মিথ্যার কখনোই জয় হতে পারে না//পর্ব-২

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মিথ্যার শক্তি যত বড় হোক না কেন, সত্যের কাছে এই মিথ্যা পরাজয় বরণ করেবেই।কারণ সত্য কখনোই চাপা থাকে না। একদিন না একদিন সত্য প্রকাশ পাবেই। সত্যর পক্ষে যদি দুর্বল মানুষ থাকে তার পরেও একদিন না একদিন এই সত্য সবার সামনে আসবেই। মিথ্যা দিয়ে হয়তো ক্ষনিকের জন্য আমরা জয় করতে পারি। আসলে মিথ্যা দিয়ে যখন জয় করা হয় তখন সেই মিথ্যাকে আরো অনেক বড় বড় মিথ্যা দিয়ে ঢেকে রাখতে হয়। কিন্তু সত্য একদিন না একদিন সত্য প্রকাশে পায়। তেমনি একটি ঘটনা আমাদের গ্রামে ঘটে গিয়েছে রুবেল ভাইয়ের সাথে। সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে সত্যের বিজয় হবেই এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আশা করছি দ্বিতীয় পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে।


woman-7306978_1280.jpg

Source

আসলে যারা সৎভাবে জীবন করে পরিচালনা করে, সততার সাথে সবাইকে সাথে নিয়ে জীবন পরিচালনা করতে চাই। তাদের বিপদে সবাই এগিয়ে আসবেই এটাই ধর্ম। আসলে আমরা যদি সততার সাথে জীবন গড়ি এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখি। যদি আমি বিপদে পড়ি আর কেউ না হোক সমাজের ভালো মানুষেরা আমার পক্ষে থাকবেই। রুবেল ভাই তার দক্ষতা ও পরিশ্রমের কারণে শহর থেকে যখন কম্পিউটার শিখে গ্রামে একটি কম্পিউটার দোকান দিয়েছে। আর এই কম্পিউটারের মাধ্যমে সে অনলাইনে অনেক টাকা ইনকাম করছে এবং অনেকগুলো কম্পিউটার কিনে গ্রামের মানুষদেরকে তিনি কম্পিউটার শেখার ছিলেন, এই সময় তার কিছু কাছের বন্ধু তার সাথে শত্রুতা করে। যার কারণে একদিন বৃষ্টিময় রাতে তার দোকান থেকে সকল কম্পিউটার চুরি করে নিয়ে যায়। রুবেল ভাইয়ের সকালে দোকানে সামনে এসে দোকান ভাঙ্গা দেখতে।কান্না ভেঙ্গে পরে।


রুবেল ভাই দোকানের ভিতরে এসে দেখে, তার ছয়টি কম্পিউটারসহ এবং দোকানের ভিতরে আরও যেগুলো জিনিসপত্র ছিল, সকল কিছু চুরি করে নিয়ে চলে গেছে। আসলে রুবেল ভাইকে একদম নিঃস্ব করার পরিকল্পনা করেছিল তার। তার বন্ধুরা মনে করেছিল রুবেল যাতে আর কোনদিন এভাবে মাথা তুলে না দাঁড়াতে পারে। আসলে নিজে উন্নত করবে, নিজের চেষ্টা দিয়ে বড়লোক হবে এবং অর্থ উপার্জন করবে।এই চিন্তা তাদের মাথায় থাকে না। অন্যরা কিভাবে অর্থ উপার্জন করে সেটা তার হিংসা লাগে এবং সেই হিংসার তার অর্থ উপার্জন কিভাবে বন্ধ করা যায়। সেটাই যেন আমাদের সমাজের কিছু মানুষের চাওয়া পাওয়া থাকে। এইসব মানুষগুলোর কারণে সমাজে ভালো কোন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ সব সময় তারা এই প্রতিষ্ঠিত ব্যক্তির দিকে চেয়ে থাকে কিভাবে তাকে ধ্বংস করা যাবে। এই পরিকল্পনায় যেন তার মাথার ভিতরে সব সময় থাকে।


