পরিকল্পনা।
আজ- ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
কথায় আছে পরিকল্পনা যে কোন কাজের অর্ধেক। একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আপনি সুন্দর ভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। পরিকল্পনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে স্বল্প সময়ের জন্য, অর্থাৎ অল্প সময়ের জন্য যে পরিকল্পনাটা করা হয় সেটি, আরেকটার হচ্ছে দীর্ঘ সময়ের জন্য যে পরিকল্পনা করা হয়। অল্প সময় পরিকল্পনার ফলাফল আমরা খুব তাড়াতাড়ি ভোগ করতে পারি কিন্তু দীর্ঘ যে পরিকল্পনা সেটি ফলাফল ভোগ করতে অনেকটা সময় লেগে যায়। তবে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ্য পরিকল্পনাটাকে সব থেকে বেশি সমর্থক করি। তাছাড়া কাজের পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী পরিকল্পনা করা ভালো ।
ধরুন আজ থেকে দুই , চার , পাঁচ, দশ বছর পর আপনি কি করবেন বা কোন একটি বিষয় নিয়ে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখাটাই হচ্ছে মূলত দীর্ঘ পরিকল্পনা। এই দীর্ঘ পরিকল্পনা গুলোর মাধ্যমে কিন্তু সফলতা অনেকটাই পূরণ করা সম্ভব হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা হয় অনেকটা গোছালো এবং সুন্দর। কেননা ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের কাছে থাকে অনেক সময়।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আপনি স্বল্প মেয়েদের পরিকল্পনার মত সেই সুবিধা পাবেন না। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্বল্প সময়ের কোন পরিবর্তন আপনার পরিকল্পনাকে ব্যাঘাত করতে পারে না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের যে স্টিম পাওয়ার আছে সেটা কিন্তু আমরা একদিনের জন্য নয় বরং অনেক দিনের জন্য রেখে দিয়েছি ।
আর এই স্টিম পাওয়ার গুলো নিয়ে আমাদের নিশ্চয়ই সকালের একটি পরিকল্পনা রয়েছে, যখন স্টিম এর প্রাইস অনেক বাড়বে তখন আমরা সেটি সেল করে ভালো একটি এমাউন্ট তৈরি করব। আর আমরা সে সময়টার অপেক্ষায় আছি। আর আমরা আমাদের যে পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ আমরা যে প্রাইজে স্টিমগুলো সেল করব বলে ভেবে রেখেছি সে পর্যায়ে স্টিমের প্রাইস পৌঁছানো না পর্যন্ত এর ভিতরে সময়গুলোতে প্রাইস যতই ডাউন হোক না কেন আমরা কিন্তু কখনোই তা সেল দিব না। আর এটিই হচ্ছে এটি দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা।
আর অন্যদিকে আমরা প্রতিনিয়ত যে স্টিম গুলো পেয়ে থাকি সেই সঙ্গে সঙ্গে সেল করব না কিন্তু একদিন পরে সেল করব এমন পরিকল্পনাটাই এটি হচ্ছে স্বল্পমেয়াদি পরিকল্পনা।
আসলে, প্রতিনিয়ত আমরা আমাদের যেকোনো কাজ কিংবা কর্মকাণ্ড পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে নিতে পারি। আর এই পরিকল্পনা গুলো স্বল্প কিংবা দেখে দীর্ঘ মেয়াদের ও হতে পারে।
তো আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ঠিক বলেছেন ভাই, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গুলো বেশিরভাগ সময়ই খুব সুন্দর হয়। আপনি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এবং স্বল্প মেয়াদি পরিকল্পনা নিয়ে চমৎকার উদাহরণ দিয়েছেন। আসলে যেকোনো কাজ করার আগে সুষ্ঠু পরিকল্পনা করলে,সেই কাজ অনেকটাই ভালো হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
পৃরেপুরি ঠিক বলেছেন। কোনো একটি কাজ শুরু করার আগে পরিকল্পনা করার কোনো বিকল্প নেই। পরিকল্পনা যথার্থ করতে পারলে কাজ সফলতার সম্ভবনা বেড়ে যায়