ি পরে,
হারিয়ে যাবো মোরা আজকের এই দিনটি জুড়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

তাহলে তো এই দিনটি আপনার জন্য খুবই স্পেশাল। একটি কথা ঠিকই বলেছেন ভালোবাসা শুধু প্রিয় মানুষকে নিয়ে নয়, পরিবার বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, সবাইকে নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারা । সেই অনুভূতি থেকে দারুন একটা কবিতা লিখেছেন । খুবই সুন্দর হয়েছে কবিতার ছন্দ অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বেশ চমৎকার একটি কবিতা রচনা করেছেন ভালোবাসা দিবস উপলক্ষে। পড়তে বেশ ভালো লাগলো আপনার লেখা আজকের এই কবিতা। চমৎকার লিখেছেন আপনি, প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ।

 5 months ago 

আপনি সুন্দর একটা কবিতার মাধ্যমে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন দেখে ভালো লেগেছে। ভালোবাসা দিবস উপলক্ষে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখেই তো পুরোটা পড়তে ভালো লেগেছে।

ভালোবাসা তৈরি হয়,
হৃদয়ের অনুভূতি দিয়ে।
তাইতো কোন দিবস মানি না,
ভালোবাসবো আমি সারা জীবন ধরে।

আপনার লেখা এই কবিতাটার উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 5 months ago 

আমি মনে করি এই ভালোবাসা দিবসটা শুধু একজন নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ মনে করি না আমি। আমি মনে করি প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই দিবস টা। সেটা হতে পারে ভাই-বোনদের প্রতি ভালোবাসা। হতে পারে মা বাবাদের প্রতি ভালোবাসা।এবং হতে পারে বন্ধু-বান্ধবের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা দিবসের আনন্দ সবার জীবনে ছড়িয়ে পড়ুক। কবিতা আপনি খুব সুন্দর লিখেছেন।

 5 months ago 

ভালোবাসার দিবসে ভালোবাসার সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন। আসলে আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে, কবিতার ছন্দে অনেক মিল রয়েছে। আর ভালোবাসা আপনি খুবই সুন্দর ভাবে প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। প্রিয় মানুষকে নিয়ে ১৪ ফেব্রুয়ারিতে ভ্রমণের সেই মুহূর্তগুলো কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভালোবাসার দিন এরকম সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি৷ আপনার এই কবিতা যখন আমি পড়ছিলাম তখন পড়তে পড়তে আমি অনেকবার পড়ে নিয়েছিলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন এবং এর মধ্যে খুব সুন্দর লাইন ফুটিয়ে তুলেছিল৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47