bonfire-1867275_1280.jpg

Source

রুবেল ভাইয়ের কান্না দেখে বাজারে সকল মানুষ রুবেল ভাইয়ের পাশে আসলো এবং তাকে সান্তনা দিতে লাগলো। আসলে রুবেল ভাই খুবই সৎ ব্যক্তি ছিল। সবার সাথে ভালো সম্পর্ক ছিল তার। কারো সাথে কোন শত্রুতা ছিল না। আর রুবেল ভাইয়ের বাবা ছিল একজন মোয়াজ্জিন। যার কারণে সে খুবি নিরীহ মানুষ। তার সাথে কোন শত্রুতা নেই কারো,কিন্তু কিভাবে তাদের দোকান থেকে চুরি হলো এটাই যেন সকলের প্রশ্ন। কারা চুরি করতে পারে। আর বাইরের কোন গ্রামের মানুষ এখানে চুরি করা সম্ভব নয়। গ্রামের মানুষই চুরি করেছে এটা সবারই ধারণা ছিলো।




রুবেল ভাইয়ের দোকানের চুরি হওয়ার গল্প আমাদের গ্রামের চেয়ারম্যান জানতে পারে। আর চেয়ারম্যানের সাথে রুবেল ভাইয়ের খুবই ভালো সম্পর্ক কারণ চেয়ারম্যান একবার অনলাইনের কোন এক কাজে বড় একটি বিপদে পড়েছিল। আর সেই বিপদ থেকে রুবেল ভাই উদ্ধার করেছে। তখন চেয়ারম্যান বলেছিল তোমার যদি কোনদিন প্রয়োজন হয়। আমাকে বলো। আমি তোমাকে সাহায্য করবো। রুবেল ভাই চেয়ারম্যানকে অনেক বড় একটি কাজে সহযোগিতা করেছিল। কিন্তু কোন পরিশ্রম বা টাকা নেয়নি। যার কারণে চেয়ারম্যানের নজরের রুবেল ভাই খুবই ভালো চোখে ছিল। তাই চেয়ারম্যান যখন শুনতে পেল তখন রুবেল ভাইয়ের কাছে আসলো এবং বলল যে তোমার কাউকে সন্দেহ হয় কিনা বলো। যদি সন্দেহ হয় আমাকে বলো আমি ব্যবস্থা করব যেভাবেই হোক।


আসলে এভাবে চুরি হবে রুবেল ভাইয়ের কোন ধারণাই ছিল না। তার সাথে তো কারো শত্রুতা ছিল না। যে কাকে সন্দেহ করবে। আর তার যে বন্ধুগুলো ছিল তাদের সাথে রুবেল ভাইয়ের অনেক ভালো সম্পর্ক, কিন্তু বন্ধুরা যে তলে তলে এভাবে শত্রুতা করেছে। সেটা রুবেল ভাই বুঝতে পারেননি। তাই চেয়ারম্যানকে বলল যে আমার তো কাউকে সন্দেহ হয় না। তবে যদি আমি কোন রকম সন্দেহ বুঝতে পারলে, অবশ্যই আপনাকে জানাবো। চেয়ারম্যান বলল ঠিক আছে আমরা সেই অপেক্ষায় রইলাম। যদি তোমার একটু সন্দেহ হয় আমাকে বলবে যেভাবে হোক তাদের মুখ দিয়ে সত্যি কথা বের করবোই। তো বন্ধুরা আজকের গল্প এখানে শেষ করছি। বাকি অংশটুকু আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করব।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মিথ্যার কখনো জয় হয় না।আসলে আপনার রুবেল ভাইয়ের কারো সন্দেহ হয় নাই যেন অনেক ভালো লাগলো। রুবেল ভাই ভালো মানুষ তাই বন্ধুদের মনে প্রাণে বিশ্বাস করেছিল।আসলে আপনজনেরা এমন বেশি করে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64511.14
ETH 3405.23
USDT 1.00
SBD 2.30